Contest : Science

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Science সাধারণ ভাবে যার বাংলা অর্থ হচ্ছে যে বিজ্ঞান। তো চলুন শুরু করা যাক।

science-banner-vector.jpg

Source

বিজ্ঞানঃ

বিজ্ঞান বলতে আমার বুঝি যে পর্যবেক্ষণ,
পরীক্ষণ,গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম হচ্ছে বিজ্ঞান। সাধারণ ভাবে বিজ্ঞান শব্দটি ইংরেজি শব্দের 'Science। এই Science শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'Scientia শব্দ থেকে। আর যার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান। আমরা যদি এই বিজ্ঞান শব্দ টিকে বিশ্লেষণ করে থাকি বি+জ্ঞান এর অর্থ হচ্ছে যে বিশেষ জ্ঞান। বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করেন এবং প্রকৃতি ও সমাজের নানা মৌলিক বিধি ও সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন। বর্তমান বিশ্ব এবং এর প্রগতি নিয়ন্ত্রিত হয় বিজ্ঞানের মাধ্যমে। তাই এর গুরুত্ব অপরিসীম। ব্যাপক অর্থ যে কোন জ্ঞানের পদ্ধতিগত বিশ্লেষণকে বিজ্ঞান বলা হলেও আরো সূক্ষ্ম অর্থে শব্দটি ব্যবহার করা হবে।

বিজ্ঞানের প্রকার ভেদঃ
সাধারণত ভাবে বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করছে। যেমন সামাজিক বিজ্ঞান আর প্রাকৃতিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান বলতে আমরা সাধারণত ভাবে আমাদের সমাজের মানুষের আচার-ব্যবহার রীতি -নীতি সম্পর্কে সামাজিক বিজ্ঞান নিয়ে আলোচনা করে থাকে। আর অপর দিকে প্রাকৃতিক বিজ্ঞান বলতে প্রকৃতির সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে।

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োজনঃ

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।দৈনন্দিন জীবনের বিচিত্র অভিজ্ঞতা থেকে অনুভব করা যায়, বিজ্ঞান মানবকল্যাণে কত বেশি অবদান রাখছে।যেমন অক্সিজেন বা পানি ছাড়া কোন ও প্রাণীকুল কল্পনা করা যায় না, তেমনি বর্তমান সভ্যতা বিজ্ঞান ছাড়া কল্পনা করা যায় না। দৈনন্দিন জীবনে বিজ্ঞান সর্বক্ষেত্র বিশেষ ভাবে ভূমিকা পালন করে থাকে।

এই বিজ্ঞান দৈনন্দিন জীবনে আমাদের বিশেষ ভাবে ভূমিকা পালন করেছে। আমাদের জীবনে চলার পথে বিজ্ঞান এর গুরুত্ব অতুলনীয়। নিম্ন বিজ্ঞানের অবদান গুলো আলোচনা করলাম।

lovepik-drugs-and-medical-treatment-picture_501203280.jpg
Source

১.চিকিৎসা ক্ষেত্র

বর্তমান মান যুগ হচ্ছে বিজ্ঞানের প্রযুক্তির যুগ। প্রতিটি ক্ষেত্র বিজ্ঞানের গুরুত্ব বিশেষ ভাবে ভূমিকা পালন করে এসেছে। বিজ্ঞানের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা। প্রাচীন কালের মানুষের চিকিৎসা পদ্ধতি ছিল অনেক রকম।প্রাচীন কালের চিকিৎসা পদ্ধতি ছিল অন্য রকম। যেমন বিভিন্ন ধরনের গাছ- গাছালি তাবিজ, কবজ, দোয়া-কালাম, পানি পড়া এবং ঝাড়ফুঁকের ওপর নির্ভরশীল ছিল। কিন্তুু বিজ্ঞান প্রযুক্তি ফলে অনেক টাই পরিবর্তন হয়েছে। এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করে থাকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন রোগ নিনয় করে থাকে।

