Diary Game Season 3 || 15/10/2021 || Friday || 18% To Steem Bangladesh and 2% To BD Charity
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আপনাদের মাঝে প্রতিদিনের ডায়েরি শেয়ার করার চেষ্টা করি, আজও আমার ডায়েরি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক আমার আজকের দিনলিপির বর্ণণা।
আজ রোজ শুক্রবার । আজ ঘুম থেকে সকাল সকালে আম্মু ডেকে উঠাইলো। কারন আম্মু আজ ঢাকায় যাবার কথা তাই। অতঃপর আমি ঘুম থেকে উঠে তারাতারি করে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। তারপর আমি আম্মুকে গুছানো তে সাহায্য করলাম। আম্মু রেডি হয়ে সকাল সকালে রওনা দিয়ে দিলো। আমি আম্মুকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সকালের খাবার খেয়ে নিলাম। অতঃপর এক বন্ধু আসলো বাড়িতে ওর সাথে কিছুটা সময় গল্প করলাম।
কিছুটা সময় পড় যোহরের আজান পড়ে গেলো আজ যেহেতু শুক্রবার সাভাবিক ভাবেই একটু আগেই যোহরের আজান পরলো।
অতঃপর আমি গোসল করে নিলাম গোসল করে নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে একটু শোয়লাম পাশের বাড়ির এক ছোট ভাই আসলো ওর সাথে কিছুটা সময় গল্প করলাম। অতঃপর আমি দুপুরের খাবার খাইলাম। দুপুরের খাবার খেয়ে আমি আবার একটু শোয়লাম কিছুটা সময় ফোনে গেমস খেললাম।
অতঃপর কিছুটা সময় শোয়ে থাকার পড় আছরের আজান পড়ে গেলো।
আজানের কিছুটা সময় পড় আমরা বের হলাম রাস্তায়। অতঃপর আমরা রাস্তা দিয়ে কিছুটা সময় হাটলাম। একটু বাজারের দিক গেলাম হাটতে হাটতে। বাজারে কিছুটা সময় থাকার পর আমরা আবার এলাকার দিকে আসলাম। এলাকায় আসতে আসতে সন্ধা হয়ে গেলো।
অতঃপর কিছুটা সময় পর মাগরিবের আজান পরে গেলো।
মসজিদে এসে নামাজ পরে নিলাম। তারপর আমি রাস্তা আসলাম রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো আমরা রাস্তার পাশে গাছের গুড়ির উপরে বসলাম। তারপর কিছুটা সময় আমরা গল্প করলাম ফোনে নাটক দেখলা। পাশেই বিয়ে বাড়ি ছিলো ঐখানে একটু গেলাম । ঐখানে কিছুটা সময় থাকার পর আমরা যার যার বাড়িতে চলে গেলান।
বাড়িতে এসে একটু বসলাম তারপর আমি রাতের খাবার খেয়ে নিলাম। অতঃপর বিছানায় চলে গেলাম তারপর আমি ফোনটা নিয়ে শোয়ে শোয়ে শুরু করে দিলাম আজকের দিনের ডায়েরি লেখা।
এই ছিলো আমার আজকের দিনলিপি। আগামি দিনগুলোতেও এভাবেই লিখতে চেষ্টা করবো ইংশা-আল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।
সুন্দর একটা দিন কাটিয়েছেন ভাই।
ধন্যবাদ ভাই