The Diary Game- Season -3 || The Day After The Vaccination ||11-September-2021|| 2% Beneficiaries to @bd-charitysteemCreated with Sketch.

in Steem Bangladesh3 years ago

হরেকৃষ্ণ হরে কৃষ্ণ
আমি @chaitanno 000 from Bangladesh
আজ ১১ই সেপ্টেম্বর , শনিবার।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।

শুভ সকাল
প্রতিদিনের মত আজকে আমি সকাল ৬টার সময় উঠলাম। তারপর আমি একটু খানি ব্যায়াম করলাম। আমরা সবাই জানি যে ব্যায়াম করা সাস্থের পক্ষে ভালো। ব্যায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমি প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করি। তারপর আমি দাঁত ব্যারাস করতে গেলাম। দাঁত ব্যারাস শেষ করে আমি ফ্রশ হলাম। তারপর প্রতিদিনের মতই আমি সকাল বেলায় নাস্তাটা করলাম। মুরি চানাচুর আর সাথে এক কাফ চা। ![Screenshot_20210911_205049.jpg]() https://w3w.co/receipts.fatigued.firstly ///receipts.fatigued.firstly

নাস্তা শেষ করে আমি একটু খানি দোকানের পাড়ে গিয়ে বসলাম। তারপর আমি সেখান কিছু খান সময় কাটালাম। তারপর আমি ১০.৩০টার দিকে হাঁটতে হাঁটতে মনে হল যে কিছু ফুলের ছবি তুলা যাক। তার আমি আমার মোবাইল ফোন দিয়ে আমি কিছু ফুলের ছবি তুলাম।আশা করি ছবি গুলো আপনাদের ভালো লাগবে।
IMG_20210724_095740.jpg

https://w3w.co/settings.chat.wallets
///settings.chat.wallets

তারপর আমি ছবি তুলা শেষ করে বাড়িতে চলে এলাম। তারপর ভাত খেলাম। খাওয়া শেষ করে আমি একটু আমাদের ধানক্ষেত গুলো দেখতে গেলাম।আমি জমিবাড়ি দেখা শেষ করে বাড়িদিকে রওনা দিলাম। কিছু ধানক্ষেতের ছবি তুলাম।সেখান আমি কিছু খান সময় পার করলাম।

IMG_20210824_130551.jpg
https://w3w.co/toned.emerging.toga
///toned.emerging.toga

দুপুর
দুপুর বেলা আমি গোসল শেষ করলাম। তারপর আমি দুপুরের খাবার খেলাম। আমি দুপুর বেলা ভাত খাই। খাওয়া দেওয়া শেষ করে আমি একটু খানি বিশ্রম করলাম। ঘুমাতে যাওয়ার আগে আমি একটি বাংলাদেশ নাটক দেখলাম। নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। নাটকের নাম হচ্ছে ক্রাশ এই নাটকের অভিনয় করেছেন মুশফিক ফারহান সাকিরা। আমার প্রিয় নায়ক মুশফিক ফারহান, আফরান নিশো, তৌসিফ মাহাবুব ইত্যাদি। নাটকটি দেখা শেষ করে আমি ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠলাম ৪.৩০ দিকে। তারপর আমি ফ্রাশ হলাম।

Screenshot_20210911_192750.jpg
স্ক্রীনশট

বিকাল
তারপর বাড়ি থেকে আমি সেই বরার দোকানে চলে এলাম। বিকাল বেলা আমাদের এই খানে বরা বিক্রি করা হয়। শুধু বরা নয় পাপর, বেগুনি, বোশন বরা ইত্যাদি। তারপর আমি দোকানে এসে বরা খেলাম। তারপর একটু খানি বিকাল বেলায় রাস্তায় হাঁটাহাঁটি করালাম।তারপর হাট যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তার এক বন্ধু ফোন দিয়ে বললও হাট আয় তারপর চলে গেলাম হাটে। ![IMG20210907171005.jpg]() https://w3w.co/have.countless.metals ///have.countless.metals
সন্ধ্যা
তারপর হাটে গিয়ে বন্ধুর সাথে দেখা করলাম। তারপর তার সাথে কথা বর্তা বলাম তার আমরা চলে এলাম নাস্তা করতে। নাস্তা করলাম পুরি ছালাত। তারপর তাদেরকে আজকের মত বিদায় জানিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে আমি ৮.৩০সময় রাতের খাবার খেলাম। তারপর আমি কিছুখন মোবাইল ফোন গেমস খেলাম। গেমস খেলা সেই করে আমি ঘুমাতে গেলাম। ![Screenshot_20210911_201617_998d3425f9e75a0428f0fabdce419960.jpg]() স্ক্রীনশট

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@chaitanno000

Thank you

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.039
BTC 94906.03
ETH 3395.33
USDT 1.00
SBD 3.29