The dairy game 3: September 07.10.2021

in Steem Bangladesh3 years ago (edited)

সকাল


আজকে ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হইলাম। এরপর অটো ঠিক করে ৫.৩০ মিনিটে নানির বাসায় রওনা দিলাম। নানির বাসায় এসে নানি আর মামাতো ভাইকে নিয়ে সৈয়দপুর ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ১ ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে সৈয়দপুর এসে পৌছলাম। এরপর অটো থেকে নেমে আমার মামাতো ভাইকে সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে বললাম। তাকে লাইনে দাঁড় করিয়ে আমি আমার নানি আর অটো চালকসহ নাস্তা করলাম। নাস্তা শেষ করে ডাক্তারের সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকে অবশেষে সিরিয়াল পেলাম। আমাদের সিরিয়াল নাম্বার ৭৪। অতপর আমার মামাতো ভাইকে নাস্তা করিয়ে নানিকে নিয়ে ডাক্তারের আসার অপেক্ষায় বসে থাকলাম। অবশেষে ৯.৩০ মিনিটে ডাক্তার জতিরময় (মানষিক) তার চেম্বারে রোগী দেখতে বসলেন। নানিকে বসিয়ে রেখে আমরা দুই জন প্লাজায় ঘোরাঘুরি করলাম।

ভোরের আফছা আলোয়।

সকালের সূর্য উঠার পূর্ব মুহূর্তে।

দুপুর ও বিকাল


দুপুর ২.৩০ মিনিট। দুপুরের খাবার খাওয়ার জন্য বনফুল সুইটসে গেলাম। সেখানে গিয়ে দুপুরের খাবার খাইলাম। খাওয়া শেষ করে আবারও ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার দুপুরের খাবার খেয়ে রোগী দেখা শুরু করল। সকাল থেকে অপেক্ষার পর ৩.৩০ মিনিটে আমাদের রোগীর সিরিয়াল নাম্বারের ডাক পড়ল। এরপর ডাক্তার দেখিয়ে নানিকে বসিয়ে রেখে ওষুধ নিয়ে আসলাম। আর অনেক দিন পর খোরাকে বসিয়ে কফি খেতে খেতে ছোট ভাইয়ের সাথে আড্ডা দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

খোরাক রেস্টুরেন্টে কিছু সময়।

সন্ধ্যা


সন্ধ্যা ৬.৩৫ মিনিটে অবশেষে নানির বাসায় এসে পৌঁছলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে নাস্তা করলাম। অতপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

বাসায় আসার পথে মিশন বাজারের কাছে।

রাত


বাজার থেকে রাত ৯.৩০ মিনিটে বাসায় আসলাম। বাসায় এসে জামা-কাপড় পরিবর্তন করে ফ্রেশ হইলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে রাতের খাবার খাইলাম। রাতের খাবার খেয়ে একটু বাইরে গেলাম। এর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি।

আমার ডায়েরি পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ ও ভালো থাকবেন।

আল্লাহ - হাফেজ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66895.91
ETH 3499.24
USDT 1.00
SBD 2.89