TimesteemCreated with Sketch.

in Steem Bangladesh10 months ago

সময় কারো জন্য থেমে থাকে না৷ সময় সময়ের গতিতেই চলতে থাকে৷ সময় এক জায়গায় থেমে থাকলে আমাদের বয়সও একজায়গায় থাকতো৷ কিছুদিন আগেই জন্মালাম এখন আমি মাঝ বয়সে৷ শিশু থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ। এটাই পৃথিবীর নিয়ম৷ শিশু কালে মা বাবা দেখা শোনা করে৷ ৫ বছর বয়স পর স্কুলে ভর্তি হই৷ ২২-২৫ বছর বয়স পর্যন্ত বাবা-মা দেখেন৷ এরপর পড়াশোনা শেষ হলে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে৷ চাকরির পিছে ছুটে ২-৩ বছর চলে যায়৷ কখনও ৮-১০ বছর চলে যায়৷ এরপর চাকরি পেলে বিয়ে হয়৷ বিয়ে করে সংসার করতে হয়৷ বাচ্চা কাচ্চা হয়৷ তাদের দেখাশোনা করতে হয়৷ তাদেরকে বড় করতে হয়৷ বড় হলে বিয়ে দিতে হয়৷ এসব করতে করতে জীবনের দিন শেষ হয়ে যায়৷ আমরা বৃদ্ধ হয়ে৷


Pixabay

সময় থেমে থাকে না৷ সময়ের সাথে তাল মিলিয়ে চলাই লাগে৷ যে চলতে পারবে না তার জীবন অচল৷ সময়ের সাথে মিলেমিশে চলতে হবে৷ নাহলে জীবন বরবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57882.05
ETH 2579.00
USDT 1.00
SBD 2.35