| 🌼🌺🌺The Dairy Game session: // Simple Day / 26-12-2021. / 30%-for hive-138339

in Steem Bangladesh2 years ago

আজ আমি আপনার সাথে আমার আজকের দিনের ডায়েরি শেয়ার করছি। আশা করি এটা আপনাদের পছন্দ হবে।


★সকাল★

received_675829370515517.jpeg

সকালে ভাইয়ার বাজার করে নিয়ে আসা সবজি।


সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামায শেষ করার পরে। নামাজের পাটি থেকে উঠে গিয়ে ব্রাশ করি। তারপরে রুমে গিয়ে কিছুখন বই পড়ি। এরপর সকালের নাস্তা খাওয়া শেষে থালা বাসন গুলো ধুয়ে ফেলি পরে ভাইয়া সকালের বাজার নিয়ে আসে। এরপর মায়ের সাথে দুপুরের খাবার তৈরির জন্য মাকে কাজে সাহায্য করি। দুপুরের খাবার তৈরি করতে করতে প্রায় যোহরের আযান দিয়ে দেয়। আমি তারপরে গোসল করতে চলে যাই।



★দুপর★

received_304166938287953.jpeg

পাশের বাসার বাগানের জেসমিন ফুল।


গোসল শেষ করে ওযু করে এসে জোহরের নামাজ আদায় করি। এরপরে একটু বাহিরে যাই পাশের বাসার বাগানে। পরে মা দুপুরে খাবার খেতে ডাকেন এরপর বাসায় এসে টেবিলে গিয়ে দুপুরের খাবার খাই। দুপুরে খাবার খাওয়ার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় পরে তাই বিছানায় চলে আসি।



★বিকাল★

received_456400546095165.jpeg

বিকেলে বাজারে গিয়ে কাপড় কেনার সময়।


ঘুম থেকে উঠতে ৪ঃ০০ টা বেজে যায় পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর আসরের আযান দিলে ওযু করে এসে আসরের নামাজ আদায় করি। আজকে কিছু কাপড় কিনবো তাই মার্কেট যাওয়ার কথা ছিল। পরে মা ভাইয়া আর আমি তাড়াতাড়ি তৈরি হয়ে মার্কেটের দিকে যাই কিছু কাপড় কেনার জন্য। বাসায় আসতে আসতে মাগরিবের আযান দিয়ে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওযু করে মাগরিবের নামাজ আদায় করতে যাই।


★রাত★

IMG_20211227_191712.jpg

রাতে ইউটিউবে মুভি দেখা।


এখন মাগরিবের নামাজ শেষ করে উঠে দুটি বই নিয়ে পড়া শুরু করি। পড়তে পড়তে এশার আজান দিয়ে দেয়। তারপর ওযু করে এসে এশার নামাজ পরতে যাই। নামাজ পরে উঠে কিছুক্ষণ টিভি দেখি। এরপরে রাতের খাবার খেতে চলে যাই। রাতের খাবার শেষে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলি পারিবারিক বিষয়ে। তারপরে বিছানায় শুয়ে শুয়ে ইউটিউবে মুভি দেখি।



ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

A beautiful day you had. Vegetables looks awesome

 2 years ago 

Thank you so much

 2 years ago 

You have completed a lot of works today. Jasmine flower is looking gorgeous. It's a beautiful diary.

 2 years ago 

Thank you so much.


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64294.34
ETH 3494.87
USDT 1.00
SBD 2.54