My Town Ten Picture || 11 September 2021 || 2% beneficiaries @bd-charity account

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম
আমি @jahidshikder
আমার প্রান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন
এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।

আবার ও আমি আমার এলকার ১০ টি ছবি নিয়ে হাজির হলাম। এবং ছবির সাথে ছবির কিছু বিবরন ও দেয়ার জন্য আমি চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমি সার্থক।

IMG_20210910_181655.jpg

What3words Location Code:

https://w3w.co/stitch.cries.smile

ছবিটিতে যে বিশাল আকৃতির একটি দালান দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশী ব্যবহৃত মোবাইল অপারেটর "গ্রামীনফোন " সিম এর প্রধান কার্যালয়। যাকে আমরা সাধারণত হেড অফিস বলে থাকি। "গ্রামীণফোন" এর এই হেড অফিস টি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি জায়গা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।

IMG_20210910_180850.jpg

What3words Location Code:

https://w3w.co/arming.sunshine.acquaint

ছবিটিতে দেখা যাচ্ছে "sultan dine" ।মুলত এটি একটি রেস্টুরেন্ট।কিছু দিন আগে বন্ধুদের সাথে এই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম।এক কথায় খাবারের মান অসাধারণ।

IMG_20210903_193100.jpg

What3words Location Code:

https://w3w.co/arming.sunshine.acquaint

এই বিরিয়ানি টির নাম" কাচ্চিবিরিয়ানি" । যা খাসির মাংস এবং বাসমতী চালের মাধ্যমে রান্না করা হই। বাঙালী মানুষ সাধারণত ই ভোজনরসিক। আর বিরিয়ানির সাথে যদি বোরহানি থাকে তাহলে তো কোনো কিছু বলার অপেক্ষা ই রাখে না

IMG_20210910_173123.jpg

What3words Location Code:

https://w3w.co/thudded.sneezing.rope

বাংলাদেশ এর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য ছবিটিতে দৃশ্যমান "North South University " অন্যতম।
পড়ালেখের মানের দিক দিয়ে,গবেষণার দিক দিয়ে, এছড়া বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করার দিক দিয়ে ও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রা নিরলস পরিশ্রম করে বিভিন্ন পুরষ্কার জিতে বিশ্ববিদ্যালয় টির নাম উজ্জ্বল করে।কিন্তু এই বিশ্ববিদ্যালয় এ পড়তে হলে সাধারন ঘরের শিক্ষার্থী রা পড়তে সক্ষম হয় না। কেননা বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার কারনে এইখানে টিউশন ফি এর টাকার পরিমান অনেক।তাই বেশিরভাগ সময়ে উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েরা ই এই খানে এসে ভর্তি হয়ে পড়ালেখা করে।

IMG_20210910_172858.jpg

What3words Location Code:

https://w3w.co/prune.kettles.crisp

দৃশ্যমান ছবিটিতে বাংলাদেশের অন্যতম আরেক টি বেসরকারি বিশ্ববিদ্যালয় "IUB " দেখা যাচ্ছে।যার পুর্ননাম "INDEPENDENT UNIVERSITY BANGLADESH ".এটি বসুন্ধরা আবাসিক এলাকা,ঢাকা, ১২২৯ এ অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা ও বিভিন্ন অলিম্পিয়াড এ অংশগ্রহণ করে বিভিন্ন পুরষ্কার জয়ী হয়ে বিশ্ববিদ্যালয় টির নাম উজ্জ্বল করছে।এই বিশ্ববিদ্যালয়ের পড়া-লেখার মান ও খুব ভালো।

IMG_20210910_171838.jpg

What3words Location Code:

https://w3w.co/princely.gourmet.city

বসুন্ধরা গ্রুপের সহযোগীতায় "মুফতি আব্দুর রহমান" কর্তৃক এই মসজিদ টি স্থাপিত হই।মসজিদের পাশাপাশি একই সাথে এটি একটি ইসলামিক রিচার্স সেন্টার এবং মাদ্রাসা। এটিকে বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদ ও বলা হয়ে থাকে।প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য আমি এই মসজিদে যায়।মসজিদ টি যথেষ্ট পরিমান বড় এবং বিপুল সংখ্যক মানুষ এইখানে এসে নামায পড়তে পারে।

