Steem bangladesh contest | science technology and computing | technology | 28th march 2022 eng.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
বর্তমানে যে সক্ষমতা গুলোকে সন্নিবদ্ধ করা হয়েছে সেগুলো মানুষের বক্তব্যকে সফলভাবে বুঝতে পারে কৌশলগত গেম সিস্টেম উচ্চতর স্তরের প্রতিযোগিতায় অংশ করতে পারে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারে সামরিক সিমুলেশন এবং জটিল উপাত্ত ব্যাখ্যা করতে পারে ।
এই গবেষণা কে কতগুলো উপশাখায় বিভক্ত করা যেতে পারে যা নির্দিষ্ট সমস্যা দৃষ্টিভঙ্গি বিশেষ সরঞ্জামের ব্যবহার বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলির সন্তুষ্টি ফোকআস করে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার
সোশ্যাল মিডিয়ায় আপডেট
আমরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা শেয়ার চ্যাট এর মত সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও বুঝতে পারি না কিভাবে একের পর এক আপলোড আমাদের কাছে আসছে তা সে পরিচিত ব্যক্তি কেউ আর যাই হোক বা ফ্রেন্ডস সাজেশন একটা কিছু লাইক শেয়ার করলেই সেই সম্পর্কিত আরেকটা নিমিষে হাজির হয়ে যায় সবকিছুই গ্রাহকের অচিরে কৃত্রিম মেধার দৌলতে আমাদের পছন্দ অপছন্দ চাহিদা মেলামেশা ইত্যাদি। কাস্টমার আপডেট পাঠাতে থাকে এআই প্রযুক্তি।
অনলাইন বিজ্ঞাপন
এ আই এর একটা বড় গ্রহ হল অনলাইন বিজ্ঞাপন সেক্টর এই ক্ষেত্রে এআই শুধু ইন্টারনেট সার্চ কারি ব্যক্তিদের উপর নজর রেখে তথ্য তল্লাশি করে তাই নয় গ্রাহকদের পছন্দ-অপছন্দ বিচার করে সেই মতো তাদের সামনে বিজ্ঞাপন হাজির করে ফলে বিশ্বব্যাপী অনলাইন বিজ্ঞাপনের ব্যবসা 25 হাজার কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে নেভিগেশন এবং ট্রাভেল ম্যাপের পুরোটাই প্রযুক্তি চালিত যখন গুগল ম্যাপ ব্যবহার করে আমরা ক্যাব বুকিং করি তখন বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে রাস্তার সেইসময়ের যানজট ব্যবহার সম্পর্কে আমাদের জানায়।
ব্যাংক পরিষেবা
বর্তমানে ব্যাঙ্কিং পরিষেবা একটা বড় অংশ কৃত্রিম মেধা কোন একটা লেনদেন করলে আমরা তৎক্ষণাৎ যে এসএমএস বা ই-মেইল পাইতা চালনা করে এই এআই প্রযুক্তি এভাবে প্রতিটি গ্রাহকের লেনদেন নিয়ে কাজ করছে এ আই।
নিরাপত্তা ও নজরদারি
এই মুহূর্তে সব থেকে বেশি কৃএিম মেধা ব্যবহার হচ্ছে এক্ষেত্রে। ড্রোন তো ছেড়ে দেয়া যাক নজরদারির কাজে বিভিন্ন পয়েন্টে লাগানো হাজার হাজার ক্যামেরা থেকে লক্ষ লক্ষ তত্ত্ব একটা নির্দিষ্ট সময়ে বিশ্লেষণ করা এছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। ফেস রিকগনেশন এর মতো প্রযুক্তি প্রতিদিন উন্নত হচ্ছে।
বন্ধুরা টেকনোলজি নিয়ে এই ছিল আমার আলোচনার বিষয় আশা করি আপনাদের ভাল লেগেছে।
আমি @maulidar @avibauza এই দু'জনকে এই কনটেস্টটিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
সুন্দর পোস্ট লিখেছেন কিন্তু বিরাম চিহ্নের ব্যবহারে আরো নিখুঁত হতে হবে।
Thank you.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: