Steem-Bangladesh Contest : My Town 10 Pics ~~By @farid21

in Steem Bangladesh3 years ago

প্রিয় বন্ধুরা

আজকে আমি আপনাদের সাথে আমার শহরের ১০টি ছবি শেয়ার করব।আমি ফরিদ উজ জামান। আমার জেলা বগুড়া।কয়েক দিন আগে আমি ও আমার ছোট ভাই @rabibulhasan71 মহাস্থানগড় এ বেড়াইতে যাই। সেখানে দুইজন মিলে ছবি গুলো তুলি।

MY TOWN TEN PICS

237164605_1203087940163775_8877327507906086573_n.png

এই ছবিটি পোস্ট সম্পর্কিত Editor App-Canva

তাহলে আসুন দেখা যাক আমার শহরের ঐহিহাসিক মহাস্থানগড় এর ১০টি ছবি ।

ছবি নং -১

ঐতিহাসিক মহাস্থানগড় । মহাস্থানগড় সম্পর্কে অনেক ঐতিহাসিক কাহিনী আছে । এটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র । প্রতি বছর দেশ ও বিদেশ থেকে অনেক পর্যটক আছে এখানে বেড়াইতে ।

237694168_323326362638030_6811145935986730539_n.jpg

ঐতিহাসিক মহাস্থানগড়

Google Map Link

ছবি নং -২

মহাস্থানগড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া করোতোয়া নদী। নদীতে এখন পানি থই থই করতেছে।

236217033_130656799197687_3556697096037461564_n.jpg

করতোয়া নদী

Google Map Link

ছবি নং -৩

পর্যটকদের খাওয়া এবং থাকার ব্যবস্থা আছে। এখানে মনোরম, নিরিবিলি পরিবেশে তৈরি করা হয়েছে । যাতে পর্যটকদের থাকা ও খাওয়ার কোনো সমস্যা না হয় ।

239279074_1179910519197495_4914513638038584577_n.jpg

এটি একটি টুরিস্ট কর্নার

Google Map Link

ছবি নং -৪

মহাস্থানগড়ের লোকেশন বোর্ড

237955776_1692905517575932_6912813878281079103_n.jpg

লোকেশন বোর্ডের সামনে আমি

Google Map Link

ছবি নং -৫

মহাস্থানগড়ের সামনের রাস্তা। রাস্তাটির নিচু থেকে উঁচু জায়গার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। এ রাস্তাটি দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে সবুজ প্রকৃতির দৃশ্য দেখে খুব ভালো লাগে।

238059685_2674235452878581_657015113951004754_n.jpg

মহাস্থানগড়ের সামনের রাস্তা

Google Map Link

ছবি নং -৬

রাজা পরশুরাম এর প্রসাদের অংশ বিশেষ। অনেক পুরাতন ইতিহাস লেখা আছে এই প্রসাদ নিয়ে।

238757344_1243453332764479_2404712555013217443_n.jpg

রাজা পরশুরাম এর প্রসাদের অংশ

Google Map Link

ছবি নং -৭

এটি মহাস্থানগড়ের সুলতান সাহেবের মাজার শরীফ এর প্রধান দরজা । এখানে অনেক ধর্মপ্রিয় মুসলমান তাদের মনোকামনা পূরণ করতে আসে। সবাই নিজের মতো করে মানত করে ও তবারক বিতরণ করে।

236918715_871378083805003_7041509443367524883_n.jpg

মহাস্থানগড়ের সুলতান সাহেবের মাজার শরীফ এর প্রধান দরজা

Google Map Link

ছবি নং -৮

মাজার শরীফে যে সকল মহিলা পর্যটক আসে। তাদের বিশ্রামের জায়গা এটি।

236064946_165174615664380_5736779482548840656_n.jpg

বিশ্রামের জায়গা

Google Map Link

ছবি নং -৯

এটি মাজার শরীফে পাশে অবস্থিত একটি মসজিদ । এইখানে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে । শুক্রবারে এই খানে খুব ভিড় হয়।

237116344_889910911624756_4548343841944091761_n.jpg

মাজার শরীফে পাশে অবস্থিত একটি মসজিদ

ছবি নং -১০

এখানে অনেক স্থানীয় রেস্টুরেন্টে আছে। অনেকেই এখানে কম দামে সুস্বাদু খাবার খেতে পারেন। এসকল রেস্টুরেন্টে বেশিরভাগ তারা বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করে।

237011972_934409990750649_1977544673650921166_n.jpg

Google Map Link

স্থানীয় রেস্টুরেন্টে এ খাবারের ছবি

বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।

সবাইকে আন্তরিক ধন্যবাদ

Sort:  
 3 years ago 

এগুলো আপনার তোলা ছবি? ছবি দেখে মনে হচ্ছে এগুলো ১৯ দশকের ছবি৷

ছবি এডিট করতে গিয়ে এইরকম হইছে। এডিট ভালো হয় নাই।
IMG_20210820_134449_9.jpg

ছবি তুলে ছিলাম এইরকম। ভবিষ্যতে ভালোভাবে এডিট করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

ছবিগুলো একসাথে তুলেছি গত শুক্রবারে আপনার ক্যামেরা ভালো ছিলনা ভাই।

20210822_193931.jpg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 88172.86
ETH 3116.36
USDT 1.00
SBD 2.77