THE DIARY GAME 07-11-2021
হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আমি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারিখঃ০৬-১১-২০২১ ইং।
সকাল
দুপুর
দুপুর বেলা আমি বাড়িতে এসে বাথরুমে গিয়ে গোসল করে দুপুরের খাবার খাই এরপর বিছানায় শুয়ে রেস্ট করে নেই এরপর আমি মোবাইল এ কিছু সময় কাটিয়ে একটু বাহিরে বের হয়ে আমার কিছু গাছের চারা আছে সেগুলো দেখতে যাই এবং একটু সেচ দিলাম যেন গাছ গুলো মারা না যায়। এরপর আমি আমার ঘর এ আসি এবং একটু ঘুমিয়ে নেই।
বিকাল
বিকেল বেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করেনেই এরপর আমি একটু বাগানে চলে যাই এবং সাথে মাছের খাবার নিয়ে যাই পুকুরে দেওয়ার জন্য এরপর আমি একটু বসে থাকি বাগানে এরপর আমি আমার জমি গুলো দেখার জন্য যাই সবগুলো জমিতে যাওয়া হয় নি কাছের গুলো দেখার পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই।
রাত
সন্ধা বেলা আমি বাড়িতে আমার ঘর এ বসে থাকি কিছু সময় পর আমি হালকা নাস্তা করে নেই এরপর আমি রেডি হয়ে বাজার এ চলে যাই প্রথমে তুহিন ভাইয়ের দোকান এ যাই কিন্তু উনি দোকানে ছিলেন না তাই আমি পাশের দোকানে বসে থাকি কিছু সময় এরপর আমি বাড়ির দিকে রওনা দেই এরপর এলাকার দোকানে বসে আড্ডা দিলাম এরপর আমি বাড়িতে চলে যাই। বাড়িতে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই এরপর আমি বিছানায় শুয়ে পড়ি এবং মোবাইল এ কিছু সময় কাটিয়ে আমি ঘুমিয়ে পড়ি।
বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।
Nc dairy 💙
Thank you.
Most welcome 💙
nice dairy
thank you.