Diary Game Season 3 || 03/09/2021 || sunday || 18% To Steem Bangladesh and 2% To BD Charity
আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আপনাদের মাঝে প্রতিদিনের ডায়েরি শেয়ার করার চেষ্টা করি আজও করলাম। তো শুরু করা যাক আমার আজকের দিনলিপির বর্ণণা।
আজ রোজ রবিবার। আজ ভোরে আম্মু ডাকে ঘুম ভাঙ্গল তখন ভোর ৬.০০ টা বাজে। কারন আজ ধান ভাঙ্গানোর জন্য বাজারে যেতে হয়েছ । যাই হোক তারাতারি করে ব্রাশ করে মুখ ধুশে নিলাম। অতপর বাজারে চলে গেলাম ধান নিয়ে। ওখানে অনেকট ভির ছিল তাই বেশ খানিকটা সময় লাগলো। তাই বাজারে একটু ঘুরতেছিলাম সেখানে দেখা হয়ে গেল স্কুল জীবনের এক বন্ধুর সাথে। অনেক দিন পড় দেখা সেই বন্ধুটির সাথে। আমি ওর সাথে কিছুটা সময় গল্প করলাম। আমরা চা খেলাম অতপর বন্ধুটি চলে গেলো আমিও ফিরে আসলাম আমার কাজে।
কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় ১২.০০ টা বেজ গেল।
বাড়িতে এসে অনেকটা ক্লান্ত হয়ে পরছিলাম। কারন অনেক টা কাজ করতে হইছিলো যাইহোক বাড়িতে এসে হাত মুখ ধুই খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিশ্রাম করার জন্য একটু শুইলাম। কিছুটা সময় পর যোহরের আজান পড়ে গেলো আমি তারও কিছক্ষন পর গোছুল করে খেয়ে নিলাম। তার পর আমি আবারও কিছুটা সময় শুয়ে নিলাম।
আমি আছরের আজান সুনে শুয়া থেকে উঠলাম। উঠে নামাজ পরলাম মসজিদে এসে। নামাজ শেষ করে একটু রাস্তা হাটতে বের হলাম। কিছুটা সময় পড় মেঘে ঢেকে গেলো আকাশ। কিছু ক্ষন যেতে না যেতই শুরু হয়ে গেলো বৃষ্টি। বৃষ্টিতে ভিজে কোন রকমে মসজিদে এসে দাইলাম আমি। তো বৃষ্টি শেষ হতে সন্ধা হয়ে এলো এবং মাগরিবের আজান পরে গেলো।
অতপর নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ সেষ করে প্রতিদিন কার মত হুজুরের কাছে আরবি পরলাম। আরবি পড়া শেষ করে কিছুটা সময় হুজুরের সাথে গল্প করলাম। অতপর ইসার আজাম পড়ে গেলো নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রাস্তা দিয়ে একটু হাটা হাটি করে বাড়ি আসলা। তার পর আমি বাড়িতে এসে খেয়ে নিলাম।
সব মিলিয়ে আজকে একটা ব্যাস্থ সময় পার করলাম। অতপর আমি ফোনট নিয়ে প্রতিদিনকার মত আজও আমার দিনর কার্যক্রম লেখা সুরু করলাম।
এই ছিলো আমার আজকের দিনলিপি। আগামিতে লিখতে চেষ্টা করবো ইংসাআল্লাহ। আসাকরি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।
২য় ছবিটা অসাধারণ হয়েছে। সুন্দর একটি দিন ছিল।
ধন্যবাদ ভাই
অসাধারন রাস্তা।।দারুন পোস্ট❤️❤️
ধন্যবাদ ভাই❤️❤️
nice day vai
thanks vai
Sundor likhesen via...tobe mark down gulo karo kase use kora dekhe neben tahole post ta aro sundor hobe
ধ্যন্যবাদ ভাই আগামিতে চেষ্টা করবো ইংশা-আল্লাহ।