Macro Photography Writing Contest
হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত ম্যাক্রো ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবও চলুন তাহলে শুরু করে যাক
আমার তোলা সবার প্রথম ছবিটা হলো একটি ফড়িং এর ছবি। সাধারণ ভাবে কয়েক ধরনের ফড়িং দেখে থাকি। এই ফড়িং গুলো দেখতে অনেক সুন্দর
এরপর তোলা আমার আর একটি ছবি হলো মাকড়সার ছবি। সাধারণ ভাবে মাকড়সার ছয় খান পা আছে। আর এই মাকড়সা গুলো এক ধরনের জাল বিস্তার করে খাদ্য সংগ্রহ করে থাকে।
location
এরপর আমার তোলা আর একটি ছবি হলো প্রজাপতির ছবি। প্রজাপতি গুলো সাধারণত ভাবে ফুল থেকে খাদ্য সংগ্রহ করে থাকে। কয়েক রংগের প্রজাপতি দেখা যায়। সৃষ্টির মধ্যে অন্যতম সুন্দর পতঙ্গ হল প্রজাপতি । রংবেরঙের প্রজাপতি মানুষের মনকে ও রঙিন করে তোলে।
location
এরপর তোলা আর একটি ছবি হলো নাম না জানা একটি পোকার ছবি। সাধারণ ভাবে এই পোকা গুলোকে ঝোপ ঝাড়ে বেশি দেখা যায়। এই সব পোকা গুলো দেখতে ছোট্ট হলেও দেখতে কিন্তুু অনেক সুন্দর।
location
এরপর তোলা আমার শেষ ছবি টা হলে একটি মাছির ছবি। সাধারণ ভাবে মাছি একটি ক্ষতিকারী পাণী। এই মাছি সাধারণত ভাবে নানা ধরনের রোগ জীবাণু ছড়ায়।
location
ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদান্তে
@chaitanno000
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ছবিগুলো কি ইডিট করেছিলেন? ৪ নম্বর ছবিটি ভালো তুলেছেন। ধন্যবাদ।
হ্যা ভাই হালকা একটু ইডিট করেছি। ধন্যবাদ ভাই সময় করে দেখার জন্য।।
ছবি গুলো অসাধারণ ❤️
ধন্যবাদ আপু।
পোকার ছবিটি খুবই ভালো হইছে। চমৎকার ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে অসাধারণ কিছু ছবি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় করে দেখার জন্য।।