Steem Bangladesh Contest - Book Review || প্যারাডক্সিক্যাল সাজিদ || আরিফ আজাদ

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ স্টিম বাংলাদেশ কমিউনিটি এর টপ পোস্ট টপিক ছিল "বুক রিভিউ"। তাই আমি আমার পড়া সবথেকে পছন্দের বই প্যারাডক্সিক্যাল সাজিদ বইটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পছন্দের বইয়ের রিভিউ টি ভালো লাগবে।

image.png
source

লেখকআরিফ আজাদ
প্রচ্ছদশিল্পী কাজী যুবাইর মাহমুদ
বিষয়ইসলামি আদর্শ ও মতবাদ
ভাষাবাংলা
ধরনছোটগল্প
প্রকাশিত৯ই ফেব্রুয়ারি ২০১৭
প্রকাশকগার্ডিয়ান পাবলিকেশন্স
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)
পৃষ্ঠা সংখ্যা১৭৬
আইএসবিএন৯৭৮-৯৮৪-৯২৯৫৯-০-৭
rokomari.com থেকে বইটি কেনার লিংকLink
rokomari.com এ বইটির মূল্য২০০ টাকা
গুগল প্লে স্টোর থেকে বইটি পড়ার লিংকLink



বইটির লেখক এর সংক্ষিপ্ত কিছু পরিচয়:

"আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা" আরিফ আজাদ কে নিয়ে অসাধারণ এই উক্তিটি করেছিলেন - জনপ্রিয় ইসলামিক সাহিত্যিক ডা. শামসুল আরেফীন।একটা মানুষ এত অল্প সময়ে এত জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো তাঁর লেখার শক্তি।।আরিফ আজাদ অফলাইনে এবং অনলাইনে দুই জায়গাতেই অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং তিনি রকমারিতেবেস্ট সেলার হিসেবে জায়গা করে নিয়েছেন। আরিফ আজাদ জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রাম জেলায়।

qqqqqqq.jpg

rokomari.com এ বইটি বেস্ট সেলার হিসেবে নির্বাচিত হয়



প্যারাডক্সিক্যাল সাজিদ (বইটির রিভিউ)


প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের এক বাস্তববাদি সৃষ্টি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ে - সাজিদ নাস্তিকদের এবং ইসলাম বিরোধী বিভিন্ন লোকদের অযৌক্তিক এবং ইসলাম বিরোধী প্রশ্নের উত্তর গুলো তার যুক্তি দিয়ে ইসলামকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এজন্যই হয়তো এই বইয়ের নাম "প্যারাডক্সিক্যাল সাজিদ"।

আমাদের দেশে মুসলমানদের সংখ্যা অনেক বেশি কিন্তু এই মুসলিমদের মধ্যে রয়েছে অনেক নাস্তিক। নাস্তিকদের প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষ দিতে পারে না কারণ তাদের সাথে যুক্তিতে সাধারণ মানুষ পেরে ওঠে না। কিন্তু এই প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ে খুব সুন্দর ভাবে এবং যৌক্তিকভাবে ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা যে প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এ ইসলাম কতটা সহজ এবং যদি আমরা ইসলাম মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনটাও কতটা সহজ ভাবে আমরা চালাতে পারব।

এই বইটি নাস্তিকদের জন্য অনেক শিক্ষামূলক একটি বই। ইসলামিক এই বইতে নাস্তিকদের যোক্তিকে খন্ডন করা হয়েছে। এই বইটি পড়ার পর অসংখ্য নাস্তিক তাদের ভুল পথ থেকে ঠিক পথে ফিরে এসেছে।

প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি থেকে আমি অনেক কিছু শিখেছি। এই বইটা থেকে আমি শিখেছি যে নাস্তিকদের থোতা মুখ কিভাবে ভোঁতা করে দেওয়া যায়। যারা নিজেদেরকে নাস্তিক চিন্তাশীল দাবি করে ইসলামকে হেয় করতে চায় তাদেরকে কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয় তা আমি এই বইটা থেকে শিখেছি।



প্যারাডক্সিক্যাল সাজিদ বই এর (সংক্ষিপ্ত বিবরণ)


