সন্ধ্যার আকাশ|| ০৩ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।||steemCreated with Sketch.

in Steem Bangladesh3 years ago

FB_IMG_1631981803718.jpg

মানুষ হারিয়ে যেতে চায় তার সপ্নের জগতে। মানুষ কল্পনা করতে চায় তার ভাবনার বাহিরে। তবুও দিন শেষে দেখা যায় সে জেইখানে ছিলো সেইখানে ই আছে।

মানুষ বড় অদ্ভুদ।যার দিন ভালো হলেও রাত ভালো হয় না।রাত ভালো হলে দিন ভালো হয় না।সকালে খাবার খাওয়ার সময় থাকে না।দুপুরে ভালো ভাবে খাবে তা কাজের চাপে আর খাওয়া হয় না।

গত বিংশ শতাব্দীতে ও মানুষ ঠিক ভাবে খেতে পেত না।আর এখন প্রতিটি রাতেই সবাই সবার জন্মদিন পালন করতে ব্যাস্ত।বর্তমান মানুষ মারা গেলে যেনো এর মিলাদ না দিলে হয় ই না।আজব দুনিয়া।

১ টাকার একটি চকলেট খেলেও ছোট বেলায় পেট না ভরলেও মন টা খুব ভরে যেত কারন অনেক কান্না করার পর বাবা-মা আমাকে এই ১ টাকার একটি কয়েন দিতো।কিন্তু আজ বিশ্বের নামিদামী রেস্টুরেন্টে,আন্তর্জাতিক মানের যেমন-Kfc,Burger king,herfy,sushi tei ইত্যাদি রেস্টুরেন্টে খাওয়ার পর ও কেনো জানি মনের কোনো অনুভুতি ই হই না।

একটা সময় পকেটে টাকা থাকতো না,মোবাইল থাকতো না তবুও ঘর থেকে বের হতাম মনের আনন্দ নিয়ে।কারন বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়।আজ টাকা আর মোবাইল এই দুইটা জিনিস ছাড়া ঘর থেকে বের হওয়া টা অসম্ভব ব্যাপার হয়ে দাড়িয়েছে।

মানুষ খুবই ব্যস্ত।সময় নেই সময় নেই।২৪ ঘন্টা নিয়ে একটি পুর্ন দিন শেষ হয়।তবুও মানুষের হাতে সময় নেই কারন জতটুকু কাজ করার কথা ছিলো তার চেয়ে বেশী করার কারনে শরীর ক্লান্ত হয়ে যায়। তাই সময় থাকলেও শরীরের অবসাদ হওয়ার কারনে মনে শান্তি না থাকার কারনে বলতে বাধ্য হয় আমার হাতে সময় নেই।

ছবিটিতে সন্ধ্যার আকাশের একটি তাল গাছ সহ লালীমা মেঘ দেখা যাচ্ছে।জীবন টা অনেকটা মেঘের মতন ই বলা যায়।খুব সকালে সুর্য উঠলে উজ্জ্বল,দুপুরের প্রচন্ড তাপ সহ সাদা মেঘ,বৃষ্টি হলে কালো হয়ে যায়,সন্ধ্যায় লালীমা আর রাতের আকাশ অন্ধকার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67