The diary game 04-10-2021

in Steem Bangladesh3 years ago

হ্যালো, বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন।আমিও ভাল আছি।
আজকে আমি আমার দিনলিপি আপনাদের কাছে উপস্থাপন করলাম।
তারিখঃ০৩-১০-২০২১ইং।

            সকাল     

20211003_112316.jpg

শুভ সকাল। আজকে আমি ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা।মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে।আমি ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নেই।এরপর একটু রেস্ট করে বাহিরে যাই।কিছু সময় বাহিরে থেকে বাড়িতে এসে রান্নার কাজ শুরু করি। আজকে খুব সাধারণ রান্না করার জন্য প্রস্তুতি নেই।

            দুপুর   

20211003_145809.jpg

দুপুরের আগেই আমি রান্না করা শুরু করি।প্রথমেই আমি ভাত রান্না করে নেই।ভাতের সাথে আলু দিয়ে দেই আলু ভর্তা করার জন্য।এরপর ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কেটে নেই। সব কিছু প্রস্তুত করে আমি ডিম ভেজে নেই।তারপর ভাত থেকে আলুগুলো তুলে নিয়ে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা করে নেই।তারপর সবকিছু ভালভাবে টেবিল এ রেখে দেই। এরপর আমি একটু বসে থাকি একা।কিছু সময় পর আমি গোসল করে নেই এবং মা কে খাবার দিয়ে আসি,এরপর আমি আমার দুপুরের খাবার খাই।এরপর শুয়ে রেস্ট করি মোবাইল এ সময় কাটাই।

            বিকাল

20211003_164602.jpg

20211003_164506.jpg

বিছানা থেকে উঠে আমি একটু বসে থাকি জানালার পাশে এরপর বাথরুমে ফ্রেশ হতে যাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেই। এরপর পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য বাগানে যাই। যদিও মেঘলা দিনে মাছ খাবার গ্রহন করে না তবুও কিছুটা নিয়ে যাই। এরপর খাবারগুলো পুকুরে ছিটিয়ে দেই।
20211003_164820.jpg

20211003_164731.jpg
পুকুরে খাবার দেওয়া হলে আমি বাগানে একটু সময় অতিবাহিত করি।এরপর ভাবলাম ধানখেত গুলো দেখে আসি তাই হাটতে শুরু করলাম ধানখেতের দিকে।বাগানের কাছেই ধানখেত আমার।
20211003_165932.jpg
আমি আমার সবগুলো ধানখেত দেখে আসি কোন রোগ পোকা আক্রমণ করল কিনা তো দেখলাম মোটামুটি ভাল আছে।
20211003_172151.jpg

20211003_171758.jpg
শেষের দিকে মাজরা পোকার আক্রমণে অনেক ধান নষ্ট হয়ে যায়।তাই আমি একটু বেশি যত্ন নিচ্ছি ধানখেতের।আমাকে এখনও কয়েকবার কীটনাশক প্রয়োগ করতে হবে।কেননা কাটারি ভোগ ধানে রোগ পোকা বেশী আক্রমণ করে।এই ধানের চাল বাজারে চিনিগুড়া চাল নামে পরিচিত।

           রাত

ধানখেত থেকে বাড়ি ফিরতে আমার বিকেল গড়িয়ে সন্ধা হয়ে আসে।আমি ফ্রেশ হয়ে আমার ঘরে আসি।আকাশ তখনও মেঘলা , আমি তাই বাজারে যাই নি।বাড়িতে হালকা নাস্তা করে ঘরে শুয়ে থাকি তারপর বাহিরে চলে আসি।রাস্তায় কিছু সময় হাঁটলাম।এরপর এলাকার এক বড় ভাইয়ের সাথে আমাদের বাড়ির সামনের এলাকায় যাই তখন বৃষ্টি হচ্ছিল।আমরা দোকানের ভেতরে ঢুকে পড়ি।
20211003_191010.jpg
অনেক ভারি বৃষ্টিপাত হয়েছে প্রায় এক ঘন্টার মত।এরপর বৃষ্টি থামলে বাড়িতে চলে আসি।বাড়িতে ফিরে আমি রাতের খাবার খাই,খেয়ে মোবাইল এ গান শুনি বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলে ঘুমিয়ে গিয়েছিলাম।

বন্ধুরা এই ছিল আমার আজকের দিনলিপি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

           ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69589.60
ETH 2501.17
USDT 1.00
SBD 2.55