# My favorite Web series contest || 09/07/2021 || My submission তকদির ।

in Steem Bangladesh3 years ago

Hello guys,

আসসালামু আলাইকুম,

আজকে আমি যে ওয়েব সিরিজটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি তার নাম হচ্ছে
Taqdeer Web Series (2020) | ভাগ্যের নির্মম পরিহাসের আরেক নাম তাকদীর।

5fe0494fc5a68.jpg

source

তাকদীর :অন্যবদ্য এক বাংলা ওয়েব সিরিজ :

Hoichi এর বাংলাদেশের ভেঞ্চার এ নির্মিত এ বছরের দ্বিতীয় ওয়েব সিরিজ তাকদীর ক্রাইম থ্রিলার এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো।Hoichi এর ব্যানারে অভিনয় করলেন বাংলাদেশের লেজেন্ডারি এক্টর চলঞ্চ চৌধুরী ।

মুল কাহীনি ::

তাকদির মানে ভাগ্য,ভাগ্যের নির্মম পরিহাসে ফেসে গেছেন তাকদির,
একজন ফ্রিজার ভ্যানচালোকের গল্প মৃত ব্যক্তিদের লাশ এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌছে দেওয়াই যার কাজ।
নতুন আলোর পত্রিকার বিখ্যাত সাংবাদিক আফসানা ধর্ষিতা এক মেয়ের রিপোর্ট কাভার করতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হয় এবং তার মৃত্যু ঘটে ।এখন প্রশ্ন হলো কারা খুন করলো তাকে? এবং কেনই বা তাকে খুন করা হলো।

এবার গল্পের আকর্ষিক মোর তাকদির তার ফ্রিজার ভ্যানে সাংবাদিক আফসানার লাশ দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়ে ।

5fe046bab17fb.jpg

source

আর এদিকে সাংবাদিককে খুজতে তাকদীরের পিছনে পড়েছে গোয়েন্দা পুলিশের দল।

এখন লাশ নিয়ে কোথায় যাবে সে ? এই দোটানার মাঝেই চলতে থাকে সিরিজের মূল গল্প।

যা ধীরে ধীরে পলিটিক্যাল ইস্যু মধ্যে জড়িয়ে পড়ে এই সিরিজের সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে এর পারফর্মেন্স।

লাশ দেখে মাথা খারাপ, কি করবে ?প্রথমে ফোন করে মন্টুকে,যে কিনা মাছের চালান তুলে দিয়েছে তার গাড়িতে ।মন্টুর কাছে কাংখিত উত্তর পায় না।এর পর ফোন আসে অ্যাম্বুলেন্স কোম্পানির মালিকের ।এই মুহূর্তেই আরেকটা লাশ নিয়ে যেতে হবে ঢাকার বাহিরে ।মালিক জানায় ,তকদির অপারগ হলে অন্য কাউকে গাড়িটা বুজিয়ে দিতে।
কিন্তু পেছনে যে আরেকটা লাশ , তাই তকদির কাজটা নিজেই বুজে নেয়।গাড়ি নিয়ে বের হয়েই ময়লার ভাগাড়ে যায় সে ।লাশ টা সেখানেই ফেলে পালাতে চায় ।

