Steem bangladesh contest || health, fitness, sport, leisure, food, gardening, travel || travel || 8th March 2022 eng.

in Steem Bangladesh3 years ago

হেলো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন,আমিও ভালো আছি
আমি একটি বাংলাদেশ আয়োজিত ট্রাভেল কনটেস্টে অংশগ্রহণ করতেছি।



ট্রাভেল



পার্বতীপুর টু বড়পুকুরিয়া কয়লা খনি

Barapukuria Coal Mine Company Limited [BCMCL]

https://goo.gl/maps/QZPTgDtf1ZmXy2Ax7




দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত 9 নং হামিদপুর ইউনিয়নে ভবানীপুর বাজার থেকে দক্ষিনে বড় পুকুরিয়া কয়লা খনি টি অবস্থিত এখানে সবচেয়ে দামি বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয় এই কয়লা খনি থেকে বছরে 10 লক্ষ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। গত বছরে কিছুটা কম কয়লা উত্তোলন করা হয় এই কয়লা খনি থেকে সরকারের কোষাগারে প্রতিবছর 302 জমা হয়।

IMG_20220228_180529.jpg

কিলোমিটার পোস্ট

IMG_20220228_163742.jpg

যাওয়ার সময় রাস্তায়

গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমি এবং আমার কাছের ছোট ভাই শামীম কে নিয়ে বড় পুকুরিয়া চলে যাই। আমি আমার বাইক নিয়ে যায় বাইকে ট্রাভেল করতে বেশ ভালই লাগে আমি শামিম কে ওর বাসা থেকে নিয়ে বড় পুকুরিয়ার উদ্দেশে রওনা দেই।

IMG_20220228_164946.jpg

রাস্তা থেকে বিদ্যুৎ কেন্দ্র

পার্বতীপুর শহর থেকে বড় পুকুরিয়া দূরত্ব প্রায় পনেরো কিলোমিটারের মতো পার্বতীপুর শহর থেকে বাসে ট্রেনে অথবা অটোতে যাওয়া যাবে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার জন্য তবে যে কোন সময় অটো তে যাওয়া যায়।

IMG_20220228_165033.jpg

তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি

বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয় এবং এ কয়লার মান অনেক ভালো দেশের বিভিন্ন স্থানে এখান থেকে কয়লা সরবরাহ করা হয় প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক এসে এখান থেকে কয়লা নিয়ে যায়।

IMG_20220228_174319.jpg

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটক

কয়লা খনির পাশেই এখানে একটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রে কয়লা দিয়ে তাপ উৎপাদন করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের ফলে আশেপাশের জেলাগুলোতে বিদ্যুতের ঘাটতি পূরণ হয়েছে। এই বিদ্যুৎ দিয়ে সেচ কাজে ব্যবহৃত মটর ও ডিপওয়েল সহজে ব্যবহার করা যায়। এখান থেকে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।

IMG_20220228_165548.jpg

কয়লা সরবরাহের জন্য রাস্তা

IMG_20220228_165751.jpg

কয়লা স্থানান্তর

খনি টি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বন্ধ হয়ে ছিল। খনি থেকে কয়লা উত্তোলনের ফলে আশেপাশের বিভিন্ন এলাকার জমির তলিয়ে যেতে থাকে এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি দেখা দেয় এর ফলে আশেপাশের জনগণ আন্দোলন করে এটি বন্ধের জন্য এমন সময়ে আন্দোলন তীব্র আকার ধারণ করলে এখানে সংঘর্ষ বেধে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এবং এক পর্যায়ে কয়েকজন লোক নিহত হয়।

IMG_20220228_173524.jpg

কয়লা মজুদের স্থান

কোলাহলের পাশে একটি এলাকা পুরোটাই তলিয়ে যায় এবং বিলের সৃষ্টি হয় অসংখ্য মানুষ তাদের ঘর বাড়ি এবং জমি হারিয়ে ফেলে এ সময় তারা সবকিছু হারিয়ে সরকারের কাছে তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যায় এক পর্যায়ে সরকার তাদের ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার জন্য কিছু টাকা বরাদ্দ দেয় তবে এ টাকা সবাই পাইনি বলে শোনা যায়।

IMG_20220228_170804.jpg

সেলফি

IMG_20220228_170636.jpg

কয়লা খনির পিছনের গেট

খনি থেকে উত্তোলন কৃত কয়লা বেল্টের মাধ্যমে উপরে উঠে একটি জায়গায় কয়লা মজুদ করে রাখা হয় এবং আরেকটি বেল্ট এর সাহায্যে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের প্রচুর পরিমাণে কয়লা প্রয়োজন হয় এই বিদ্যুৎ কেন্দ্রে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ এখানে পরিদর্শন করতে হলে হাইকোর্টের নির্দেশ নিয়ে পরিদর্শন করতে হয় তাই আমরা ভিতরে যেতে পারিনি বাহির থেকে কিছু ছবি তুলে নেই।

IMG_20220228_173425.jpg

কয়লা মজুদ এর স্থান

IMG_20220228_172404.jpg

কয়লা উত্তোলনের ফলে তলিয়ে যাওয়া এলাকা

কয়লা খনির ঠিক পূর্ব দিকে যে এলাকাটি তলিয়ে গিয়েছিল সেটি একটি মাঝারি ধরনের বিলে তৈরি হয়েছে এই বিলটিতে এখন জেলেরা মাছ মেরে তাদের জীবিকা বহন করে এবং খরা মৌসুমে কৃষকরা ধান চাষ করে বর্ষাকালে এটি পুরোপুরি তলিয়ে যায় এবং বৃষ্টির পানিতে বিশাল এলাকাজুড়ে তলিয়ে থাকে এ সময় এটি পর্যটকদের মনকে আকর্ষণ করে বাসের শহর ফুলবাড়ী এবং পার্বতীপুর থেকে বিভিন্ন বয়সের লোকজন এখানে ভিড় জমায় বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গত বছর বর্ষায় আমরাও গিয়েছিলাম এখানে।

IMG_20220228_170132.jpg

কয়লা খনির পাশে ফুলবাড়ি যাওয়ার রাস্তা

বন্ধুরা এই ছিল আমার ট্রাভেল এর বিস্তারিত তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমি @avibauza @maulidar এই দুইজনকে এই কনটেন্টটিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।



ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

এটা দিনাজপুর জেলার বিখ্যাত একটি জায়গা। ছবিগুলো সুন্দর তুলেছেন।

 3 years ago 

Thank you.

 3 years ago 

Gracias por la invitación amigo, muy bien explicado tu pots e interesante.

Saludos y bendiciones.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

it's very fun, I've seen your close friend a member of steemers. it is very familiar to enjoy this beautiful journey.

 3 years ago 

Thank you.

 3 years ago 

দিনটি অনেক আনন্দ দায়ক ছিলো ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55