২.যোগাযোগ ব্যবস্তায়ঃ

যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান এর ভূমিকা অনেক। কারন আগের মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গা অন্য জায়গা যাওয়ার জন্য কয়েক দিন লেগে যেত। কিন্তুু কিন্তু বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের ফলে আর যোগাযোগ ব্যবস্থার অনেকটাই সুবিধা ভোগ করছে। বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে মানুষ সহজেই এক জায়গা থেকে এখন অন্য জায়গা অল্প সময়ের মধ্যে যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন হেলিকপ্টার এরোপ্লেন এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। অপরদিকে বাস-মাইক্রো ট্রাকের অল্প সময়ের মধ্যে এক থেকে অন্য স্থানে যেতে পারি।

education-1959551_960_720.jpg
Source

৩.শিক্ষাব্যবস্থাঃ

আমরা সবাই জানি যে শিক্ষাই জাতির মেরুদন্ড। যে ব্যক্তি যত শিক্ষিত সে সমাজের কাছে তথ্য সম্মানীয় ব্যক্তি। আর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা ছিল একেবারে অন্যরকম। প্রাচীনকালের শিক্ষাব্যবস্থা গুলো ছিল যেমন দোয়াত কালি দিয়ে লিখত।কিন্তু বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে আজ অনেকটাই পরিবর্তন ঘটেছে। এখন নতুন নতুন বই, খাতা কলম,পেন্সিলস্কুল ব্যাগ ইত্যাদি বিজ্ঞান আবিষ্কার করে। বিজ্ঞান আবিষ্কার ফলে শিক্ষা ব্যবস্থা অনেক টাই সহজ হয়ে গেছে। ২০২০ সালে করোনা মহামারির চলা কালিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধু হয়ে যায়। কিন্তুু শিক্ষা বিজ্ঞান ব্যবহার অনলাইন চালু করেন।

৪.কৃষি ব্যবস্থায়ঃ

বিজ্ঞান এর ব্যবহার করে আজ কৃষি ক্ষেত্র অনেক টাই প্রভাব ফেলেছে। বিজ্ঞান এর ব্যবহার ফলে আজকে কৃষি ব্যবস্থা আজকে অনেক টাই উন্নত হয়েছে। প্রাচীন কালের মানুষের কৃষি ব্যবস্থা ছিল অন্য রকম। তারা জমিতে ফসল উৎপন্ন করত কোদাল দিয়ে জমি চাষ করে। তারপর পরর্বতী সময়ে জমি চাষ করত গরু দিয়ে। কিন্তুু বিজ্ঞান এর ব্যবহার এর ফলে তা আজকে অনেক টাই পরিবর্তন হয়েছে। বিজ্ঞান এর ফলে এখন পাওয়ার টিলার ট্রাক্টর, আসতে এখন অধিক জমি চাষ করে ফসল আবাদ করে। এগুলো আসতে আজকে কৃষি ব্যবস্থায় অনেকটাই পরিবর্তন এসেছে। আবার নানা রকমের রাসায়নিক সার তৈরি করেছে। আরে বিজ্ঞান আসতে উন্নত মানের বীজ উৎপন্ন করার ফলে অধিক ফসল ঘরে তুলছে।

icon-set-1232558_640-640x445.png

sourec

৫.ইন্টারনেট ব্যবস্থায়ঃ

এখন কার যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। ইন্টারনেট ব্যবহারের ফলে পুরো বিশ্ব টি আজ আমাদের হাতে মুঠো এসে গেছে। ইন্টারনেট ব্যবহার করে আমরা সারা বিশ্বের খবর জানতে পারি। প্রাচীন কালের মানুষেরা যেমন কবুতরের মাধ্যমে খবর পাঠাতে। কিন্তুু বিজ্ঞান এর ফলে মোবাইলের মাধ্যমে আমরা সকল কিছু তথ্য জানতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা সকল খবর জানতে পারি।

ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @ssab আপুকে @zanaaআপুকে কে।

Sort:  
 2 years ago 

বিজ্ঞানের যে বিষয়গুলো তুলে ধরেছেন আসলে আমাদের জীবনে সেগুলোর প্রয়োজনীয়তা অনেক।

 2 years ago 

ধন্যবাদ দাদা।।

ওয়াটারমার্ক ফ্রী ছবি ব্যবহার করুন । ধন্যবাদ।

 2 years ago 

সর্বত্র ছড়িয়ে রয়েছে বিজ্ঞানের অবদান।গুরুত্বপূর্ন বিষয়গুলো তুলে ধরেছেন আপনি ।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু সময় করে লেখাটি পড়ার জন্য।

Quality post from you. You can subscribe to our community and share health and science content with us. Thank you.
Steem Health Style

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66543.69
ETH 3327.31
USDT 1.00
SBD 2.71