The Diary Game 3: September - 05 | 09 | 2021 - By @farid21

in Steem Bangladesh3 years ago

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম , আপনারা সবাই কেমন আছেন ? আশা রাখি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আজ শনিবার । তারিখ ০৪/০৯/২০২১ ইং। আজকে আমি আপনাদের মাঝে আজকের দিনের ডাইরি শেয়ার করছি।
আমি ফরিদ উজ জামান। আমার জেলা বগুড়া।

241019063_182483740651249_1318080808665253248_n.png
Editor


The Diary Game 3: August - 04 | 09 | 2021



সকাল


আজ আমি ঘুম থেকে খুব সকালে উঠি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাহিরে হাঁটাহাঁটি করি। এলাকার কিছু লোকজনের সাথে সাক্ষাৎ করি। বাসায় এসে নাস্তা করি । তারপর ছাদে যাই এবং কিছুক্ষন কাজ করি । আমার অনলাইন শপের কিছু কাজ করি । বাসায় কিছু ছোট ছোট কাজ ছিল সেগুলো সেরে নেই।আমার এলাকার এক বোনকে রক্ত দেওয়ার কথা ছিল । তার ক্যান্সার হয়েছে। তাকে নিয়ে আমি গতকয়েক দিন ধরে তার চিকিৎসার কাজে সাহায্য করছি। তাই বেশি দেরি না করে বাহিরে বের হয়ে যাই। আমি বাসা থেকে বাহির হই ১১.৩০ মিনিটে।

240937159_435202817945998_299895726796953152_n.jpg

আমি ক্লিনিকে বসে আছি।


240983694_361445535607734_2857543989539443047_n.jpg


241562354_1070491407035621_1997407005119543068_n.jpg

রক্ত দেওয়ার সময়ের কিছু ছবি।


241014516_1183255668860291_6656643721404827802_n.jpg


241216241_149111307390887_8703782138348252158_n.jpg

রক্ত দেওয়ার সময়ের কিছু ছবি।


দুপুর


ক্লিনিক থেকে দুপুরে বাসায় ফিরে আসি তিনটার দিকে। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করি ।তারপর শরীর খুব ক্লান্ত লাগাই ঘুম পারি।


বিকেল


বিকেলবেলায় আমি বাহিরে যাই নি । সারা বিকেল অনলাইনে হালকা কাজ করেছি।


রাত


সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হই। কিছু কাঁচা বাজার করি। বাজার শেষে বাসায় ফিরে আসি। বাসায় ছোট মেয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করি। তার পর রাতে খাওয়া দাওয়া করি। তারপর অনলাইনে কাজ করতে বসি। রাতে ঠিকমত ঘুম হচ্ছিল না বলে ঘুমেতে আমার অনেক দেরি হয়। অবশেষে চোখে ঘুম আসে । আমার ঠিক মনে নাই কয়টার দিকে আমি ঘুমায়।

241559987_4247239508724281_6074744315515281723_n.jpg

কাঁচা বাজারের দোকান।

বন্ধুগণ এই ছিল আমার আজকের দিনের ডায়েরি । কোন ভুল-ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন । আমি তা সংশোধন করার চেষ্টা করব। পরবর্তি পোষ্ট নিয়ে আবারো হাজির হব আপনাদের মাঝে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96656.73
ETH 3341.70
USDT 1.00
SBD 3.20