top post contest :Game review//22-04-2021

in Steem Bangladesh4 years ago

Hello Friend's


I'm @biplob25 from Bangladesh,


I hope you are all well by the grance of Almighty Allah. Alhamdulillah I'm also fine. Today I'm going to share loodu game. So, don’t take any time, Let's start it.

লুডু খেলা

ludo-3720698__340.webp

source

লুডু খেলা ৬ষ্ঠশতকের মেডিভাল যুগের একটি খেলা। যা হিন্দি পাসিচি বা পাষা খেলা থেকে এই লুডু খেলার উৎপত্তি।মুঘল সম্রাট এর আমলে এই খেলা চালু হয়। এবং মুঘল সম্রাট সে নিজেই এই লুডু খেলা খেলেসেন। লুডু হচ্ছে মানুষের একটি খুবই জনপ্রিয় খেলা, লুডু এখন সবাই খেলতে ভালোবাসে। লুডু খেলা এখন সবসময় মানুষ খেলে বিষেশ করে এই করোনা মহামারির মধ্যে মানুষ বাড়ির ভিতরে এই লুডু খেলে সময় সময় কাটাচ্ছে। লুডু খেলা এখন সারাদেশে খুবই একটি জনপ্রিয় খেলা। লুডু খেলা দুই ধরনের ১.নাম্বার হচ্ছে সুধু লুডু খেলা আর২ নাম্বার হচ্ছে সাপ লুডু, এই লুডু খেলায় ২থেকে ৩.৪ জন খেলা জায়, এই লুডু খেলায় চারটি ঘর আছে জা প্রতিটি ঘরেই ছয়টি করে লাইন আছে। সেই লাইনে একটি থাকে স্টাম্প,আর এই স্টাম্প এ জেই জাক না কেনো সেই কড়ি নিরাপদে থাকে।লুডু খেলার প্রথম নিয়ম হচ্ছে লুডু চাইল দিয়ে ছয় বাহির করতে হবে, আর জে আগে ছয় বাহির করতে পারবে সে আগে বাহির হতে পারবে তার পর চাইল চলতেই থাকবে। এভাবেই চলতে চলতে কড়ি পাকা হয় জার সব কড়ি আগে পাকবে জে জয়ী হবে, এভাবেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় লুডু কয়েকটি দেশের খুবই একটি জনপ্রিয় খেলা। তা আমরা আনন্দের সাথে খেলাটি খেলি এবং তা উপভোগ করি, আমরা সবাই একে অপরের সাথে খেলি জেমন বন্ধু -বান্ধব মিলে তা আমরা খেলি মাজে মাকে আমরা অবসর সময় পেলে লুডু খেলি এবং এই লুডু খেলে আমাদের একঘেয়ামি সহজেই দুর হয় অর্থাৎ মন ভালো থাকে। আবার অন্যদিকে লুডু খেলা খারাপ বিষয় জা আমরা প্রায়ই করে থাকি, আমরা কাজ কাম ফেলে সবসময় জদি লুডু গেম খেলি তাহলে আমাদের ক্ষতি হতে পারে, ও তাই লুডু খেলা টা নেশায় পড়িণতকরা জাবে না বরং আমরা সময় সুযোগ বুজে খেলবো জেনো আমাদের কারোর ই কোনো ক্ষতি না হয়, লুডু একটি প্রাচিন আমলের খেলা। এই লুডু খেলা পসিচি ও পাশা খেলা থেকে এসেসে, লুডু কথাটা হচ্ছে ল্যাটিন সব্ধ এর অর্থ হচ্ছে আমি খেলি এরকম।আবার লুডুতে প্রত্যেকজনের করে ৪টি করে কড়ি থাকবে এবং চারটি ঘর ও থাকবে চারজনের মধ্যে একজন একজন করে চাইল দিতে থাকবে জার আগে ৬বার হবে সে আগে চাইল দিবে আবার চাইলের লুডুতে ১.২.৩.৪.৫.৬.থেকে সংখা আসে প্রতিবার চাইল এর সময় জার জতো সংখ্যা বেরোবে সে তত চাইল দিবে। আবার একজন জে চাইলে চাইল দিবে জদি অন্য জন সেই সংখ্যা বের করে তাহলে সেই কড়ি কাটা হবে কাটা হলে আবার তদরূপ সেই কড়ি কে আবার নতুন ভাবে বাহির করতে হবে সে ভাবে পর পর খেলা চলতে থাকবে এবং জে এই খেলায় নিজের কড়ি বাচিয়ে আনতে পারবে সে হবে প্রথম প্রত্যেক জনকে পত্যেকজনের ঘরের কাছ দিয়ে জেতে হবে চার জনকে চারটি ঘর পার হতে হবে তার পর সে নিজের ঘরে জেতে পারবে লুডু হচ্ছে আমাদের বসে বসে থাকার একটি জনপ্রিয় খেলা, আমরা তা সবাই একসাথে খেলি
এবং অন্যদিকে সাপলুডু খেলায় একের ওধিক খেলা জায় কারন সেখানে কোনো ঘর নাই বড়ং আসে ৯৯ঘরের সংখ্যা এভাবেই লুডু চালতে চালতে জখন পুট বাহির হবে জার আগে সে আগে চাইল দিবে এভাবে, চালতে চালতে খেলতে হবে সাপ লুডুতে কয়েকটি সাপ আসে জা একটি খুবই বরো এবং বাকি গুলা ছোট ছোট সেই সাপের সাথে সংখ্যা সেট করা আসে জে কোন সাপের মুখে পরলে কতো নিচে নামতে হবে, বড় সাপের মুখে সবচেয়ে নিম্নে নিচে জেতে হয় আর ছোট ছোট সাপের কম নিচে নামে এভাবে জে সাপের মুখে পরবে সে সাপের লেজের নিচে চলে আসবে তারপর চাইল দিতে দিতে আবার তাকে আগাতে হবে।আর একটা বড় কথা হচ্ছে সাপ লুডু খেলায় প্রত্যেকজনের কেবল মাত্র একটি করে গুটি থাকে সেই একটি কড়ি দিয়েই সাপলুডু খেলতে হয়, এভাবে প্রত্যেকটা খেলোয়ারকে নিয়ম মেনে খেলতে হবে আর জে সব গুলো সাপের মুখ থেকে জে বেচে আগাতে পারবে সেই হবে জয়ী ১থেকে ৯৯সংখ্যা পার হলেই জে বিজয়ী খেলোয়ার এটাই হচ্ছে লুডু খেলার নিয়ম।

আর ২নাম্বার হচ্ছে সাপ লুডু খেলা, এই সাপলুডু খেলার নিয়ম হচ্ছে পুট বাহির করতে হবে জা ১০০ঘরের খেলা অর্থাৎ ৯৯টি ঘর রয়েছে। জে আগে পুট বাহির করবে সে আগে কড়ি চাইল দিবে এভাবেই চালতে চালতে যখন কড়ি সাপের মুখে পরবে সেই সাপের লেজে জতো নাম্বার আসে আবার সেই নিচে নাম্বারে ফিরে জেতে হবে,এভাবেই সাপকে জে অতিক্রম করতে পারবে ও ১০০ঘরে জাবে সেই জয়ী হবে।

ধন্যবাদ সবাইকে, আশাকরি সবাইকে ভালো লাগবে
সবাই সুস্থ থাকবেন খেদাহাফেজ।



Please Support me


Best Regards,
@biplob25
Sort:  
 4 years ago 

আরো ভালো করার চেষ্টা করতে হবে।

ok vai try to me

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110524.91
ETH 4381.32
USDT 1.00
SBD 0.83