Club5050|| Steem Bangladesh Contest : photography||15-04-2022||30% for hive-138339

in Steem Bangladesh3 years ago

সুপ্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? মহান আল্লাহর তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আছি। আজ আমি steem-bangladesh কমিউনিটি প্রতিযোগিতায় photography নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।

IMG-20220414-WA0032.jpg

আজকে হঠাৎ বিকেলবেলা বন্ধুর বাসায় বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম এবং রাস্তায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা অফিসে চারদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এবং ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং মনমুগ্ধকর আমি ফুলগুলো দেখার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করলাম। এবং ফটোগ্রাফি করে অনেক ভালো লাগলো সেখানে সব চেয়ে আমার বেশি ভাল লেগেছে সূর্যমুখী ফুল দেখতেও অনেক সুন্দর এবং আমি সেখানে আধা ঘণ্টার মত ছিলাম সেখানে বিভিন্ন ধরনের মানুষ এসে আমার মত ফটোগ্রাফি করছে।অফিসে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে তারা ফুলগুলোকে যত্ন করে এবং আগাছা পরিষ্কার করে।

IMG-20220414-WA0036.jpg

আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি এবং বিশেষ করে ফুলের এবং প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।

সূর্যমুখী ফুল চাষ পদ্ধতি :

বপন পদ্ধতি ও বীজের হারঃ সূর্যমুখী বীজ সারিতে বুনতে হয়। সারি থেকে সারির দূরত্ব ৪০ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব ২৫ সেন্টিমিটার। এভাবে বুনলে প্রতি হেক্টরে ২৩৩ শতকে) ৭-১০ কেজি বীজ লাগে। বারি সূর্যমূখী-২ এর জন্য হেক্টর প্রতি ১১-১৪কেজি বীজের দরকার হয়। মাটিতে জৈব সার ব্যবহার করতে হয় এবং মাটিতে থাকা আগাছা পরিষ্কার করতে হয়।

IMG_20220114_133455__01.jpg

গাঁদা বা গন্ধা একটি সুগন্ধী ফুল যা সর্বত্র সহজে জন্মায় এবং গৃহসজ্জায় ব্যবহৃত হয়। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও গাঢ় খয়েরী হয়ে থাকে। এবং দেখতে অনেক সুন্দর লাগে
এবং বিয়ে বাড়ি অফিস-আদালত ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এই ফুল ব্যবহার হয়ে থাকে। এবং গ্রাম গঞ্জে শীতকালে বেশি দেখা যায়।

IMG_20211219_154837__01.jpg

IMG_20211219_154559__01.jpg

গাদা ফুলের উপকারিতা :

শরীরের কোথাও কেটে গেলে গাঁদার পাতা পিষে লাগালে রক্ত পড়া ও ক্ষত ভালো হয়। গাঁদা ফুলের চা নিয়মিত পান করলে মুখের ব্রণ দূর হয়, ত্বক মসৃন হয়, হজম শক্তি বাড়ায়, হাড়ের ক্ষয় রোধ হয়। আর্থা ইটিসের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় থাকে।

IMG_20211219_154604__01.jpg

সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ফটোগ্রাফি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

আমি আমার দুই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @waniaa@lensaphoto.

সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ফুলের ফটোগ্রাফিক গুলো সত্যিই অসাধারণ। সুন্দরভাবে ফলের বিবরণ গুলো দিয়েছেন।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

বাহ আপনি তো অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। ফুলগুলোর অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।

 3 years ago 

ফুল যেমন পরিবেশকে সুন্দর করে তোলে তেমনি আমাদেরকেও সুরভী দান করে।অফিস,স্কুল,বাসা সব জায়গাতেই ফুল তাঁর সৌন্দর্য বিলিয়ে থাকে।আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন।

beautiful flowers, with perfect photography, thanks for sharing.

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন।খুব নিখুত হয়েছে ফুলের ফটোগ্রাফিগুলো ।সূর্যমুখী ফুলটি বেশি ভাল লাগতেছে আমার কাছে ।ধন্যবাদ সুন্দর ফুলের ফটো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58