𝐶𝑜𝑛𝑡𝑒𝑠𝑡//𝑇𝑜𝑤𝑛 𝑡𝑜𝑝 10𝑝𝑖𝑐//𝑏𝑦//@𝑏𝑖𝑝𝑙𝑜𝑏25//12-06-2021

in Steem Bangladesh3 years ago (edited)

🄷🄴🄻🄻🄾, 🄵🅁🄸🄴🄽🄳🅂



𝔸𝕤𝕤𝕒𝕝𝕒𝕞𝕦𝕒𝕝𝕒𝕚𝕜𝕦𝕞



𝕀'𝕞 @𝕓𝕚𝕡𝕝𝕠𝕓25 𝕗𝕣𝕠𝕞 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉🇧🇩



নিশ্চয়ই আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আচি।আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত Town top 10 pic প্রতিজোগিতায় অংশগ্রহন করতে জাচ্ছি,আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।



তাহলে চলুন বন্ধুরা শুরু করা জাক


pic no.1


IMG_20210507_091647.jpg


এটা হচ্ছে আমাদের গ্রামের একটি মসজিদ এখানে আমাদের গ্রামের সবাই একসঙ্গে নামাজ পড়েন। এবং আমাদের এই গ্রামের মসজিদ দোতলা ফাউন্ডেশন দেওয়া।


pic no.2


IMG_20210507_093617.jpg

IMG_20210507_093420.jpg

এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কিছু মানুষ ধান শুকাচ্ছেন। এই ধান হচ্ছে আমাদের গ্রামের আবাদ করা ক্ষেতের ধান।

pic no.3


IMG_20210507_094150.jpg

IMG_20210507_094120.jpg

এই আমটি হচ্ছে আমাদের গ্রামের ফল যা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার।

pic no.4


IMG_20210611_184402.jpg


এটি হচ্ছে আমাদের গ্রামের জমি বাড়ি বা ফসলের ক্ষেত এখানে জমি-বাড়িতে পটল চাষ করা হয়েছে।


pic no.5


IMG_20210507_091736.jpg

IMG_20210507_091734.jpg

এটি হচ্ছে আমাদের গ্রামের একটি বিদ্যুৎ সংযোগ পোল।এখান থেকে

বিদ্যুৎ আসা-যাওয়া করে এবং এই পোল থেকে অনেকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।



pic no.6


IMG_20210507_092815.jpg

IMG_20210507_092807.jpg

এটি হচ্ছে আমাদের গ্রামের পানির টিউবওয়েল। এখান থেকে মানুষ পানি সরবরাহ করে এই টিউবওয়েল হচ্ছে আগেরকার পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় বলা যেতে পারে।

pic no.7


IMG_20210507_091420.jpg


এটি হচ্ছে আমাদের গ্রামের একটি পুরনো বৃক্ষ বটগাছ। এই বটগাছ আমাদের গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে, এই বট গাছের বয়স আনুমানিক 200 থেকে আড়াইশো বছর এখানে অনেক সময় অনেক মানুষ এর ছায়াতলে বিশ্রাম নেয় ।


pic no.8


IMG_20210507_091520.jpg

IMG_20210507_091504.jpg

আর এটি হচ্ছে আমাদের গ্রামের একটি ছোটখাটো দোকান এই দোকানে আমাদের গ্রামের সবাই সেখানে খরচ করে বা জিনিস কিনে আমাদের গ্রামের ছোট এই দোকানটি খুবই ভালো চলে।

pic no.9


IMG_20210505_085313.jpg

আর এটি হচ্ছে আমাদের গ্রামের একটি মাছ চাষ করা পুকুর কয়েক ধরনের মাছ চাষ করা হয় যেমনঃ রুই, তেলাপিয়া, হাংরি ইত্যাদি।

Final pic no.10


IMG_20210422_084450.jpg


এটি হচ্ছে আমাদের গ্রামের একটি পানি সেচ দেওয়া পানির পাম্প বা মটার যাকে বলা হয় এই মটার দিয়ে আমাদের গ্রামের অধিকাংশ জমিতে পানি দেওয়া হয়।



Deviceall pic itel vision1

আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।

আল্লাহ্ হাফেজ


𝕡𝕝𝕖𝕒𝕤𝕖 Ⓢ︎Ⓤ︎Ⓟ︎Ⓟ︎Ⓞ︎Ⓡ︎Ⓣ︎ 𝕞𝕖


𝘽𝙚𝙨𝙩 𝙍𝙚𝙜𝙖𝙧𝙙,
@🇧 🇮 🇵 🇱 🇴 🇧 25

Sort:  

সুন্দর হয়েছে ছবিগুলো

thanks

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97309.89
ETH 3288.22
USDT 1.00
SBD 2.99