🙂Club5050😄The dairy game season -3||26-December-2021||30% for hive-138339🇧🇩

in Steem Bangladeshlast year

সকাল

সকাল ৮.৩০ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে দাঁত ব্রাশ করে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হইলাম। সকাল ৯ টার দিকে বিছানা থেকে উঠে নাস্তা করলাম। বুট আর মুড়ি দিয়ে। নাস্তা শেষ করে রুমে গিয়ে টিভি দেখলাম। কারন আজ সূর্য তাপ ও বাতাসটা একটু বেশি তাই এই ঠান্ডায় বাহিরে না গিয়ে বাসায় এভাবে শুয়ে-বসে টিভি দেখে কিছুটা সময় কাটিয়ে দিলাম।

IMG-20211027-WA0009.jpg

দুপুর

দুপুর বেলায় বাসায় এসে গাভী গুলোর কিছুক্ষণ দেখা শোনা করলাম। তাদেরকে গোসল করিয়ে দিলাম। এরপর খাবার খাইতে দিলাম। এর কিছুক্ষণ পর আমি গোসল করলাম। অতপর দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লাম।

IMG-20211018-WA0161.jpg

বিকাল ও সন্ধ্যা

বিকেল ৩.৩০ টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এলাকার কয়েকজন বড় ভাই মিলে লুডু খেললাম। মাগরিবের নামাজের আগেই বাজার গেলাম। বাড়ির কিছু বাজার করার জন্য। বাজার এসে বাসার জন্য কাঁচা বাজার আর গরুর মাংস কিনে একটা চায়ের দোকানে বসে নাস্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20211214_133000.jpg

রাত

রাত সাড়ে দশ টায় বাসায় এসে ফ্রেশ হলাম। এরপর রাতের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম । সাড়ে এগারো টার সময় ফেসবহকে কিছুক্ষণ সময় পার করলাম। এরপর শুয়ে পড়লাম।

IMG-20211018-WA0046.jpg

আমার ডায়েরি পোস্ট পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ ও হেফাজতে থাকবেন এটাই মহান আল্লাহ তায়ালা কাছে কামনা করি।

আল্লাহ - হাফেজ।

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 last year 

সংবিধিপত্র সতর্কীকরণ,
ভাই,বিড়ি খাইতে হয়না 😶🙊

 last year 

জি আপু। আমি তো কুড়ে পাইছি রেললাইনে 😁😁

 last year 

Hahaha..this reply is really epic vaia..😁😁

 last year 

মোবাইলে লুডু খেলছিস নাকি? তোদের কয়টা গাভী? সুন্দর ডায়েরি।

 last year 

হুম ধন্যবাদ। মাঝে মাঝে মোবাইলে খেলি আর আমাদের ৫টা গাভী।

 last year 

অনেক ব্যস্তসময় পার করেছেন। আপনার ছবিগুলো সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

Cigarettes are bad for your health. The pictures below have been very beautiful

 last year 

ফুলের টপটি সেই সুন্দর ছিলো ।দিনটিও সুন্দর ছিলো।

 last year 

বাসায় শুয়ে আর্ধেক দিন পার করি দিছেন তোরা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.07
JST 0.027
BTC 28038.08
ETH 1766.34
USDT 1.00
SBD 3.01