The Diary Game || 21st January 2022
হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আমি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারিখঃ১৯-০১-২০২২ ইং।
সকাল
দুপুর
দুপুর বেলা আমি বাগানে চলে যাই একটি বালতিতে মাছের খাবার নিয়ে। বাগানে গিয়ে পুকুরে নেমে কিছু খৈল বস্তা থেকে বাহির করে নেই এরপর সেগুলো মিশিয়ে আমি পুকুরে ছিটিয়ে দেই। এরপর আমি একটু বসে থাকি পুকুরের পাহাড়েে। কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি এবং গোসল সেরে দুপুরের খাবার খাই এরপর বিছানায় শুয়ে রেস্ট করে নেই।
বিকাল
বিকেল বেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেই এরপর আমি জমিতে চলে যাই জমিতে রোপা লাগানো আছে। আমি সবগুলো ধানখেত দেখার পর বাড়ির দিকে রওনা দেই এরপর বাড়িতে এসে বাথরুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে নেই।
রাত
বিকেল বেলা গড়িয়ে সন্ধা হয়ে যায় এবং আমি শীতের কাপড় গায়ে দেই। এরপর আমি বাহিরে চলে যাই এবং পাশের এলাকায় যাই এবং দোকানে বসে থাকি কিছু সময় এরপর আমি একটু তুহিন ভাইয়ের দোকান এ যাই ওনার একটু দরকার ছিল। এরপর ওনার সাথে দেখা করি তার কাজ শেষ করে কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই এরপর আমি বিছানায় শুয়ে পড়ি।কিছু সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়ি।
বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক সুন্দর সময় গেছে দাদা আপনা। মাছের খাবার কি কি দেন? আপনার ডাইরিটি পড়ে ভালো লাগলো। নাইস ডাইরি
খৈল ও ফিড।
পুকুরের মাছ বড় হতে কতদিন লাগবে? সুন্দর ডায়েরি শেয়ার করেছেন দাদা।
আরো বিশ দিন লাগবে পোনা বিক্রির জন্য।