Steem Bangladesh sport

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা!
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত sports বা খেলাধুলা। আমি আজকে আমাদের দেশের একটি জাতীয় খেলা হাডুডু সম্পর্কে কিছু বিষয় তুলে ধরলাম।

kabadi.jpg
Source

আমাদের বাংলাদেশে নিজস্ব ও প্রাচীন খেলার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় খেলা হল এই হা-ডু-ডু খেলা। এই ঐতিহ্যবাহী খেলাটি বাংলাদেশের জাতীয় খেলার হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশে যেমন ক্রিকেট ও ফুটবল খেলাটি ব্যাপক জনপ্রিয় তেমনি করে এই হা-ডু-ডু খেলার অস্তিত্ব অক্ষুন্ন রয়েছে । এই হা-ডু-ডু খেলাটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক পর্যায়েও।
জন্ম ও প্রচলনঃ
আমরা সকলে জানি হা-ডু-ডু বাংলাদেশের নিজস্ব একটি খেলা। আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ খেলাটি অনেক টাই পরিচিত। খানিকটা খােলা জায়গায় বছরের যেকোনাে সময় এ খেলার আয়ােজন করা যায়। তবে এই হা-ডু-ডু খেলা বিশেষভাবে আয়ােজিত হয়ে থাকে বিভিন্ন উৎসব উপলক্ষ্যে। যেমন পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মতাে জাতীয় উৎসবে প্রতিযােগিতা হিসেবে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। আমাদের এই বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে এই হা-ডু-ডু খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে।
হা-ডু-ডু খেলার বৈশিষ্ট্য ও সাধারণ নিয়মঃ
এই হা-ডু-ডু খেলাটি সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছেলেরা খেলে থাকে। আমরা সাধারণত ভাবে জানি হা-ডু-ডু খেলার জন্য ১২ মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া একটি জায়গার দরকার হয়।তারপর মাঝ বরাবর একটি মধ্যরেখা টেনে সমান দু ভাগে ভাগ করে নেয়া হয় জায়গাটি। আর এই দুই ভাগে অবস্থান করে দুই দলের ৭ জন করে খেলােয়াড়। আর৫ জন অতিরিক্ত খেলােয়াড় মাঠের বাইরে থাকে ।কারণ এই খেলার নিয়মকানুন বেশ সহজ বলে এ খেলায় প্রতিযােগী হতে পারে যে কেউ। খেলা শুরু হওয়ার আগে দুপক্ষ তাদের দূরত্ব বজায় রেখে এবং মুখােমুখি দাঁড়ায়। খেলা শুরু হলে এক পক্ষের একজন খেলােয়াড় মাঝরেখা থেকে দম বন্ধ করে হা-ডু-ডু বা অন্য কোনাে বােল আওড়াতে আওড়াতে বিপক্ষ দলের সীমানায় ঢুকে পড়ে এবং দম থাকতে থাকতে প্রতিপক্ষের এক বা একাধিক খেলােয়াড়কে ছুঁয়ে নিরাপদে নিজের কোর্টে ফিরে আসে। প্রতিপক্ষের যে কজনকে সে ছুঁয়ে আসতে পারে সে কজন মরা বলে বিবেচিত হয় এবং খেলা থেকে বিবত থাকে। আবার সে যদি প্রতিপক্ষের হাতে সে যদি আটকা পড়ে এবং দম থাকতে থাকতে নিজেকে ছাড়িয়ে স্থানে ফিরে আসতে না পারে তাহলে সে-ই মরা বলে বিবেচিত হয়। এভাবে কয়েকবার খেলা চলে এবং জয়ের দিক থেকে যে দল এগিয়ে থাকে সে দল বিজয়ী হিসেবে বিবেচিত হয়। তাছাড়া একবার খেলেও জয়-পরাজয় নির্ধারণ করা যায়। এই খেলাটির মধ্যে দিয়ে এক গ্রামের সাথে অন্য গ্রামের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং খেলা শেষ বিজয়ীদের পুরস্কার দেওয়া হত ।
হা-ডু-ডু খেলার উপযােগিতাঃ

হা-ডু-ডু আমাদের বাংলাদেশের পরিবেশ উপযােগী একটি খেলা। এই খেলায় তেমন কোনাে উপকরণের প্রয়ােজন হয় না। তেমন কোন খরচও হয় না বললেই চলে। কিন্তু স্বাস্থ্য চর্চায় হা-ডু-ডু দারুণ উপযােগী একটি খেলা।এই খেলা দম নিয়ে খেলতে হয় বলে হা-ডু-ডু খেলােয়াড়দের ফুসফুসের কর্মক্ষমতা বেশি থাকে। খেলাটিতে শরীরিক দক্ষতা ও উপস্থিত বুদ্ধি প্রয়ােগেরও যথেষ্ট সুযােগ রয়েছে। সর্বোপরি খেলাটি দর্শকদের নির্মল আনন্দ জোগায়। খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই গ্রাম বাংলার প্রাচীন খেলা হা-ডু-ডু।এটিএকটি নির্মল আনন্দদায়ক খেলা। বলা যায় এই হা-ডু-ডু গ্রামবাংলার অন্যতম ও জনপ্রিয় একটি খেলা।
মতামতঃ
বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু। এটি আন্তর্জাতিক খেলার স্বীকৃতি পাওয়ায় এর মর্যাদা আরও বেড়েছে। এটি সাফ গেমস ও এশিয়ান গেমসে খেলাটি অন্তর্ভুক্ত বলে বাংলাদেশের মর্যাদাও এর সঙ্গে জড়িত। আন্তর্জাতিক পর্যায়ে হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ ও বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের নাম নতুনভাবে ছড়িয়ে পড়ার সুযােগ রয়েছে। তাই এ খেলায় দক্ষতা অর্জনের জন্যে দরকার নিয়মিত এর চর্চা। ব্যাপকভাবে খেলাটির আয়ােজন করা হলে এবং নিয়মিত চর্চা করলে বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী এ খেলায় সাফল্য অর্জন কঠিন নয়। এখন হয়তো এই হাডুডু খেলাটি তেমন একটা প্রচলন দেখা যায় না। কিন্তুু এক সময় এই খেলাটি সকলের কাছে অনেক প্রিয় একটি খেলা ছিল।

ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @ngamd @jannatmou কে।

ধন্যবাদান্তে
@chaitanno000

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63162.99
ETH 2567.19
USDT 1.00
SBD 2.82