Club5050 || the diary game || by@firoz56||busy day||02-01-2022||30%for@hive-138339🇧🇩
আসসালামুআলাইকুম
আজ ২ জানুয়ারি ২০২২ইং
রোজঃরবিবার
হ্যালো বন্ধুরা,
শুভ সকাল! আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে বাসা থেকে বাহির হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর দোকানে এসে ঝাড়ু দিলাম।তারপর পানি নিয়ে এসে চারদিকে ছিটিয়ে দিলাম। দোকানের মাল গুছিয়ে নিলাম। এরপর গদিতে বসে পড়ি।তারপর বাবা বাসা থেকে আসার পর বাড়ির খরচ নিয়ে বাসায় যেতে বললে আমি বাসায় চলে যাই।
বাসায় এসে সকালের খাওয়া-দাওয়া করি।খাওয়া দাওয়া করার পর আমি ক্যানেলে যাই।ক্যানেলে যাওয়ার পর আমি আমাদের বাগানে কিছু শাক-সবজিতে পানি দেই।তারপর শরিষা শাক নিয়ে বাসায় আসি।এরপর দুপুরে গোসল শেষ করি।খাওয়া করি। খাওয়া দাওয়া পর আরাম করে দোকানে যাই।
দোকানে এসে বাবাকে বাসায় পাঠিয়ে দেই।বাবা বাসায় গেলে আমি দোকান আবার ঝাড়ু দিয়ে দোকানে বেচা-কেনা করি।এরপর বিকাল ৫টার সময় আমি বাসায় চলে আসি। বাসায় আসতে না আসতেই সন্ধ্যা হয়ে যায়।ফ্রেশ হয়ে একটু গেম খেলি।তারপর রাতের খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে যাই।
এই ছিল আজকের সারাদিনের ডায়েরি।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। আপনার ছবি গুলো অসাধারণ হয়েছে। সব মিলে ভাল হয়েছে
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক আনন্দ করেছিস দোস্ত বোঝা যাচ্ছে। ছবিগুলো সুন্দর হয়েছে। ডাইরিটা পড়ে ভালো লাগলো। নাইস ডাইরি।
ফানুস বানাতে পারেন নাকি? ছবিগুলো সুন্দর ছিল। আপনাদের দোকানে কি কি জিনিস রয়েছে।
সারাদিনটাই আপনার ভালো কাটিয়েছেন।আর আপনা তোলা ছবিগুলো অসাধারণ হয়েছে।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। আপনার ছবি গুলো অসাধারণ লেগেছে আমার কাছে