THE DIARY GAME : DATE 04.08.2020- || Another beautiful day||steemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামুআলাইকুম,,

আশা করি সবাই ভালো আছেন আজকে Thediarygame এর চতুর্থ দিন।

আজকে আমি সকালে ৯টায় ঘুম থেকে উঠেছি। আমি প্রতিদিন ৯-১০ টায় ঘুম থেকে উঠি। আসলে রাতে দেরী করে ঘুমাই তাই সকালে ওঠতে দেরী হয়ে যায়। এইজন্য অনেক বকাও খাই কিন্তুু ঘুম ক্লিয়ার না হলে আমার মাথা ব্যাথা করে। তাই আমার ঘুমই আগে তারপর সব।

গতকাল আমার প্রচুর জ্বর ছিল রাতে এবং কালকে ওষুধ খাওয়ার জন্য তুলনামূলক জ্বর আমার অনেকটা কমে গেছে।

ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে গোসল করেছি।আজকে আমাদের আমার ফুপির বাসায় দাওয়াত দিয়েছিল ।তাই সকালেই গোসল করে প্রস্তুত হয়েছি। সকালের নাস্তা করলাম। তারপর সবাই মিলে বের হলাম।

IMG_20200804_223606.jpg

  • পানি এবং আমাদের এলাকা

আকাশ তখন একদিকে পরিষ্কার এবং অন্যদিকে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল আমি বেশ কয়েকটি ছবি তুলে রেখেছি।

IMG_20200804_222741.jpg

  • নৌকা এবং পানি

আমাদের বাসার চারপাশে প্রচুর পানি নৌকা দিয়ে যেতে হয়েছে। নৌকায় চড়তে আমার আবার খুব ভালোই লাগে। সবাই মিলে নৌকা দিয়ে গেলাম।

IMG_20200804_222727.jpg

যেয়ে সবার সাথে দেখা হলো কথাবার্তা বল্লাম খুব ভালোই লাগলো। আজকে প্রচুর গরম ছিলো। তাই আমরা আইসক্রিম খাইলাম।

আমি আমার ফুপাতো ভাইকে আইসক্রিম কিনে আনতে বলি। আমি আইসক্রিম খুবই পছন্দ করি সে জানে এবং এজন্য সে আমার জন্য আইসক্রিম কিনে আনে।

IMG_20200804_223921.jpg

  • পছন্দের আইসক্রিম

আইসক্রিম আমার খুব পছন্দের। যদিও আমার ঠান্ডা লেগেছে তবুও লুকিয়ে আইসক্রিম খেয়েছি। আম্মু আইসক্রিম খেতে দিতেই চায় না আমাকে খুব বকা দেয়।

IMG_20200804_224539.jpg

  • লাল সুন্দর ফুল

ফুপিদের বাসায় অনেকগুলো ফুলের গাছ আছে। আমাদের বাড়িতেও বেশ কয়েকটি ফুলের গাছ আছে তবে ফুপিদের ফুলগাছের কালেকশনগুলো একটু ভিন্ন ধরনের। আমি একটি ফুলের ছবি তুলেছি। এটি দেখতে অনেক সুন্দর এবং লাল রংয়ের হয়।

IMG_20200804_223931.jpg

  • আমি

তবে ফুপির বাসায় আজকের দিনটা খুব ভালোই কাটলো। সেখান থেকে আসতে আমাদের সন্ধা হয়ে যায়। আমি সেখান থেকে এসে ফ্রেস হয়েই ফোন নিয়ে বসে পরেছি। সারাদিন ফোন নিয়েই থাকি আমি। এইজন্যেও অনেক বকা দেয় আমাকে। তবুও আমার সময় এভাবেই কাটাতে হয়।

Sort:  
 4 years ago 

এইটা নদী না বন্যার পানি?

ভাইয়া এটা বন‍্যা হইছে।

Your blog post has been very beautiful as well as you have captured the beautiful scenery of the river and you ate ice cream today by fooling your mother. Ice cream is a food that everyone from small to adults eats. Then you took some red flower pictures. It looks very nice. The flowers as well as your blog post have become very beautiful. I hope you will make a better blog later. Thank you.

Thanks for beautiful comment. I love ice-cream so much. Red color flowers my favorite🙂

Same to you😁😁

 4 years ago 

thanks for maintaining your diary even you are ill.

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61536.69
ETH 3445.53
USDT 1.00
SBD 2.50