🍃Club5050🍃 the diary game || by@firoz56||simple day||01-01-2022||30%for@hive-138339🇧🇩

in Steem Bangladesh3 years ago


THE DIARY GAME



আসসালামুআলাইকুম
আজ ১ ই জানুয়ারী ২০২২ইং
রোজঃশনিবার


সকাল


হ্যালো বন্ধুরা,
শুভ সকাল! আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ওঠে ব্রাশ করে হাত মুখ ধৌত করি।এরপর সকালের নাস্তা বাসায় করে দোকানে যাই।দোকানে যাওয়ার পর তালা খুলে ঝাড়ু হাতে নিয়ে দেকানের ঘর থেকে শুরু করে বাহির পর্যন্ত ঝাড়ু দিলাম।তারপর পানি ছিটিয়ে দিলাম। এরপর পান ধুয়ে নিলাম।তারপর দোকানে বসে থাকলাম।

IMG_20220101_092727.jpg

IMG_20220101_093003.jpg


দুপুর


দুপুরে গোসল করে।মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে বাসায় এসে দুপুরের খাওয়া-দাওয়ার করি। এরপর একটু আরাম করলাম। তারপর গেলাম দোকানে বাবার জন্য খাবার নিয়ে।এরপর বাবা হোস্টেলে খেতে যাই আর আমি দোকানে বসে থাকলাম।

IMG_20220101_092934.jpg


সন্ধ্যা ও রাত


সন্ধ্যার সময় দোকানে সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিলাম।তারপর কিছুক্ষণ বসে থাকলাম এরপর বড় ভাই দোকানে আসল আর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত ৯ টার সময় বাসায় এসে রাতের খাওয়া-দাওয়া করি।এরপর কিছুক্ষণ মোবাইল ফোনে গেম খেলার পর ঘুমিয়ে যাই।

IMG_20220102_181648.jpg


সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

Regards,@Firoz56

Sort:  
 3 years ago 

আপনি অনেক একটি দিন কাটিয়েছেন। তবে মনে হচ্ছে শীতটা আমাদের এই খানের মতো পড়ছে। আপনি খুবই ভালো লিখেছেন। ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।

 3 years ago 

ভোরের দিকে ভালোই কুয়াশা পরে এখন। সুন্দর কাটিয়েছেন আপনি।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.041
BTC 92480.14
ETH 3219.50
USDT 1.00
SBD 7.88