Steem-Bangladesh Contest : My Town 10 Pics ~~By @farid21
প্রিয় বন্ধুরা
আজকে আমি আপনাদের সাথে আমার শহরের ১০টি ছবি শেয়ার করব।আমি ফরিদ উজ জামান। আমার জেলা বগুড়া।কয়েক দিন আগে আমি ও আমার ছোট ভাই @rabibulhasan71 মহাস্থানগড় এ বেড়াইতে যাই। সেখানে দুইজন মিলে ছবি গুলো তুলি।
MY TOWN TEN PICS
তাহলে আসুন দেখা যাক আমার শহরের ঐহিহাসিক মহাস্থানগড় এর ১০টি ছবি ।
ছবি নং -১
ঐতিহাসিক মহাস্থানগড় । মহাস্থানগড় সম্পর্কে অনেক ঐতিহাসিক কাহিনী আছে । এটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র । প্রতি বছর দেশ ও বিদেশ থেকে অনেক পর্যটক আছে এখানে বেড়াইতে ।
ছবি নং -২
মহাস্থানগড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া করোতোয়া নদী। নদীতে এখন পানি থই থই করতেছে।
Google Map Link
ছবি নং -৩
পর্যটকদের খাওয়া এবং থাকার ব্যবস্থা আছে। এখানে মনোরম, নিরিবিলি পরিবেশে তৈরি করা হয়েছে । যাতে পর্যটকদের থাকা ও খাওয়ার কোনো সমস্যা না হয় ।
ছবি নং -৪
মহাস্থানগড়ের লোকেশন বোর্ড
ছবি নং -৫
মহাস্থানগড়ের সামনের রাস্তা। রাস্তাটির নিচু থেকে উঁচু জায়গার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। এ রাস্তাটি দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে সবুজ প্রকৃতির দৃশ্য দেখে খুব ভালো লাগে।
ছবি নং -৬
রাজা পরশুরাম এর প্রসাদের অংশ বিশেষ। অনেক পুরাতন ইতিহাস লেখা আছে এই প্রসাদ নিয়ে।
ছবি নং -৭
এটি মহাস্থানগড়ের সুলতান সাহেবের মাজার শরীফ এর প্রধান দরজা । এখানে অনেক ধর্মপ্রিয় মুসলমান তাদের মনোকামনা পূরণ করতে আসে। সবাই নিজের মতো করে মানত করে ও তবারক বিতরণ করে।
ছবি নং -৮
মাজার শরীফে যে সকল মহিলা পর্যটক আসে। তাদের বিশ্রামের জায়গা এটি।
ছবি নং -৯
এটি মাজার শরীফে পাশে অবস্থিত একটি মসজিদ । এইখানে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে । শুক্রবারে এই খানে খুব ভিড় হয়।
ছবি নং -১০
এখানে অনেক স্থানীয় রেস্টুরেন্টে আছে। অনেকেই এখানে কম দামে সুস্বাদু খাবার খেতে পারেন। এসকল রেস্টুরেন্টে বেশিরভাগ তারা বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করে।
বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।
এগুলো আপনার তোলা ছবি? ছবি দেখে মনে হচ্ছে এগুলো ১৯ দশকের ছবি৷
ছবি এডিট করতে গিয়ে এইরকম হইছে। এডিট ভালো হয় নাই।
ছবি তুলে ছিলাম এইরকম। ভবিষ্যতে ভালোভাবে এডিট করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ছবিগুলো একসাথে তুলেছি গত শুক্রবারে আপনার ক্যামেরা ভালো ছিলনা ভাই।