p88xMzMqcwhvL8hM_Ep04FOdVEAISAHe.jpg

source

কিন্তু ঠিক সেই সময় ফোনটা বেজে উঠে ।লাশটা যে রেখেছে সেই ফোনকরে তকদিরকে।

উপায়ান্তর না পেয়ে এই পৃথিবীতে তার একমাত্র আপনজন মন্টুকে ঢেকে পাঠায় তকদির ।তকদির কে ভাইছা সম্ভোধন করা মন্টুরও এই দুনিয়াতে কেউ নেই।তাই ভাইছার জন্য জান কোরবান করতে ও দ্বিধা করবে না মন্টু ।ফ্রিজারে এখন দুটো লাশ ।একটা জায়গামতো পৌছে দিতে হবে আর অন্যটার কোনো একটা ব্যবস্থা করতে হবে।
মন্টু বুদ্ধি করে লাশ অদলবদল করে দেয়।অজ্ঞাত জ্ঞাত দুটো লাশেরই দাফন হয়ে যায় সুকৌশলে ।কিন্তু অজ্ঞাত লাশটার জন্য ফোন আসাটা তখন ও থামে না।দুই পক্ষের সম্মতিতে এটাই সিদ্ধান্ত হয় যে , নির্দিষ্ট এক জায়গায় দেখা করবে তারা ।লোকটা আসামাত্রই ধরে বেধড়ক পেটানো হয় ।কিন্তু দেখা যায়, এই লোক হচ্ছে আজকের দিনের খবরের শিরোনাম,এই লোক আর নতুন আলো পত্রিকার প্রখ্যাত সাংবাদিক আফসানা আঞ্জুম নিখোজ আছৈনগত দুদিন ধরে।
এভাবেই যখনি তকদির আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে যাচ্ছে মনে হয় ,তখন ই পুনরায় কিছু মর্মান্তিক ঘটনা ঘটে ।একটা উক্তি প্রকাশ করে তকদির নামে লোকটি " আমার মা শরীর বেইচা আমারে মাদ্রাসায় পড়াইছে। মা মরণের পর, আমি ঐ দুনিয়া ছাইড়া আপনোগো ভালা দুনিয়ায় আইলাম। কিন্তু এই দুনিয়ায় আইসা দেখলাম, ঐ দুনিয়ায় খালি শরীর বিক্রি হইতো; আর আপনেগো ভালা দুনিয়ায় শরীরের সাথে আত্মাটাও বিক্রি হয়। "

NR0qwRlR7zzwqxfc_image2(1).jpg

source

সিরিজের কিছু তথ্য::

ধরন➡➡➡ রহস্য থ্রিলার

নির্মাতা:➡➡সৈয়দ আহমেদ শাওকী

অভিনয়ে :➡➡ চঞ্চল চৌধুরী ,পার্থ বড়ুয়া ,সানজিদ
প্রীতি,মনোজ কুমার প্রামানিক
,সোহেল মন্ডল ,মীর রাব্বী,মাহাফুজ মুন্না ,এজাজ বারি, সাজ্জাদ সাজু, নাফিস আহমেদ ,শাহরিয়ার ফেরদস সজীব,তামজিদ তন্ময় ,আল রাফিউল ইসলাম রাতুল,আরও অনেকে।

মূল দেশ :➡➡ বাংলাদেশ
ভাষা ::➡➡➡ বাংলা

পর্ব::➡➡➡ 8 পর্বের তালিকা।

নির্বাহী ::➡➡➡➡ রমেল চৌধুরী ,মীর মোকারম হোসেন ,
প্রযোজক:➡➡➡➡সালেহ সোবহান তানিম ,রেহমান
সোবহান সনেট।
প্রথম প্রকাশ ::➡➡➡➡ 8 ডিসেম্বর 2020।

আট পর্বের সিরিজ ক্রাইম থ্রিলার এর তকদির দেখে খুব ভালো লেগেছে ।আর অনেক কিছু অভিক্ষতাও হয়ৈছৈ।আপনারা দেখবেন ভালো লাগবে ।ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।"

ধন্যবাদ জানাবো @boss75 কে এমন একটা contest আয়োজন করার জন্য। সত্যি বলতে আমি নিজেও অনেক দিন ধরে চাচ্ছিলাম এমন একটা contest হোক কারন আমি প্রচুর ওয়েব সিরিজ দেখি।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Thanks to @boss75 & @steem-bangladesh.

Sort:  

বাংলাদেশের সেরা ওয়েব সিরিজের মধ্যে এটা একটা😇😇

Looks like a very interesting thriller. Your review extremely thorough and well explained. Regards.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64970.70
ETH 3238.82
USDT 1.00
SBD 2.64