🌺Club75|| steem Bangladesh Contest : Photography🇧🇩
From #Bangladesh
আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে অজানা একটি গাছের ফুল সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।
অজানা গাছ ও ফুল নিয়ে আমার মতবাদঃ
এই উদ্ভিদটির নাম হলো আবুটিলন গ্র্যান্ডিফোলিয়াম। আবুটিলন গ্র্যান্ডিফোলিয়াম, লোমশ ভারতীয় ম্যালো, একটি বড় গুল্ম উদ্ভিদ। যার উচ্চতা ৩ সেঃমিঃ পর্যন্ত হয়। এই অজানা গাছটি আমি চিরিরবন্দর উপজেলার কাঁকড়া রেলব্রীজের রাস্তার ধারে দেখতে পাই । এরপর আমি এই গাছের কাছে গিয়ে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি এই গাছের ফুলগুলোর ছবি কোনটা কাছ থেকে আবার কোন ফুলের ফটোগ্রাফি দূর থেকে করি। তবে আমার কাছে মাইক্রো ফটোগ্রাফির ছবিগুলো অসাধারণ। অবশ্য এই গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর ও চমৎকার। এই গাছের ফুলগুলো হলুদ রং এর হয়। এই গাছের ফলগুলো আমার কাছে ভালো লেগেছে। আমি কখনোই এই গাছের ফুল ও ফল দেখিনি। এই প্রথম দেখলাম
invited :
Thanks all,
@forhadmiya.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Wow amazing clicks from you. All looking so beautiful.
Thanks for invite. I try to participate.
Thank you very much @lavanyalakshman bro.
Its my pleasure.
Nice photography via.
ফুলের ফটোগ্রাফিক গুলো অসাধারণ ও চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফিক পোস্ট পড়ে অনেক সুন্দর লাগলো।
Thanks bro.