🌺 Club75|tha dairy game season -3|12-01-2022|30% beneficiaries for hive-138339 🇧🇩

in Steem Bangladesh3 years ago

খুব সকাল -বেলা হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে টয়লেট গেলাম। টয়লেট সেরে এসে বাহিরে একটু হাঁটতে গেলাম শীতের সকালের ও কুয়াশার৷ চাদরে মুড়ানো চারদিক কোথাও কিছু দেখা যাচ্ছে না। আর আজকে সকাল থেকে আকাশটা ও মেঘলা। কখনো রোদ হচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। যাই হোক বাহিরে থেকে এসে দাঁত ব্রাশ করে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এরপর সকালের নাস্তা করে রোদ উঠালে বাহিরে গিয়ে সবার সাথ আড্ডা দিলাম। আড্ডা শেষ করে বাসায় এসে গোসল করে বাসার সবাই মিলে দাওয়াত খাওয়ার জন্য আত্নীয় বাড়ির পথে রওনা দিলাম। তখন ঘড়িতে সময় ১২.০০ টা।

IMG_20220112_211217.jpg

বাড়ির সবাইকে আত্মীয় বাড়িতে পাঠায় দিয়ে আমি আর আমার ছোট ভাই মিলে পার্বতীপুরের দিক রওনা দিলাম। আমার এক বন্ধুকে আমন্ত্রণ করছিল তাকে আনার জন্য।তখন ঘড়িতে সময় ১ টা বাজে। সে বাস টার্মিনাল আসলে তাকে নিয়ে আত্নীয় বাড়ির দিক রওনা দেই কিন্ত আমরা মিশনে এসে আর এগুতে পারিনি হঠাৎ করেই জোরে বৃষ্টি শুরু হয়।

IMG_20220112_142558.jpg

এরপর কোন উপায় না পেয়ে মিশন বাজারে আমার এক পরিচিত কনফেকশনারীর দোকানে আশ্রয় নেই। ১ ঘন্টার অপেক্ষার পর বৃষ্টি একটু কমলে আমরা সেখান আবার আত্নীয় বাড়ির দিকে রওনা দিলাম।

IMG_20220112_165203.jpg

অবশেষে আত্নীয়দের বাসায় ৩টার দিকে এসে পৌছলাম। তবে একটা অবাক করার বিষয় সেখানে কোন রকম বৃষ্টি হয়নি।একটু বিশ্রাম নিলাম। এরপর নাস্তা খেতে দিল। নাস্তা খাওয়া শেষ হতে না হতে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস,মাছের ঝোল,নিরামিষ আর সালাদ দিল। খাবারটা অনেক সুন্দর হয়েছিল। খাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধুকে সৈয়দপুরে তার বাসায় রেখে আসতে হয়। আর আমার বাসায় এসে রাত ৮টা বাজে।

IMG_20220112_182413.jpg

আমার লেখা ডায়েরি পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ছিল আপনার দিনটি। খাবারের স্বাদ গুলো কেমন ছিল। সুন্দর লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই। খাবারের স্বাদ অনেক ভাল ছিল।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @boss75

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 73442.21
ETH 2602.53
USDT 1.00
SBD 2.39