প্যারাডক্সিক্যাল সাজিদ এর মূল চরিত্র হলো সাজিদ এবং সাজিদের বন্ধু হিসেবে চরিত্রে ছিলেন আরিফ আজাদ নিজেই এবং সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের ছাত্র। এই বইয়ের প্রথম পর্বে সাজিদ নাস্তিক পরিচয় ছিল এবং তার প্রশ্ন ছিল যে, না দেখা জিনিসকে তিনি কেন বিশ্বাস করবেন। তার এই প্রশ্নের উত্তর আরিফ আজাদ বৈজ্ঞানিকভাবে খুব ভালোভাবে বিশ্লেষণ করে উত্তর দিয়েছেন। তিনি তাঁকে বলেছিলেন যে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার মা বলেছিলে তোমার বাবাকে বাবা বাবা বলে ডাকতে তুমি বাবা বলে ডেকে ছিলে, তুমি তো তাকে চিনতে না, কিন্তু তাকে তুমি বাবা বলে কেন ডাকছিলো এরকম সুন্দরভাবে যুক্তি সহকারে বুঝিয়ে আরিফ আজাদ সাজিদকে বুঝাতে সক্ষম হয়েছিল যে ইসলাম হলো সত্য ধর্ম ।

এরপরের যতগুলো পর্ব ছিল সব পর্বে সাজিদ তার তথ্য ও যুক্তির মাধ্যমে ইসলাম ও স্রষ্টা নিয়ে সন্দেহ থাকা ব্যক্তিদের সংশয় দূর করার চেষ্টা চালায় এবং নিজেই বিভিন্ন নাস্তিকদের প্রশ্নের উত্তর খুব ভালোভাবে যুক্তি সহকারে দিয়েছিল কিছু কিছু সময় শিক্ষকদের প্রশ্নের উত্তর আবার কিছু কিছু সময় বড় ভাইদের প্রশ্নের উত্তর দিয়ে সাজিদ প্রমাণ করেছিল যে ইসলামী ই হল পৃথিবীর শ্রেষ্ঠ এবং সত্য ধর্ম।


image.png

source



এই বইটি সম্পর্কে (আমার মতামত)


প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি মূলত লেখা হয়েছিল নাস্তিকদের অযৌক্তিক প্রশ্নগুলোর উত্তর নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এ বইয়ের লেখক কে নিয়ে আমার বলার মতো কোন যোগ্যতাই নেই। এই বইটি আসলে মানুষের অনেক উপকারে এসেছে । কারণ আমরা সাধারণত অনেক নাস্তিকদের প্রশ্নে অনেক সময় দেয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখি না। কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুবই প্রয়োজন হয়। যদি আমরা এই বইটি পড়ি তাহলে আমরা জানতে পারব যে নাস্তিকদের সেইরকম অযৌক্তিক কথাগুলোর কিভাবে উত্তর দিতে হয় এবং যুক্তিমূলক ভাবে কিভাবে উত্তর দিয়ে ইসলামের সত্য কে কিভাবে তুলে ধরা যায় তবে এই বইটি লেখার কারণে অনেক নাস্তিকদেরও অনেক উপকার হয়েছে যদি কোন নাস্তিক এই বইটি পড়ে তাহলে অবশ্যই তিনি সঠিক পথে চলে আসবেন আমি মনে করি যে এই বইটি বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



যে কারণে এই বইটি পড়বেন


এই বইটি পড়লে মূলত ইসলামকে নিয়ে নাস্তিকদের যে অপ্রোজনীয় ও উদ্ভট , অযৌক্তিক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর জবাব আপনি সহজভাবে দিতে পারবেন এবং আপনি জানতে পারবেন ইসলাম সম্পর্কে নাস্তিকদের কি কি উদ্ভট প্রশ্ন থাকে। সমাজের আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের মুক্ত চিন্তাশীল দাবি করে ইসলামকে ছোট করতে চায় । এই বইটি পড়ে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া যাবে। একজন মুসলমান হওয়া সত্ত্বেও শয়তানের প্ররোচনায় মাঝে মধ্যে উদ্ভট প্রশ্ন মনে উদয় হয় । আলহামদুলিল্লাহ এই বইটা পড়ার মাধ্যমে আপনি ইসলামকে নিয়ে আপনার মনে যে সকল উদ্ভট প্রশ্ন থাকে তার সঠিক এবং সুনিপুণ জবাব পেয়ে যাবেন।




🅣🅗🅐🅝🅚🅢 🅕🅞🅡 🅡🅔🅐🅓🅘🅝🅖 🅜🅨 🅟🅞🅢🅣
@kawsar

Sort:  

আমি যখন বইটি পড়েছি তখন নোট করে করে পড়েছি। প্রত্যেকটি পয়েন্ট যুক্তি ও প্রমাণ দিয়ে অনেক সুন্দর করে বুঝিয়েছেন আরিফ ভাই। এমন বই বর্তমান সময়ের সময়ের দাবি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.039
BTC 94427.89
ETH 3347.19
USDT 1.00
SBD 1.60