My Town Ten Picture || 16 September 2021 || 2% beneficiaries @bd-charity account

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম
আমি @jahidshikder
আমার প্রান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন
এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজ চতুর্থ বারের মতন আবারও আমি আমার এলকার ১০ টি ছবি নিয়ে হাজির হলাম। এবং ছবির সাথে ছবির লোকেশন সহ কিছু বিবরন দেয়ার জন্য আমি চেষ্টা করেছি।আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমি সার্থক।তাহলে শুরু করা যাক,

IMG_20210915_131328.jpg

What3words Location Code:

https://w3w.co/laying.hampers.fingertip

ছবিটিতে যেই বাড়িটি দেখা যাচ্ছে তা আমার খুব পছন্দের একটি বাড়ি।এই বাড়িটি বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লক ৬ নাম্বার রোডে অবস্থিত।বাড়িটি হইতো কোনো সৌখিন মানুষের ই হবে।কারন এই ব্যস্ত তম শহরে যেখানে মানুষ এই সম পরিমান জায়গায় ১০ তলা বিল্ডিং উঠিয়ে ভাড়া তোলে, সেখানে এই বাড়ির মালিক তার থাকার জন্য অর্থাৎ সৌখিনতার কারনে সমগ্র জায়গা জুড়ে শুধু মাত্র তার থাকার জন্য বাড়িটি তৈরী করেছে।

IMG_20210915_121523.jpg

What3words Location Code:

https://w3w.co/unspoiled.dream.tangible

ছবিটিতে একটি আধুনিক যুগের ব্রিজ দেখা যাচ্ছে।ঢাকা শহরের মানুষ যখন তার বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় ঠিক তখন একটু স্বস্তির নিশ্বাস ফেলার জন্য ছুটে "হাতিরঝিল' একটি জায়গায়। আর হাতিরঝিলের প্রথম ব্রিজটি ই আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি।

IMG_20210915_121424.jpg

What3words Location Code:

https://w3w.co/remaking.alarmed.octagon

ছবিটিতে আমরা একটি সুইচ গেট দেখতে পাচ্ছি।এই সুইচ গেট টির মাধ্যমে হাতিরঝিল এর মত বড় একটি লেক এর পানি র উচ্চতা ঠিক রাখা হই।বর্ষার মৌসুমে যখন পানি বেশী হয়ে যায় তখন পানি কমিয়ে ফেলা আবার গ্রীষ্মের মৌসুমে যখন পানি শুকিয়ে যায় তখন পানিকে ধরে রাখতে এই সুইচ গেট টি কাজে লাগানো হয়।

IMG_20210915_113103.jpg

What3words Location Code:

https://w3w.co/caves.pipeline.convey

ছবিটিতে আমরা একটি ঝুড়ির ভিতর অনেক লেবু দেখতে পাওয়া যাচ্ছে।এটি ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারী বাজার, " কারওয়ান বাজার "এর একটি চিত্র।যাই হোক এইখানে আমি ১২ টি লেবু ৩০ টাকা দিয়ে কিনে বাসায় চলে আসি।

IMG_20210915_113021.jpg

What3words Location Code:

https://w3w.co/rigs.tenses.harmless

ছবিটিতে দেখা যাচ্ছে কিছু মানুষ পাইলিং এর কাজ করছে।আমাদের স্বপ্নের "মেট্রোরেল" এর কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।যা এই কাজ দেখলেই বোঝা যায়।ইতি মধ্য আমাদের দেশে মেট্রোরেলের এক অংশে পরীক্ষা মুলক মেট্রোরেল চালু করে দেখা হয়েছে।

IMG_20210915_112432.jpg

What3words Location Code:

https://w3w.co/spurring.octagonal.tonight

ছবিটিতে যেই বিল্ডিং টি দেখা যাচ্ছে তা আমাদের দেশের প্রাকৃতিক গ্যাস, তিতাস গ্যাসের অফিস।এই অফিস টি রাজধানী সোনারগাঁও মোড় এ অবস্থিত।

IMG_20210915_112147.jpg

What3words Location Code:

https://w3w.co/pelt.tedious.overused

এই ছবিটিতে যেই বিল্ডিং টি দেখা যাছে তা আমাদের দেশের অন্যতম চলমান একটি শপিং মল। যার নাম" বসুন্ধারা সিটি মার্কেট"।এটি ২০০২ সালে চালু হয়।এটি চালু হওয়ার পর ই আমাদের দেশের মানুষ শপিং মল শব্দটির সাথে পরিচিত।

IMG_20210915_110248.jpg

What3words Location Code:

https://w3w.co/uplifting.angle.prom

ছবিটিতে যেই বিল্ডিং টি দেখা যাচ্ছে এটি সদ্য নির্মিত একটি বিল্ডিং। এটি একটি সরকারী অফিস।যার নাম"ভুমি অফিস"।জদিও এটি এখনো আনুষ্ঠানিক ভাবে চালু হই নি কারন এটি এখনো প্রক্রিয়াধীন।

IMG_20210913_130528.jpg

What3words Location Code:

https://w3w.co/useful.elders.careless

ছবিটিতে আমরা একটি সিনেমা হল দেখতে পাচ্ছি।সিনেমা হল টির নাম "সৈনিক ক্লাব সিনেমা হল"। বহু বছর
আগে আমি এই সিনেমা হল টিতে বন্ধুদের সাথে গিয়ে একটি বাংলা সিনেমা দেখেছিলাম।এটি ক্যন্টোনমেন্ট এলাকার সাথে ই অবস্থিত।

IMG_20210913_125420.jpg

What3words Location Code:

https://w3w.co/shatters.crypt.start

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি যেটি ঢাকা শহরের মহাখালী ফ্লাইওভার এর কাছাকাছি অবস্থিত।এটিও একটি সরকারি অফিস।অফিস টির নাম " সড়ক ও সেতু মন্ত্রানালয়"।

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।যদি আমার পোস্ট টিতে কোনো ভুল ভ্রান্তি দেখা যায় তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে আমার ভুল টি ধরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আসসালামু আলাইকুম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76553.02
ETH 3040.86
USDT 1.00
SBD 2.64