THE DIARY GAME 07-11-2021

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আমি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারিখঃ০৬-১১-২০২১ ইং।

সকাল

20211106_113056.jpg

শুভ সকাল প্রতিদিনের মত আজকেও আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার খাই এরপর বিছানায় শুয়ে রেস্ট করে নেই এরপর আমি একটু বসে থাকি বারান্দায় তারপর আমি একটু বাহিরে চলে যাই পাশের দোকানে বসে থাকি কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি এবং রান্না করতে হবে তাই আমি চাল ধুয়ে রাইস কুকার এ উঠায় দেই এরপর রান্না শেষ করে কিছু সময় পর আমি আবার বাহিরে চলে যাই এবং কিছু সময় পর আমি আবার বাড়িতে চলে আসি।

দুপুর

20211106_125709.jpg

দুপুর বেলা আমি বাড়িতে এসে বাথরুমে গিয়ে গোসল করে দুপুরের খাবার খাই এরপর বিছানায় শুয়ে রেস্ট করে নেই এরপর আমি মোবাইল এ কিছু সময় কাটিয়ে একটু বাহিরে বের হয়ে আমার কিছু গাছের চারা আছে সেগুলো দেখতে যাই এবং একটু সেচ দিলাম যেন গাছ গুলো মারা না যায়। এরপর আমি আমার ঘর এ আসি এবং একটু ঘুমিয়ে নেই।

বিকাল

20211029_170935.jpg

বিকেল বেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করেনেই এরপর আমি একটু বাগানে চলে যাই এবং সাথে মাছের খাবার নিয়ে যাই পুকুরে দেওয়ার জন্য এরপর আমি একটু বসে থাকি বাগানে এরপর আমি আমার জমি গুলো দেখার জন্য যাই সবগুলো জমিতে যাওয়া হয় নি কাছের গুলো দেখার পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই।

রাত

সন্ধা বেলা আমি বাড়িতে আমার ঘর এ বসে থাকি কিছু সময় পর আমি হালকা নাস্তা করে নেই এরপর আমি রেডি হয়ে বাজার এ চলে যাই প্রথমে তুহিন ভাইয়ের দোকান এ যাই কিন্তু উনি দোকানে ছিলেন না তাই আমি পাশের দোকানে বসে থাকি কিছু সময় এরপর আমি বাড়ির দিকে রওনা দেই এরপর এলাকার দোকানে বসে আড্ডা দিলাম এরপর আমি বাড়িতে চলে যাই। বাড়িতে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই এরপর আমি বিছানায় শুয়ে পড়ি এবং মোবাইল এ কিছু সময় কাটিয়ে আমি ঘুমিয়ে পড়ি।

বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।

ধন্যবাদ সবাইকে

Sort:  

Nc dairy 💙

 3 years ago 

Thank you.

Most welcome 💙

 3 years ago 

nice dairy

 3 years ago 

thank you.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96498.98
ETH 3442.26
SBD 1.54