IMG_20210910_162701.jpg

What3words Location Code:

https://w3w.co/highly.firepower.chainsaw

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি "কবুতর" এর দুটি বড় ঘর।কিছু কবুতর ঘরের সামনে দাঁড়িয়ে আছে,কিছু কবুতর ঘরের ভেতরে রয়েছে এবং কিছু কবুতর একটি বাটি থেকে পানি খাচ্ছে।কবুতর পাখি ভালো লাগে না এমন কাউকে খুজে পাওয়া খুব কষ্ট কারন এই কবুতরের মধ্য একটা মায়ায় জড়িয়ে জাওয়ার গুন রয়েছে।আর যদি নিজের কবুতর হই তাহলে তারা যখন নিজের কাধে এসে দাঁড়িয়ে হাত থেকে খাবার খাই এই স্মৃতি টি ভালোর নই কখনো।

IMG_20210909_100457.jpg

What3words Location Code:

https://w3w.co/plates.gripes.readjust

ছবিটিতে দেখা হলুদ ঘরটি কোনো থাকার জায়গা নয়।এটি একটি রেস্টুরেন্ট।ইন্দোনেশিয়ান ব্রান্ড "বাবা রাফি" নামক এই রেস্টুরেন্টের খাবার মান অনেক ভালো এবং খাবার গুলো ও খুব মজার।প্রতিটি রেস্টুরেন্টের মত এই রেস্টুরেন্টটি ও তার একটি খাবার যার নাম"চেইন কাবাব" এর জন্য বিখ্যাত।আমি নিজে খেয়েছি এই রেস্টুরেন্টের খাবার।তাই আমি নির্দিধায় বলতে পারি এই রেস্টুরেন্টের খাবার এর মান ও দিক উভয় ই খুব ভালো।

IMG_20210909_100411.jpg

What3words Location Code:

https://w3w.co/paddocks.rails.calculating

ছবিটিতে দেখা দালানটি একটি চক্ষু হাসপাতাল। হাসপাতাল টির পুর্ন নাম,"Bashundhara Eye Hospital and Research Institute "। এটি বসুন্ধরা গ্রুপ ও ভিসন কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্টিত এবং পরিচালিত।এখানে মাসে একদিন বিনামুল্যে গরীব দের জন্য চক্ষু অপারেশন করা হয়ে থাকে।এবং দালান টির ২য় তলায় মনিটিরের মাধ্যমে সরাসরি অপারেশন গুলো দেখানো হয়ে থাকে।আমি আমার নিকট আত্নীয় দের নিয়ে বহুবার এই হাসপাতালে গিয়েছি।

IMG_20210908_174108.jpg

What3words Location Code:

https://w3w.co/states.bank.jeering

ছবিটিতে দেখা যাচ্ছে একটি খেলার মাঠ।মজার ব্যাপার হল খেলার মাঠটিতে ঘাস গুলি প্রাকৃতিক নয়।এগুলো প্লাস্টিকের ঘাস।এখানে শীত কালে ব্যাডমিন্টন,এখন ফুটবল,ইত্যাদি খেলা হয়।বেশ কিছু মানুষ ভীড় জমায় এই খেলা দেখার জন্য।

IMG_20210910_175256.jpg

What3words Location Code:

https://w3w.co/verb.cornfield.unveils

ছবিটিতে জেই দালানটি আমরা দেখতে পাচ্ছি তা দক্ষিন এশিয়ার মধ্য সবেচেয়ে বড় শপিং মল," যমুনা ফিউচার পার্ক"।বাংলাদেশ এর মত একটি মধ্যম আয়ের দেশে এই রকম আন্তর্জাতিক মানের একটি শপিং মল রয়েছে এটি ভাবলেই নিজের মন টি আনন্দে ভরে যায়।এই ধরনের আরো অনেক স্থাপনা হইতো আমরা সামনে আরো দেখতে পাবো বলে আমরা আশা করি।বাংলাদেশের প্রতিটি মুহূর্তের উন্নয়ন যেনো আমার মনটা ভড়িয়ে দেয়।এবং জোর গলায় বলতে ইচ্ছে করে, "আমি গর্বিত আমি একজন বাংলাদেশী নাগরিক "।

ধন্যবাদ আমার এই পোস্টটি পড়ার জন্য।যদি কোনো ভুল -ভ্রান্তি দেখা যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57983.67
ETH 2465.71
USDT 1.00
SBD 2.41