The Diary Game 3: September - 03 | 09 | 2021 - By @farid21

in Steem Bangladesh3 years ago

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম , আপনারা সবাই কেমন আছেন? আমি আমার অন্তরের অন্তস্থল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা । আমি আল্লাহর রহমতে ভালো আছি ।আমার জন্য দোয়া করবেন।

আজ বৃহস্পতিবার ০২/০৯/২১ ইং আজকে আমি আপনাদের সামনে আরেকটি দিনের ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের দিনের ডায়েরির কিছু ছবি সহ আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফরিদ উজ জামান। আমার জেলা বগুড়া।

241081993_4631832353516387_7421649003231857333_n.png
Editor


The Diary Game 3: August - 02 | 09 | 2021



সকাল


আজকে আমি ঘুম থেকে উঠি একটু দেরি করে। তারপর হাত মুখে হাত মুখ ধুয়ে নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত হই। আমি সকালবেলা বেশিরভাগ দিন আটার রুটি খাই। আজকেও আটার রুটির সাথে ছিল সবজি ও ডিম ভাজি। তারপর ছাদের উপরে যাই। ঘাসফুল গুলোকে দেখি। আজকে বেশি ফুল ফোটে নি। মাত্র ৩ টি ফুল ফুটেছে । আজকে আমার একটু দেরি হওয়ার কারণে পাখিদের খাবার আমি দেয়নি। পরিবারের কে যেন পাখিদেরও যত্ন করে। নিচে এসে চা খেয়ে ব্যবসার কাজে বাইরে যাই।

241078915_1280976429025308_724189933746123149_n.jpg

সকালের চা ।


241255301_216053623726338_2569091098320934725_n.jpg


241388994_184092997150093_173727814720237017_n.jpg

আমার ছাদ বাগানের ঘাস ফুল


দুপুর


দুপুরে বের হয়ে আমার কাস্টমারদের কাছে গিয়ে প্রোডাক্ট এর অর্ডার নেই। ওকিছু কালেকশন করি। কয়েকটি দোকানদারের কাছে কিছু হিসাব বকেয়া ছিল সেগুলো ক্লিয়ার করি। এই কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। দোকান থেকে কিসু খাবার কিনি। তারপর বাসায় ফিরে আসি।

241068736_375247250733513_6416556650169604359_n.jpg

মুদিখানার দোকান।


বিকেল


বাসায় এসে গোসল করে খাবার খাই। দেখলাম বিকেল হয়ে গেসে। শরীর ক্লান্ত লাগছিল তাই একটু রেস্ট নিই। তারপরে অনলাইনে কিছু কাজ করি। তারপর আবার বাসা থেকে বের হই।

241344450_2300773773386088_2869456527313853177_n.jpg

আমার ল্যাপটপ।


রাত


সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই। তাদের সাথে বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ করি করি। তাদের খোঁজখবর নেই। তারপর বাসায় ফিরে আসি।
বাসায় এসে হালকা নাস্তা করি। পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটায় । তারপর অনলাইনে আমার অনলাইন শপের আপডেট দেখে নিই। তারপর #Steemit এ কাজ করার জন্য বসি । রাতের খাবার অনেক রাতে খাই । খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি।

241283621_248006633867199_7716455292222812018_n.jpg

রাতের হালকা নাস্তা।

বন্ধুগণ এই ছিল আমার আজকের দিনের ডায়েরি । কোন ভুল-ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন । আমি তা সংশোধন করার চেষ্টা করব। পরবর্তি পোষ্ট নিয়ে আবারো হাজির হব আপনাদের মাঝে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

এতো নাস্তা আর নাস্তা করতে করতে তো ভুড়ি বেড়ে যাবে ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85680.89
ETH 2224.62
USDT 1.00
SBD 0.68