MY TOWN IN TEN PICS||BASHUNDHARA, DHAKA, BANGLADESH ||8th September 2021

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম
আমি @jahidshikder
আমার প্রান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন
এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমার আজকের পোস্টের বিষয় হচ্ছে আমার এলাকার তোলা ১০ টি ছবি।ছবির সাথে ছবির কিছু বিবরন ও দেয়ার জন্য আমি চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমি সার্থক।

                  #01

IMG_20210908_164803.jpg

এটি বাংলাদেশের অন্যতম একটি সেরা হাসপাতাল। হাসপাতাল টির বর্তমান নাম "এভার-কেয়ার" হাসপাতাল হলে ও মানুষ আজও হাসপাতাল টি "এপোলো" হাসপাতাল নামে ই জানে।এই ছবিটি হাসপাতালের পিছন দিক দিয়ে তোলা হয়েছে।

What3words Location Code:

https://w3w.co/punters.level.licks

                 #02

IMG_20210908_164655.jpg

এই ফলের দোকান টি এপোলো হাসপাতালের উত্তর দিকে অবস্থিত।ফলের দোকানে জদিও বেশী ফল দেখা জাচ্ছে না তবুও দোকান টিতে বেচা -কেনা মোটামুটি ভালোই।

What3words Location Code:

https://w3w.co/chitchat.veto.chopper

                #03

IMG_20210908_164532.jpg

এই মমতাজ উদ্দিন কাচা বাজার টি বসুন্ধারা আবাসিক এলাকার পাশে অবস্থিত সোলমাইদ নামক এলাকায় অবস্থিত।বাজারটির দৈনিক বেচা কেনা অনেক বেশী কারন এইখানে বেশি কাচা না থাকার কারনে বাজার টিতে অনেক মানুষ সন্ধ্যার পরে ভিড় করে এবং বেচা কেনাও অনেক বেশী হই

What3words Location Code:

https://w3w.co/singer.typist.aquatics

               #04

IMG_20210908_164117.jpg

"ঢালী ফুড কোর্ট" এটি ও খুব ব্যস্ততম একটি রেস্টুরেন্ট। ফুড কোর্টু বসুন্ধরা আবাসিক এলাকার সাথে হওয়ার কারনে বসুন্ধরা বসবাসরত প্রায় সব মানুষ ই তাদের সময় কাটাতে এখানে আসেন এবং খাবার খান।বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এক জায়গায় থাকার কারনে বিভিন্ন ধরনের খাবার এইখানে পাওয়া যায়। এছাড়া এখানে খাবার এর মান ও অনেক ভালো

What3words Location Code:

https://w3w.co/reprints.ditched.banks

              #05

IMG_20210908_163123.jpg

এই বিল্ডিং টি আমি শুরু হতেই দেখছি।বিল্ডিং টির মাটির নিচে দুটি তলা রয়েছে অর্থাৎ লিফটের -১, এবং -২ সুইচ রয়েছে।জদিও বিল্ডিং টি এখন ও কম্পলিট হই নি তবুও আশা করি বিল্ডিং৷ টির ভিত্তি খুব মজবুত এবং দেখতেও সুন্দর হবে

What3words Location Code:

https://w3w.co/rejects.workbook.sympathy

                  #06

IMG_20210908_162630.jpg

ছবিটিতে যেই মুর্তি দেখা যাচ্ছে তা আমি প্রায় ১০ বছর আগে দেখেছিলাম। তখন মুর্তিটির আশে পাশে এত বাসা -বাড়ি ছিলো না।চারদিকে ছিলো পানি।কিন্তু এখন অগনিত মানুষের আনাগোনা।মুর্তিটির উপরে যথেষ্ট মানুষের ছবি আকা হয়েছে।স্থানীয় দের কাছ থেকে জানতে পারি এই মুর্তিটি করতে প্রায় ১ কোটি টাকার প্রয়োজন হয়েছে।কথাটি কতটুকু সত্য তা আমার জানার বাহিরে।মুর্তিটির নিচে একটি ছোট্ট দর্শনার্থীদের জন্য কিছু ছবি ছিলো। যা কালের বির্বতন এ হইতো আজ নেই।মুর্তিটি যে এখনো আছে এটিই সাধারন মানুষের জন্য অনেক।

What3words Location Code:

https://w3w.co/taller.smuggled.unclaimed

              #07

IMG_20210908_160010.jpg

ছবিতে তোলা বাড়িটি আমি বসুন্ধরা আবাসিক এলাকায় আসা প্রায় ৪.৫ বছর ধরে দেখছি।এই বাড়িটি অনেক মজবুত করে তৈরি করা হচ্ছা।যার কাজ কবে শেষ হবে তা আমার জানার বাহিরে।বাড়িটির একটি কেয়ারটেকার ও একটি দাড়োয়ানের সাথে আমার ভালোই পরিচয় ছিলো।তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম বাড়িটির দ্বিতীয় তলায় "সুইমিং পুল" রয়েছে।এছাড়া কিছু অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যাবহার করবে যেমন - ইলেক্ট্রিক সেন্সর দরজা, মেটাল ডিটেক্টর ইত্যাদি।

What3words Location Code:

https://w3w.co/streaking.youth.lifetimes

                #08

IMG_20210908_155711.jpg

ছবিটিতে থাকা রেস্টুরেন্টটি আমার ঘরের সামনে অবস্থিত।অর্থাৎ রেস্টুরেন্ট আর আমার থাকার জায়গার মধ্যবর্তী দুরুত্ব ১০ কদমের রাস্তা মাত্র।এই রেস্টুরেন্টটি যখন চালু হই তখন খাবারের মান দুর্দান্ত ছিলো।কিন্তু যতই দিন যাচ্ছে এর খাবারের মান যেনো আগের মত থেকে দূরে সরে যাচ্ছে।কিন্তু এইখানে মাটির কাপে একটা চা পাওয়া যায়।যা মালাই চা নামে খুব পরিচিত। এবং যেই আসে এইখানে সবাই এই মাটির কাপের মালাই চা ই খেতে আসে সর্বদা।

What3words Location Code:

               #09

IMG_20210907_175903.jpg

ছবিটিতে তোলা বাড়িটি আমার খুব পছন্দের একটি বাড়ি।যদি জীবিনে কখনো বিপুল পরিমান অর্থের মালিক হই তাহলে এই রকম একটি বাড়ি তৈরি করার খুব ইচ্ছা।বাড়িটি বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক ১ নাম্বার রোডে অবস্থিত

What3words Location Code:

https://w3w.co/neck.tenders.cookbooks

                 #10

IMG_20210907_154157.jpg

ছবিতে থাকা মসজিদ টি বসুন্ধারা জি ব্লকে অবস্থিত একটি সুন্দর মসজিদ।জদিও মসজিদ তুলনামূলক ভাবে ছোট তবুও এটি তার নিজ গুনে,নিজ ডিজাইনে,নিজ বাহ্যিক ও ভিতরের অবস্থায় খুব উন্নত ও সুন্দর

What3words Location Code:

https://w3w.co/acid.imparting.clues

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65265.67
ETH 3326.63
USDT 1.00
SBD 2.63