Steem Bangladesh Contest travel

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা!
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত
ট্রাভেল কনটেস্ট এ অংশ গ্রহণ করতেছি। আশা করি সবারই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে যাক। আমর ভ্রমন স্থান টি মেলা। এই মেলাটি হয়েছিল খোলাহাটি করতোয়ার মেলা।

করোনার কারনে এই মেলাটি দুই বছর তেমন ভালো ভাবে চলে এই মেলাটি। কিন্তুু এই বছর যা হক অনেক ভালোই মেলাটি বসেছিল। আমি যে মেলাটায় গিয়েছিলাম সেটাকে করতোয়ার মেলা বলে থাকে। শুলাম এই বছর না কি অনেক ভালোই মেলা লেগেছে। তাই আমি মেলা দেখার জন্য ঠিক করলাম। আমার একটা ভাগিনা বলও চলও মামা মেলা দেখতে যাই আমি বলাম ঠিক আছে। মেলা দেখতে যাওয়ার জন্য ঠিক করলাম। মেলা দেখার জন্য বাড়ি থেকে বের হলাম তিনটার দিকে। আমার ভাগিনা আর একটা ছোট্ট ভাই সহ মেলা দেখতে চলে গেলাম। তাদের নাম হচ্ছে শুভ রায় আর একজনের নাম হচ্ছে নকুল রায়।

location

একটা ভ্যান নিয়ে চলে গেলাম মেলা দেখার উদ্দেশ্য। মেলায় এসে দেখলাম অনেক লোক এসেছে। অনেক দিন পড়ে এই মেলা হচ্ছে ত তাই অনেক মানুষ এসেছে মেলা দেখতে। মেলায় এসে প্রথমে আমরা নগর দোলায় গেলাম। নাগরদোলায় গিয়ে দেখি অনেক লোক নাগর দোলায় চড়ার জন্য আছে। অনেক কষ্ট করে নাগরদোলায় চড়লাম। অনেক দিন পড়ে নাগরদোলায় চড়লাম। তারপর মেলায় ঘুড়তে লাগলাম। অনেক পড়ে মেলাটি বসেছে তা অনেক মানুষ হয়েছে। মেলায় ঘুড়তে আমার অনেক ভালো লাগে। মেলায় অনেক ধরনের দোকান পাট এসেছে। মেলায় ঘুড়া ঘুড়ি শেষ করে করে কিছু নাস্তা করলাম।

location

তারপর মেলা থেকে একটু ফাঁকা জায়গা এসে কিছু খন সময় কাটালাম। তারপর মেলায় এসে কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপর মেলায় তাদের সাথে কিছু খন সময় পাড় করলাম। তারপর মেলায় দেখি অনেক রকমের জিনিস উঠেছে। তারপর মেলা থেকে কিছু শখের জিনিস কেনাকাটা করলাম। তারপর কেনাকাটা শেষ করে মেলাটা আবারও ঘুরে দেখলাম। তারপর মেলায় আমরা আবারও নাস্তা করলাম। তারপর দেখি মিষ্টি পান একজন বিক্রি করছে। তারপর আমার সবাই মিলে এই মিষ্টি পান খেলাম।

location

মিষ্টি পান টি খেতে ভালোই লেগেছে।তারপর বিশ্রম নিয়ে মেলা থেকে আমি বাড়ির দিকে রওনা দিলাম। একটা ভ্যান নিয়ে আমরা মেলা থেকে বাড়ির দিকে রওনা দিলাম। মেলা থেকে বাড়ি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলও৷ মেলা থেকে বাড়িতে এসে ফ্রেস হলাম। এটাই ছিল আমার মেলার একটা ভ্রমন কাহিনি। মেলায় গিয়ে আমি কাঠানো মূহুর্তে গুলো অনেক ভালো ছিল। করোনা মহামারির কারণে কোথাও যাও হয়নি। কিন্তুু এই বছর অনেক ভালো মানের মেলাটি লাগছে। সেই জন্য বাড়ি থেকে মেলা দেখার জন্য গেলাম। অনেক দূর দূরান্ত থেকে এই করতোয়ার মেলা মানুষ দেখতে আসে। এই মেলায় মানুষ ভাত রান্না করে খায়। কিন্তুু করোনা মহামারির কারণে কয়েক বছর মেলাটি তেমন ভাবে হয়নি। আমার মেলায় কাটানো ভ্রমন কাহিনি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার মেলার ভ্রমন কাহিনি আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @hidayat96 @wase1234

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

ধন্যবাদ।।

 3 years ago 

You had a great day my friend!
Thanks for sharing

 3 years ago 

বন্ধুদের সাথে অনেক আনন্দ করেছেন বোঝা যাচ্ছে। ছবিগুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.26
JST 0.040
BTC 97675.57
ETH 3609.37
USDT 1.00
SBD 3.31