চলে যাওয়া মানে প্রস্থান নয় ( রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ) || Poetry Reaction ||

in Steem Bangladesh3 years ago (edited)

হ্যালো ,কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি একটি Poetry Reaction দিব। আশা করি সবারই ভাল লাগবে ।


চলে যাওয়া মানে প্রস্থান নয়



কবি : রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ


চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
source

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

অসাধারণ কবিতা আবৃত্তি হয়েছে।

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ। আমি এখনো শিখতেছি🖤

 3 years ago 

খুব সুন্দর হয়েছে পোস্টটি

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🥰

 3 years ago 

কবিতাটির মর্মার্থ অত্যন্ত গভীর। ধন্যবাদ কবিতাটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য

 3 years ago 

হ্যাঁ কবিতাটি অনেক চমৎকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ🥰। আমি এখনো শিখতেছি😊

কবিতা লিরিকস গুলো চমৎকার। ভালো হয়েছে।

 3 years ago 

Thank you so much 😊

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66228.07
ETH 3559.90
USDT 1.00
SBD 3.01