// The Dairy Game // Simple Day / 22-09-2021.

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।
আজ আমি আপনার সাথে আমার আজকের দিনের ডায়েরি শেয়ার করতে যাচ্ছি।


আজকের ডাইরি


Wednesday

22-09-2021


★সকাল★


received_218152337012381.jpeg

সকালে ভাইয়ার সাথে হাটতে গিয়ে তোলা।
Location

সকালের দিকে ঘুম থেকে উঠতে প্রায় ৫ টা বাজে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ওযু করে এসে ফজরের নামাজ আদায় করি। এরপর কিছুক্ষন বই পড়ে আবার কিছুক্ষণ ঘুমাই। ঘুম থেকে উঠতে প্রায় আটটা বেজে যায় তারপর সকালের নাস্তা বানাতে মায়ের সাথে সাহায্য করি। নাস্তা বানানোর পরে সবাই এসে টেবিলে বসে নাস্তা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপরে মায়ের সাথে দুপুরের রান্নার জন্য কিছু শাক কুঁটে দেই।


★দুপুর★


IMG_20210923_121149.jpg

দুপুরে কাপড় সেলাইয়ের কাজ করার সময়।
Location

কাজ শেষ করতে করতে যোহরের আযান দেয় এরপর সবকিছু জোগাড় করে দিয়ে আমি গোসল করতে চলে যাই। গোসল করে ওযু করে জোহরের নামাজ আদায় করতে যাই। জোহর নামাজ আদায় করার পরে পরে দুপুরের খাবার খাই। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার সেলাই মেশিনে কাপড় সেলাই করতে বসি। একটি জামার গলার ডিজাইন তৈরি করতে ছিলাম আজকে।


★বিকেল★


IMG_20210923_120719.jpg

বিকেলের দিকে বান্ধবির সাথে হাটা।
Location

সেলাইয়ের কাজ শেষ করতে করতে বিকাল পাঁচটা বেজে যায়। এরপর সেলাই কাজ থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হই। তারপরে একটু বাইরে হাঁটতে বের হই আমাদের বাসার সামনে একটি রাস্তা আছে সেখানে কিছুক্ষণ হাটি। আমার এক বান্ধবীর সাথে অনেটা সময় হাটি এরপর মাগরিবের আযান দিয়ে দেয় পরে বাসায় চলে আসি। বাসায় এসে ওযু করে মাগরিবের নামায আদায় করতে যাই।


★রাত★


IMG_20210923_121245.jpg

সন্ধ্যায় সবার জন্য নাস্তা তৈরি।
Location

মাগরিবের নামাজ আদায় করার পর সন্ধ্যাবেলার হালকা নাস্তার জন্য কিছু আটা ও চিনি দিয়ে বড়া বানাই। নাস্তা খেতে খেতে এশার আযান দেয়। ওযু করে এসে এশার নামাজ পড়তে চলে যায়ই। এরপর কিছুক্ষন বই পড়ি তারপরে রাতের খাবার খেতে ডাকে মা। এরপর রাতের খাবার খেয়ে বিছানায় চলে আসি।


ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.035
BTC 107110.51
ETH 3636.43
USDT 1.00
SBD 0.51