Top post topic//poetry// 26-04-2021

in Steem Bangladesh3 years ago

Hello Friends


This is @hayat221 from Bangladesh



আসসালামু-আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে @steem-bangladesh কর্তৃক আয়োজিত "কবিতা আবৃত্তি" কনটেস্টে এ আমি অংশগ্রহণ করতে যাচ্ছি।

ধন্যবাদ জানাই স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের টপ পোস্ট টোপিক "কবিতা আবৃত্তি" দেওয়ার জন্য।

আমার কবিতা



বড় কে ?


হরিশ্চন্দ্র মিত্র



আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।



আশা করি, আমার কবিতাটি সবার ভালো লাগবে। সামনের দিকে যেন আরও ভাল বলতে পারি সবাই দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66188.19
ETH 3564.66
USDT 1.00
SBD 3.14