My Town 10 Pics ~~By @farid21

in Steem Bangladesh3 years ago

প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি ।আমার জন্য দোয়া করবেন।আমি ফরিদ উজ জামান।

বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে এসেছি , আমার জেলা বগুড়ার ১০ টি ছবি শেয়ার করার জন্য । আশা করি আপনাদের ভালো লাগবে ।


MY TOWN TEN PICS


  • তাহলে আসুন দেখা যাক আমার শহরের বগুড়ার ১০টি ছবি ।

ছবি নং -১

244529696_175170648037263_3411437131079146920_n.jpg

what3words

ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া।

বগুড়া শহরে বালিকা বিদ্যালয়। এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় । অনেক ছাত্রী এই স্কুলে পড়াশোনা করে।

ছবি নং -২

245466207_1121252675072278_4780981593999771903_n.jpg

what3words

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ,বগুড়া।

এবগুড়া শহরের মহিলা কলেজ এইটি । এখানে অনেক ছাত্রী লেখাপড়া করে। বগুড়া শহরের কয়েকটি মহিলা কলেজ আছে তার মধ্যে এটি অন্যতম।

ছবি নং -৩

242891463_903075197013240_3918620901934041307_n.jpg

what3words

এটি একটি পেপার মিল।

এখানে পুরাতন কাগজ নিয়ে এসে নতুন করে আবার কাগজ তৈরি করা হয়। বগুড়া শহরে কয়েকটি পেপার মিল রয়েছে। তার মধ্যে এই পেপারমিল একটি। পেপার মিলে অনেক কাগজ উৎপাদন করা হয়।

ছবি নং -৪

244516661_401735708169915_4406446653831520326_n.jpg
what3words

এটি একটি বিল্ডিং এর ছবি।

ছবিটি রাতে তোলা হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, বিল্ডিংটি সাজানো হয়েছে বিভিন্ন রং এর ঝাড়বাতি দিয়ে। বিল্ডিং দেখতে খুব সুন্দর লাগছে।

ছবি নং -৫

245200447_362782625634399_2938000599360759240_n.jpg

what3words

এটি একটি পুরাতন কাগজের দোকান।

পুরাতন কাগজের দোকানের সামনে শ্রমিকরা কাগজ কাটুন ট্রাকে লোড করছে। এই কাগজের দোকানটিতে সব সময় কাগজ কেনাবেচা করা হয়।

ছবি নং -৬

244705652_402279028020951_8308029915508013700_n.jpg

what3words

মাটিডালি বিমান মোড়।

উত্তরবঙ্গের প্রবেশপথ মাটিডালি বিমান মোড়। উত্তরবঙ্গে প্রবেশ করতে হলে অথবা বাহির হইতে হইলে এই বিমান মোড় এর পাশের রাস্তা দিয়ে চলাচল করতে হয়।

ছবি নং -৭

245138851_1321973661573600_2836282270119385737_n.jpg

what3words

এইটি একটি মাদ্রাসা।

এটি একটি কওমি মাদ্রাসা। এখানে অনেক ছাত্র লেখাপড়া করে ।এখানে আবাসিক ব্যবস্থা রয়েছে এছাড়াও অনাবাসিক ব্যবস্থা রয়েছে। এখানে অনেক ছাত্র আছে।

ছবি নং -৮

244542465_245587634203986_9158035269743037594_n.jpg

what3words

প্রি ক্যাডেট হাই স্কুল ,বগুড়া।

এটি একটি বেসরকারি বিদ্যালয়। এখানে অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে ।এখানকার লেখাপড়ার মান মোটামুটি ভালো। এইটি শহরের মধ্যে অবস্থিত।

ছবি নং -৯

244868003_866527834036126_2708408885210303067_n.jpg
what3words

রহমানিয়া ক্লোথ স্টোর।

রহমানিয়া ক্লথ ষ্টোর এখানে সব ধরনের কাপড় পাওয়া যায় ।ছোট বাচ্চা থেকে শুরু করে নারী-পুরুষ উভয়ের পোশাক পাওয়া যায় ।এছাড়াও কিছু কসমেটিক বিক্রয় করা হয় এটি একটি ব্র্যান্ডের দোকান।

ছবি নং -১০

244678244_577766233275315_3036543198857186491_n.jpg

what3words

ক্লাসিক শোরুম।

এই শোরুমে ছোট বাচ্চা নারী-পুরুষ উভয়ের পোশাক পাওয়া যায় ।এটি একটি ব্যান্ড এর দোকান ।এখানে অনেক ভিড় হয় একদরে এখানে কাপড় বিক্রয় করা হয়।

বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।

সবাইকে আন্তরিক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68300.72
ETH 2426.77
USDT 1.00
SBD 2.36