T-shirt from 'Vibrant' shop (Product Review Contest)

in Steem Bangladesh3 years ago

কিছুদিন আগে একটা ব্র্যান্ডের শোরুমে সেল চলছে দেখে ঢু মেরেছিলাম। সিদ্ধান্তটা খুব একটা খারাপ হয়নি যখন দেখলাম up to 60% সেল চলছে টিশার্ট এর উপর। টিশার্ট তো আমাদের নিত্য ব্যবহার্য, তাই ভাবলাম দেখি কিছু পছন্দ হয় কি না।

দোকানটার নাম "ভাইব্রান্ট / Vibtant "। ওদের বেশ ভালো কালেকশন আছে। ছেলে, মেয়ে, বাচ্চাদের জুতা, কিছু অ্যাক্সেসরিজ থেকে শুরু করে জামা-কাপড় অনেক কিছুই। আমি একটু তোর টিশার্ট পছন্দ করলাম। টি শার্টের দাম গুলো ছিল 490 + vat. কিন্তু আমি মাত্র 200 টাকায় সেগুলো কিনলাম। তার মানে দাঁড়ায় $2.36 প্রায়।

IMG_20210430_203800.jpg

সবচেয়ে অবাক করা বিষয় হলো টি-শার্টগুলো কোয়ালিটি মোটেই 200 টাকার টিশার্টের মতো নয়। বরং 500 টাকা টি-শার্টের মতই। কালার এবং ফেব্রিক পুরোপুরি অন্যরকম। এবং ফেব্রিক এর টেক্সচার টা আমার খুব পছন্দ হয়েছে। খুব ভালো না আবার একদম ল্যাতল্যাতে ও না। দেখে মনে হল, অন্তত কিছুদিন ব্যবহার করা যাবে। এত কম দামে এই কোয়ালিটির টি-শার্ট পরে আমি আসলে খুবই আনন্দিত।

IMG_20210430_204045.jpg

IMG_20210430_204055.jpg

প্রোডাক্ট নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো আমি 500 টাকায় এই টিশার্ট টা কিনতাম না। কারণ আমার কাছে মনে হয়েছে 500 টাকা হিসেবে এই টিশার্ট টার আরও একটু উন্নতি করা দরকার। যেমন টেক্সচার টা আরেকটু বেটার হওয়া দরকার। কালারগুলো খুব একটা ভাইব্রেন্ট না। যেটা তাদের নামের সাথে হওয়া উচিত ছিল। আরেকটা বিষয় তাদের টি-শার্টে খুব বেশি ভ্যারিয়েশন নেই। 4 টা ডিজাইন এর মধ্যেই তিনটা থেকে চারটা কালার। আমি জানিনা হয়ত অন্য সময় থাকে সেলের কারণে হয়তো কালেকশন শেষ হয়ে গেছে কিনা।

IMG_20210624_095608.jpg

IMG_20210624_095617.jpg
একটা পড়েছি, একটা এখনো পড়া হয়ে উঠে নি।

আমি অবশ্যই বলব আপনারা যদি চান এই শপ থেকে প্রোডাক্ট কিনতে পারেন। এত কম দামে এমন টিশার্ট হয়তো অন্য কোথাও পাবেন না। ওনাদের সেল এখনো চলছে তাই সুযোগটা নিয়ে নিতে পারেন।

শপ / ব্রান্ডের নাম: ভাইব্র্যান্ট
স্থান: বনশ্রী, ঢাকা
লোকেশন: link
ছবি তুলেছি: সাওমি নোট ৭ দিয়ে

Thanks @abuahmad for this contest.

Thanks for reading my post.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66683.89
ETH 3311.03
USDT 1.00
SBD 2.70