Travel Review Contest || 14 January 2022

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আমি স্টিম বাংলাদেশে আয়োজিত ট্রভেল কনটেস্ট এ অংশগ্রহণ করতেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ভ্রমণ স্থান

হাসাই গারি বিল,ডানা পার্ক এবং জমিদার বাড়ি, নঁওগা।

সময়ঃ আগস্ট ২০২১ ইং।

বর্ণনা

গত বছরের আগস্ট মাসে আমরা বন্ধুরা মিলে হটাৎ কটে প্লান করি যে নওগাঁ যাব। নঁওগাতে আমাদের এক বড় ভাইয়ের বাড়ি ওনি পার্বতীপুর লোকো সেডে চাকরি করেন তিনি আমার বন্ধু রাজিব কে আমন্ত্রণ জানায় নঁওগা যাওয়ার জন্য। রাজিব আমাকে যেতে বলে এবং আমি রাজি হয়ে যাই। আমাদের সাথে রাজিবের আরো কয়েকজন সহকর্মী যায় নঁগাতে। আমরা ট্রেন এ যাওয়ার প্লান করি এবং নির্ধারিত দিনে ট্রেন এ উঠে সান্তাহার চলে যাই এবং সান্তাহার থেকে আমাদের কে খালিদ ভাই নঁওগাতে নিয়ে যান। ওনার বাড়ি নঁওগাতে পার্বতীপুর এ চাকরি করেন আমি আগেই বলেছি একবার। যাই হোক আমরা অটোতে যাই নঁওগা শহরে। খালিদ ভাইয়ের বাসা শহরেই। আমরা ওনার বাসায় গিয়ে উঠি আমাদের প্রায় তিন ঘন্টা ট্রাভেল করতে হয়েছে। আমাদের জন প্রতি যেতে ভাড়া লেগেছে ২০০ টাকা ।

আমরা ওনার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেই এরপর একটু রেস্ট করে নেই এরপর খালিদ ভাই ওনার বাসায় দুপুরের খাবারের আয়োজন করেন। দুপুরের খাবার খাওয়ার পর একটু রেস্ট করে নেই এরপর বাহির চলে যাই আমাদের ভ্রমণের জায়গাগুলোতে।

ডানা পার্ক

IMG-20211017-WA0017.jpg

ডানা পার্কে তোলা ছবি

IMG-20211017-WA0016.jpg

ঘোরার সামনে তোলা ছবি

আমরা সর্ব প্রথম ডানা পার্কেে ঘুরতে যাই। এটি খালিদ ভাইয়ের বাড়ির কাছে। এটি মুলত নঁওগা শহর থেকে উওরে অবস্হিত। আমরা অটো ভাড়া করে যাই পার্কে। আমাদের ভাড়া দিতে হয় জনপ্রতি বিশ টাকা। আমরা পার্কে প্রবেশ করার জন্য টিকট কেটে নেই টিকিটের মূল্য ৫০টাকা ছিল। এরপর আমরা ভিতরে গিয়ে পুরো পার্কটি ঘুরে দেখলাম। পার্কটি অনেক সুন্দর। এখানে অনেক ধরনের রাইড পশু পাখি সুইমিং পুল এবং বিশ্রামের জন্য রেস্ট হাউজ রয়েছে।

রাজবাড়ি

IMG-20211017-WA0018.jpg

অবহেলিত রাজবাড়ি

নঁওগা রাজ বাড়িটি আমাদের হাসাই গারি বিলে যাওয়ার পথে আমরা দর্শন করে নেই। আমরা কিছু সময় শুধু ভিতরে দেখে চলে আসি। রাজ বাড়িটি অনেক বড়। এবং বাড়ির কারু কাজ অসাধারণ। আমরা কয়েকটি ছবি তুলে নিয়ে আবার অটোতে বসে যাই।

হাসাই গারি বিল

IMG-20211017-WA0000.jpg

হাসাই গারি বিল

IMG-20211017-WA0010.jpg

হাসাই গারি বিল

IMG-20211017-WA0011.jpg

হাসাই গারি বিল

IMG-20211017-WA0012.jpg

হাসাই গারি বিল

এই বিলটি ভ্রমণ আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমরা অটো ভারা করে নেই নঁওগা শহর থেকে একটি অটো ভাড়া লেগেছিল তিনশত টাকা। আমরা প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিলে চলে আসি। বিলে গিয়ে আমাদের মন পরো বদলে যায় এত সুন্দর প্রকৃতি দেখে। বিলের মাঝখানে রাস্তা আছে রাস্তায় বিভিন্ন রকমের খাবার দোকান আছে। আমরা এবার বিলের মাঝে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম নৌকাগুলো ইন্জিন চালিত। আমাদের একাবার বিলটি ঘুরে নিয়ে আসবে তিনশত টাকা ভাড়া। আমরা রাজি হয়ে যাই এবং বিল এর পরিবেশ উপলব্ধি করার জন্য নৌকায় উঠে পরি। আমরা আস্তে আস্তে বিলের মাঝখানে চলে যাই। অসাধারণ ছিল মূহুর্ত গুলো বলে বোঝাতে পারছি না। বিলের মাঝখানে ডিপ ওয়েল বড় বড় গাছ বিদ্যুতের খুটি জলে ডুবে ছিল। আমরা একটি গাছে ওঠে বসে ছিলাম। আমাদের একবার ঘুরানো হলে আমরা আবার মাঝিকে ঘুরাতে বলি এতটাই সুন্দর যে ফিরতে ইচ্ছে করছিল না। এভাবে দুবার নৌকা ভ্রমণের পর আমরা রাস্তায় চলে আসি কারন সন্ধা লেগে যায় এরপর আমরা ফুসকা চটপটি খাই এবং কিছু সময় বসে থাকি। সবশেষে রাত হয়ে যায় এবং আমরা নঁওগা শহরের দিকে রওনা দেই। এরপর আমরা খালিদ ভাইয়ের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেই। এরপর আমরা রাতে বাড়িতে ফেরার জন্য রেডি হয়ে নেই। ট্রেন রাত বারটায় ছিল। আমরা সবশেষে খালিদ ভাইয়ের কাছে বিদায় নিয়ে চলে আসি। ভাই কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য।

বন্ধুরা এই ছিল আমার ভ্রমণের তথ্যাদি, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

নঁওগা কখনো যাওয়া হয়নি।আপনার পিক দেখে যেতে ইচ্ছে করছে।দিনটি আপনার ভালোই কেটেছে।

 3 years ago 

সময় পেলে বিলটি একবার হলেও যাবেন, অনেক অনেক সুন্দর।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64010.98
ETH 2791.72
USDT 1.00
SBD 2.65