Steem bangladesh contest | science technology and computing | science | 27th march 2022 eng.

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন।আমিও ভাল আছি। আমি স্টিম বাংলাদেশ আয়োজিত সায়েন্স টেকনোলজি অ্যান্ড কমপিউটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি।



বিজ্ঞান



বিজ্ঞানের কিছু বিস্ময়কর আবিষ্কার



কম্পিউটার আবিষ্কার



office-605503_640.jpg

https://pixabay.com/photos/office-flowers-apple-computer-605503/

বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার বলতে গেলে বর্তমান বিশ্ব চলছে এই কম্পিউটারের উপর নির্ভর করে আসলে মানবসভ্যতার কম্পিউটারের ভূমিকা বলে শেষ করা যাবে না যে কাজগুলো আগের মানুষের করতে মাথার ঘাম ছুটে যেত সে সব কাজ আজ মুহূর্তে আমরা করে ফেলছি কম্পিউটারের সাহায্যে আবার এমন কিছু কাজ কম্পিউটারের সাহায্যে আমরা করতে পারছি কম্পিউটার ছাড়া সে সব কাজ কল্পনা করাও কঠিন আধুনিক কম্পিউটারের জনক বলা হয় তবে কম্পিউটার আবিষ্কারের ইতিহাস প্রায় 5000 বছর পুরনো এই আবিষ্কারের সূত্রপাত হয় অ্যাবাকাস নামে এক ধরনের গণনা যন্ত্র আবিষ্কারের মাধ্যমে প্রাচীন গ্রিক সভ্যতার ইতিহাস নামক যন্ত্রটি এর উল্লেখযোগ্য গণতন্ত্র ছিল অন্যের আবিষ্কৃত যন্ত্র ব্যবহৃত হতো একটি ভিন্ন ভিন্ন বোন বা হার যা দিয়ে গুন ভাগ করা যেত এই যন্ত্র সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।

children-593313_640.webp

https://pixabay.com/photos/children-win-success-video-game-593313/

এরপর সপ্তদশ শতক পর্যন্ত গণনা যন্ত্রের তেমন কোন উল্লেখযোগ্য বিকাশ হয়নি তবে এই খরা কাটে ব্রিজ স্কেল এর হাত ধরে সর্বপ্রথম পৃথিবীর প্রথম সংখ্যক ক্যালকুলেটিং মেশিন আবিষ্কার করেন বর্তমানে যা আমরা ক্যালকুলেটর নামে চিনি তার এই ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ গুন ভাগ করা যেত না পরবর্তীতে বিভিন্ন সময়ে যন্ত্রের উন্নতি সাধন করেছিলেন এরপর এই কম্পিউটার বা গণক যন্ত্রের ইতিহাসে আরেক জন গণিতবিদদের নাম বিখ্যাত জার্মান ভিলহেলম লিবনিজ। লিভনিজের গণতন্ত্র যোগ বিয়োগ করতে পারতো এবং সেইসাথে গুন ভাগ এমনকি সংখ্যার বর্গমূল পর্যন্ত করতে পারত এরপর 1836 সালে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ তৈরি করেন একটি যন্ত্র যার নাম ছিল এনালাইটিক ইঞ্জিন এটি ছিল একজনের স্বয়ংক্রিয় গণনা যন্ত্র এর বিশেষ বৈশিষ্ট্য ছিল এটি তথ্য সংগ্রহ করে রাখতে পারত 1944 সালে সর্বপ্রথম কম্পিউটার তৈরি করেন অধ্যাপক হাওয়াড আইকেন এবং আইপিএম এর প্রকৌশলীরা কম্পিউটার তৈরি করা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেটি পরিচিত ছিল মার্ক ওয়ান নামে এটি অনেক বড় বড় গাণিতিক হিসাব এ পারদর্শী ছিল এভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে কম্পিউটারের উন্নতি সাধন আর এই যন্ত্রটি কি করতে পারে তা আজ আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি।



বিজ্ঞানের টেলিফোন আবিষ্কার



phone-499991_640.jpg

https://pixabay.com/photos/phone-letter-fountain-pen-dial-499991/

টেলিফোন আবিষ্কার ছিল বিজ্ঞানের ইতিহাসে একটি কল্পনাতীত অধ্যায়ে একবার ভাবুনতো আমরা আধুনিক যুগে এসেও যখন মোবাইল ফোনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দূর থেকে দুরন্ত কারো সাথে কথা বলে একটু হলেও কি অবাক হইনা তাহলে বুঝুন এই যন্ত্র আবিষ্কারের পর মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল বিজ্ঞানের এমন অনেক আবিষ্কার আছে যা আবিষ্কারের পূর্বে কাউকে বললে সে নির্ঘাত আপনাকে পাগল বলবে।

receptionists-5975962_640.jpg

https://pixabay.com/photos/receptionists-phone-call-hotel-5975962/

টেলিফোন আবিষ্কার ছিল তেমনই একটা ব্যাপার, আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোনের আবিষ্কারক হিসেবে ধরা হলেও এ নিয়ে কিছুটা দ্বন্দ্ব আছে আলেকজান্ডার গ্রাহাম বেল এবং ইলিশা গেরে উভয় ওয়াশিংটনের পেটেন্ট অফিসে 1876 সালের ফেব্রুয়ারীতে টেলিফোন আবিষ্কারের পেটেন্ট অ্যাপ্লিকেশন জমা দেন তবে গ্রাহামবেলের আবেদনটি আগে নিবন্ধিত হয় হাজার 1876 সালের মার্চে এই পেটেন্ট এবং নিবন্ধিত হয় 1876 সালে জুনে ফিলাডেলফিয়ার প্রথমবারের মতো এক বিশাল দর্শক উপস্থিতি সামনে তার আবিস্কৃত টেলিফোন উপস্থাপন করেছিলেন এ যন্ত্রটি সফলতার সাথে এক প্রান্তে উচ্চারিত শব্দ অপর প্রান্তে পৌঁছে দিতে পারত ব্যবহারিক ক্ষেত্রে খানিকটা কষ্ট সাধ্য ছিল তবে 1877 সালে টেলিফোন কোম্পানির সহজে ব্যবহারযোগ্য করে উৎপাদন শুরু করে এবং ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে থাকে।

বন্ধুরা এই ছিল আমার আলোচনায় বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে। আশাকরি আপনাদের ভাল লেগেছে।

আমি @maulidar @avibauza এই দুইজনকে এই কনটেস্টটিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।



ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বিজ্ঞান বিষয়ে অনেক ধারণা দিয়েছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ

Hello @biplobsarker , your post have been supported by @reminiscence01 using @steemcurator07 account.

Thank you for making a post in the #Science/ #Computing/ #Technology category. We appreciate the work you have put in this post.

We have analyzed your post and come up with the following conclusion:

CriteriaRemarks
PlagiarismNone
Quality of InformationGood
Clarity of LanguageGood
#club100Yes
#steemexclusiveYes
Final ConclusionNot Recommended
 3 years ago 

Sin duda alguna son inventos muy importantes para la actualidad.

 3 years ago 

Great work.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveNO
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 73756.85
ETH 2621.23
USDT 1.00
SBD 2.41