Steem Bangladesh Contest photography
হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবও চলুন তাহলে শুরু করে যাক।
আমার তোলা প্রথম ছবি টা হলে ডালিম ফুলের ছবি। এই ডালিম ফলটি দেখতে যেমন অনেক সুন্দর তেমনি করে খেতেও অনেক মজার। এখন এই ফল সর্বত্রে চাষ করে থাকে। এটি একটি বছর কালীন ফল। ডালিম ফুলের তোলা ছবি টা আমার বাড়ির গাছ থেকে তোলা ছবি। ডালিম ফল খেতে অনেক ভালোয় লাগে।
এরপর আমার তোলা দ্বিতীয় নাম্বার ছবি টা হলে পটোল গাছের ছবি। পটোল হচ্ছে একটি ফুলের ছবিটা আমাদের বাড়ির পাশের জমি বাড়িতে গিয়ে তোলা ছবি। এই পটোল ফল আমাদের শষ্য চাহিদা পূরণ করে থাকে।
এরপর তৃতীয় নাম্বার ছবি টা হলে ধান ক্ষেতের ছবি। আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশের মানুষেরা কৃষি কাজের উপর জীবিকা নির্বাহ করে থাকে। এই ধান ক্ষেতের ছবি গুলো দেখে মন ভরে যায়। ধান ক্ষেতের বাতাসে দোলানো ছবি দেখে মন টা ভরে ওঠে। ধান থেকে চাল উৎপাদন করে আমাদের খাদ্য চাহিদা পূরণ করে থাকে।
এরপর আমার আরেক টি তোলা ছবি হলো নাম না জানা কিছু ফুলের ছবি। ফুল গুলো দেখতে অনেক ছোট ছোট হলেও দেখতে অনেক ভালোই লাগে। এই ফুল গুলোকে আমরা শুধু গ্রীষ্মকালে দেখে থাকি। রাস্তার পাশে ঝোপ ঝাড়ে এই গাছ গুলো দেখতে পাই।
এরপর আমার তোলা আর একটা ছবি শেষ বিকালে তোলা ছবি। এই ছবিটি আমি ক্রিকেট খেলতে গিয়ে তোলা শেষ বিকালে একটা ছবি। সূর্যের ডুবে যাওয়ার সময় তোলা ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে।
ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @hidayat96 @wase1234
IMAGE | INFORMATION |
---|---|
Genre | Photography |
Device | Vivo Y20 |
Edit | lightroom |
camera | Gcam Lmc8.4 |
Location | [Parbatipur, Dinajpur, Bangladesh] |
Photographer | @chaitanno000 |
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Wow all the flowers are so beautiful
Your editing is also superb
I love it
Thank you
আসুন আমরা সবাই সবাইকে ভোট দেই।
পোস্ট করতে গিয়ে আমরা ভোট দিতে ভুলে যাই।
আসুন ভোট দেই কমেন্টস করি।