THE DIARY GAME || 18.09.2022
আসসালামুআলাইকুম
আজ ১৮ সেপ্টেম্বর ২০২২ইং
রোজঃ রবিবার
আজকে রবিবার, সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হলাম। সকালের নাস্তা করে কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর জামাকাপড় পরে বাসা থেকে বাহির হইলাম। ভ্যানে করে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানে এসে প্রথমে দোকানের সাটার খুললাম। দোকানের সব মাল গুলো আগে গুছিয়ে নিলাম। এরপর দোকানের গদিতে গিয়ে বসে পরলাম। ২ ঘন্টা দোকানদারি করলাম। এরপর আমি হোটেলে গিয়ে নাস্তা করলাম৷ তারপর আশেপাশে একটু ঘুরে বেড়িয়ে দোকানে আসলাম৷ এরপর পানি আনলাম।
দুপুর বেলা আমি বাড়ি চলে গেলাম৷ দুপুরের খাবার খাওয়ার জনঢ় মূলত বাড়িতে গেলাম৷ যাওয়ার সময় এক বন্ধুর সাথে কথা বললাম৷ তার সাথে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম৷ বাড়িতে এসে গরু গুলোকে খাবার দিলাম৷ এরপর বাড়ির কিছু কাজ করলাম। আজ অনেক গরম ছিলো৷ শরীর ঘামে ভিজে গেছিলো৷ তাই দ্রুত গোসল করলাম৷ গোসল শেষ করে ফ্রেশ হলাম৷ এরপর দুপুরের খাবার খাইলাম৷ দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ টিভি দেখতে লাগলাম৷ টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পরেছি মনেই নাই।
বিকেলে আমি আর আমার বড় ভাই দোকানে চলে আসলাম৷ দোকানে এসে দেকানের দরজা খুললাম৷ এরপর আমি সব মাল গুছিয়ে নিলাম৷ তারপর আমার ভাই আর আমি দোকানে বসলাম৷ আমি মসজিদ থেকে পানি নিয়ে আসলাম৷
বিকাল ৫.৩০ টায় আমি হোটেলে গিয়ে নাস্তা করলাম। তারপর আমি দোকানে আসলাম৷ তারপর আমার ভাই নাস্তা খেতে গেলেন৷ আমি মোবাইলে গান শুনতেছিলাম৷ আমি অনেকদিন ধরে ব্যবসা করে আসছি।
সন্ধ্যায় আমি কিছুক্ষণ দেকানদারী করে বাড়ি চলে আসি৷ বাড়িতে এসে হাতমুখ ধুয়ে বই নিয়ে পড়তে বসি। সারাদিন পড়াশুনা করার সময় পাই না৷ আমি রাতেই পড়াশোনা করে থাকি৷ রাত ১০-১১ টা পর্যন্ত বই পড়ি৷ এরপর বাড়ির সবার সাথে রাতের খাবার খাই৷ তারপর টিভি দেখি। মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত টিভি দেখি৷ এরপর ঘুমাই যাই।
এই ছিল আজকের সারাদিনের ডায়েরি।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: