Steem Bangladesh Contest : Tell us about "A Freedom Fighter of My Country." || Bir Protik Taramon Bibi

in Steem Bangladesh3 years ago

images (1).jpeg
source


আমি আমাদের বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। তিনি হলেন একজন নারী মুক্তিযোদ্ধা তার নাম হচ্ছে তারামন বিবি।

বীরপ্রতীক তারামন বিবি। বাংলাদেশের বীর প্রতীক পুরস্কার প্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি।

বর্ননাঃ

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনির একজন ছিলেন। যেটি সরাসরি যুদ্ধে জড়িত ছিল এবং পাকিস্তানিদের বিরুদ্ধে লাড়াই করেছিলো।

ন্যাশনালিটিবাংলাদেশি।
জন্ম গ্রহণ১৯৫৬ সালে, শংকর মাধবপুর, কুড়িগ্রাম, ইস্ট পাকিস্তান,
মৃত্যুবরণ করেন০১-১২-২০১৮ চার রাজিবপুর উপজেলা, কুড়িগ্রাম, বাংলাদেশ।
যুদ্ধে যোগদান১৯৭১,
যুদ্ধবাংলাদেশের মুক্তি যুদ্ধ।
প্রতীকবীর প্রতীক।

তার বাবার নাম আব্দুস সোবহান এবং মায়ের নাম কুলসুম বেওয়ার। তিনি কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৬ বছর বয়সে তাকে মুক্তিবাহীনির মধ্যে রান্নার সাহায্যকারী হিসেবে যোগ দিতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে তিনি ৩০৩ ব্রিটিশ রাইফেল মেশিন ব্যবহারের প্রশিক্ষণ নেয়। এরপর তিনি সেক্টর-১১ এর কমান্ডার আবু তাহেরের নেতৃত্বে ছিলেন। আব্দুল মজিদ নামের এক ব্যক্তির সাথে তারামন বিবির বিয়ে হয়েছিল এবং তাদের একটি পুত্রসন্তান ও একটি কন্যাসন্তান ছিল।

যুদ্ধের পরে, ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের থেকে তিনি বীরপ্রতীক পদে ভূষিত হন। এরপর কোন কারনে তার খোঁজ না পাওয়ার জন্য পুরস্কারটি তাকে আর দেয়া হয়নি। পরে ১৯৯৫ সালে ময়মনসিংহের একজন গবেষক তারামন বিবিকে আবিস্কার করেন এর আগ পর্যন্ত তারামন বিবি নিজেও এ বিষয়ে অবগত ছিলেন। ১৯ ডিসেম্বর ১৯৯৫ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে বীর প্রতীক পুরস্কার প্রদান করেন।

১ ডিসেম্বর ২০১৮ সালে, কুরিগ্রাম জেলার, চর রাজিবপুর উপজেলায়, সে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

আজ এ পর্যন্তই। জানিনা এটি আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবার হয়তোবা অন্য কোনদিন অন্য কোন দেশপ্রেমিক মুক্তি যোদ্ধাকে নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে।


ধন্যবাদ জানাই @boss75 কে এতো সুন্দর একটা কনটেস্টের আয়োজন করার জন্য।

Sort:  
 3 years ago 

Thanks for writing an inspirational biography.

 3 years ago 

You welcome.

 2 years ago 

good writing, history that fits your story very well. Good luck

Hi, @july08,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64294.34
ETH 3494.87
USDT 1.00
SBD 2.54