Club5050 || The Diary Game Season 3, 02/05/2022

in Steem Bangladesh3 years ago

আচ্ছালামুয়ালাইকুম

আজ রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিলো। তাই সকালে আজকে টিউশনিতে যেতে পারি নি৷ সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়তে বসলাম। সামনে এসএসসি পরীক্ষা কি যে হবে৷ বাংলা বই এখন পড়ার বাকি আছে৷ বাংলা আমার অপছন্দের একটি সাবজেক্ট। তাই এতদিন বাংলা বইটি আমি ছুয়েও দেখি নি৷

সকাল ৯ টার সময় আমার ফিজিক্স, ক্যামিস্ট্রি ও বায়োলোজি শিক্ষক আমাকে পড়াতে আমাদের বাড়িতে আসলেন। তার কাছে ২ ঘন্টা প্রাইভেট পড়লাম।

কৃষ্ণচূড়া ফুল

20220502_140110.jpg

Location

পড়া শেষ করে আমি আমার মা এর সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর মোবাইলে টিকটক ভিডিও দেখলাম৷ কার্টুন দেখলাম। গেমস খেললাম। অবসর সময়ে আমি কার্টুন আর গেমস খেলে পার করি।

কৃষ্ণচূড়া ফুল আমার খুবই ভালো লাগে৷ এর রং খুবই আকর্ষণীয় হয়ে থাকে৷ এই ফুল বসন্ত ঋতুতে ফুটে থাকে।

ঘাসফুল

20220502_140849.jpg

Location

দুপুরে গোসল করলাম। এরপর কিছুক্ষণ মোবাইল টিপলাম। তারপর ঘুমিয়েছিলাম৷ আমার ঘুমাতে খুবই ভালো লাগে৷ কিন্তু পড়ালেখার চাপের কারণে এখন ঘুমাতে পারি না। আমার ট্রেনে ভ্রমণ করতে খুবই ভালো লাগে।

বিকালে আমার ভাই আসলো আমাদের বাড়িতে। আমি তার সাথে আমার বাবাী বাসায় গেলাম। আমার বাবা আমাকে দেখতে চাইছিলো তাই। বাড়িতে গিয়ে সন্ধ্যায় আমি ও আমার ভাই একসাথে ভাত খাইলাম।

ট্রেন

20220502_135336.jpg

Location

সন্ধ্যা ৭ টার সময় আমার স্বামী আমাকে নিতে আসলেন। আমি আমার ভাই ও আমার স্বামী একসাথে বাজারে গেলাম। আমার স্বামী আমাদের ফুসকা খাওয়াতে নিয়ে গিয়েছিলো৷ এরপর তিনি আমাকে সেভেনআপ ও আমার ভাইকে একটি কোকাকোলা কিনে দিল।

প্লাটফর্ম

20220502_135310.jpg

Location

এরপর আমার বাবা'র জন্য ঔষধ নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম৷ বাড়িতে এসে হাতমুখ ধুয়ে নিলাম৷ এরপর আমার মায়ের সাথে বাড়ির কাজ করলাম।

আমার মা রান্না করতেছিলো৷ আমি তার পাশে দাড়িয়ে দেখতেছিলাম। আসলে আমি রান্না পারি না৷ তার রান্না করা দেখে অবিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছিলাম।


আমি আমন্ত্রণ জানাচ্ছি - @cocomuff, @mvchacin


ক্যামেরাVivo Y21
লোকেশনসৈয়দপুর

ধন্যবাদ সবাইকে
Sort:  
 3 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

সুন্দর একটা দিন কাটিয়েছেন। আপনার মূল্যবান সময় গুলো আমাদের সাথে ভাগাভাগি করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ভালো একটি দিন কাটিয়েছেন।ট্রেনের জার্নি হয়তো ভালো ছিল।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 95409.58
ETH 3284.65
USDT 1.00
SBD 3.30