The dairy game 3: September 04.09.2021
সকাল
অন্যদিনের ন্যায় আজকের সকাল বেলা ছিল ভিন্নরকম একবারে আলাদা। সকালে রোদের আলোতে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দাত ব্রাশ করে হাত মুখ ধুয়ে। একটু বাহিরে হাটাহাটি করি।তারপর নাস্তার করার জন্য প্রস্তুত হই। নাস্তার টেবিলে গিয়ে রুটি আর গরুর মাংস দিয়ে নাস্তা সেরে ফেলি।হালকা একটু বিশ্রাম নিয়ে বাবা-মার সাথে আড্ডা দেই।তারপর বাহিরে যাই আমার প্রিয় গেমস পাব্জি খেলে সময় অতিবাহিত করি।২-৩ ঘন্টা প্রায়।বাসায় এসে গাভীগুলোকে গোসল করিয়ে ঘড় কুঠোর ছানি, চালের গুড়,লবন,ঘাস,চোপড় আর ভাত দিয়ে খাবার দেই।তারপর নিজে গোসল করি।
দুপুর
গোসল করা শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করি।এরপর দুপুরের খাবারের জন্য প্রস্তুত নেই।বাবা-মার নামাজ পড়া হলে সবাই একসাথে মিলে দুপুরের খাবার শেষ করি।রুমে গিয়ে হাতে ফোন নিয়ে গান শুনি,ফেসবুক চালাই।এভাবেই ৩০-৪০ মিনিটের মত সময় ব্যয় করি।আর কখন যে ঘুমিয়ে পড়ি নিজে বলতে পারি না।
বিকাল
ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে নেই। তারপর গ্রামের ছোট- বড় ভাইয়েরা মিলে ক্রিকেট খেলে অনেক আনন্দ করি। খেলায় বড়দের টিম একদিক আর ছোটদের টিম দুই ভাগে ভাগ করে খেলাই অংশগ্রহণ করি।আমি বড়দের টিমে ছিলাম। খেলায় বড়রা বিজয়ী হয়। দিনটি অনেক মজার ছিল আজকের।
সন্ধ্যা
খেলা শেষ করে বাসায় এসে হাত-মুখ ধুয়ে রুমে গিয়ে একটু বিশ্রাম নেই। এরপর নাস্তা করে বাহিরে যাই। কয়েকজন মিলে আড্ডা দেই। পাব্জি খেলি।
রাত
বাসায় এসে রুমে ফোন রেখে সবাই একসাথে খাবার খাই।এরপর রুমে এসে একটু টিভি দেখি।এভাবেই আজকের দিনটি কেটে যায়।
ধন্যবাদ সকলকে আমার পোস্টটি পড়ার জন্য।
সবাই ভালো থাকবেন।
৷৷ আল্লাহ হাফেজ।