The dairy game 3: October 17.10.2021

in Steem Bangladesh3 years ago
সকাল

সকাল ৭.০০ টায় হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে টয়লেট গেলাম। টয়লেট থেকে এসে দাঁত ব্রাশ করে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হইলাম। আর সকাল বাহিরে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। বাসায় এসে গাভীগুলোকে খাবার খেতে দিলাম। ঘাস,খড়ের ছানি,কালাই, চোপড়,চালের ভাত। গাভীর খাওয়া শেষ হলে তাদেরকে খড়কুটো দিলাম।কিছুক্ষণ পর হাত ধুয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে বাজারে গেলাম দাঁড়ি কাটার জন্য। বাজার এসে সেলুনের দোকানে বসে একটু অপেক্ষা করে আমার সিরিয়াল নাম্বার আসলেই দাঁড়ি কেটে বাসায় চলে আসি।

গ্রাম-বাংলার সবুজ ধান ক্ষেত ।

দুপুর ও বিকাল

দুপুর বেলা বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে গোসল করে জামাকাপড় বদলায় নিলাম।এরপর বাসার সবাই একসাথে দুপুরের খাবার খাইলাম। আজকে দুপুরের খাবারে ছিল ঃগরুর মাংস,পেঁপের নিরামিষ । খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম।
বিকাল ৪ টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। হঠাৎ আবারও বৃষ্টির হানা। বৃষ্টির জন্য বাহিরে যাওয়া কষ্ট সাধ্য হয়ে গেছে । সেজন্য বিকাল সময়টা বাসায় কাটিয়ে দিলাম।

মেঘলা আকাশের দৃশ্য।

সন্ধ্যা

বৃষ্টি থামলে মাগরিবের আযানের পরপরই বাজার গেলাম কিছু কাজের জন্য। কাজ শেষ করে বাসায় আসার সময় বাজারে একটা পরিচিত দোকানে বসে নাস্তা খেয়ে বাসায় আসলাম।

রাত

রাত ৯ টায় বাজার থেকে বাসায় আসলাম। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে রাতের খাবার খাইলাম। রাতের খাবার খেয়ে শেষ করে ফেসবুক চালিয়ে একটু সময় কাটিয়ে শুয়ে পড়ি ।

সবাইকে আমার পক্ষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লেখা ডায়েরি পোস্ট পড়ার জন্য। সকলের সুস্থতা মহান আল্লাহ পাকের কাছে কামনা করি।

আল্লাহ -হাফেজ।

Sort:  
 3 years ago 

সবুজে ঘেরা গ্রামের ধান গাছের দৃশ্যটি খুব সুন্দর হইছে ।

 3 years ago 

Tnx

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60315.45
ETH 2606.97
USDT 1.00
SBD 2.53