The dairy game season -3||26-12-2021||30% for hive-138339
প্রতিদিনের মতো আমিও সকাল ৮টায় ঘুম থেকে উঠে দাত মাজলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে সবার সাথে নাস্তা করলাম। নাস্তা করে রুমে গেলাম। আমি একটু টিভি দেখলাম। তারপর আমরা বাইরে গিয়ে আমাদের পুকুরে মাছ মারলাম।
দুপুরবেলা, আমি আর আমার ভাই গাভিগুলোকে খাইয়ে গোসল করিয়ে দিলাম। তারপর গোসল করলাম, জামা কাপড় পাল্টে দুপুরের খাবার খেলাম। আজকের দুপুরের খাবারে ছিল মাছ, ভাজা আলু এবং লেবু। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম।
বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। নাস্তা শেষ করে হাঁটতে বের হলাম। ঘুরে এসে দেখলাম সবাই মাঠে খেলতে যাচ্ছে। আমিও তাদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে যেতাম। আমরা সবাই একসাথে খেলাধুলা করে সন্ধ্যা ঘনিয়ে আসার আগে বাসায় চলে আসলাম ।
সন্ধ্যার পরে বাজারে গেলাম কয়েকজন মিলে চা-নাস্তা খাওয়ার জন্য। ২০ মিনিটের রাস্তা হেঁটে বাজার আসলাম। এরপর একটা দোকানে ঢুকে চা-বিস্কুট খেয়ে বাজারে কিছু সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর 10 টায় আমরা সবাই একসাথে রাতের খাবার খেলাম। খাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষন ফেসবুকে কাটিয়ে ঘুমাতে গেলাম।
আমার প্রতিদিনের ডায়েরি পোস্ট পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ সবাইকে সবসময় ভালো রাখুক।
JOIN WITH US ON DISCORD SERVER:
দুপুরের খাবার বেশ সুস্বাদু ছিল মনে হয়। অনেকগুলো মাছ মেরেছেন। আপনি কি প্রতিদিন চা পান করেন? নাইস ডায়েরি
ক্রিকেট খেলা আমার ও অনেক পছন্দ। খেলাধূলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। মাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে।
দেশীয় জাতের মাছগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগছে