Steem Bangladesh Contest // Travel // 20% beneficiary for @steemit-bd

in Steem Bangladesh2 years ago

হ্যালো প্রিয় steemians.
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি @armamun, ঢাকা থেকে Steem Bangladesh কতৃক আয়োজিত Travel contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি।

IMG_20211030_143431_420.jpg

        ভ্রমণ যাত্রাঃ

কিছুদিন আগে আমি এবং আমার পরিবার মিলে সিদ্ধান্ত নিলাম নারায়ণগঞ্জ শহরে ঘুরতে যাবো। নারায়ণগঞ্জ-এ চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক আমাদের গন্তব্যস্থান।

IMG_20211030_143244_922.jpg

  চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের উদ্দেশ্যে যাত্রাঃ

আমার বাসা যাত্রাবাড়ি, কাজলা। আমরা প্রথমে কাজলা বাসস্ট্যান্ড আসি। কাজলা বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ গামী উৎসব গাড়ী এবং বন্ধন গাড়ীর কাউন্টার আছে ; তো আমি উৎসব গাড়ীর টিকিট সংগ্রহ করি জনপ্রতি ৪৫/ টাকা করে। কিছুক্ষণ পর উৎসব গাড়ী চলে আসে এবং আমরা নারায়ণগঞ্জ -এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাস্তায় কোনো জ্যাম না থাকার কারনে আমরা নির্দিষ্ট সময়ে নারায়ণগঞ্জ চলে আসি। তারপর বাস থেকে নেমে ৩০/ টাকা রিক্সা ভাড়া করে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে এসে নামি।

IMG_20211030_164101_117.jpg

চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের অবস্থানঃ

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল খেয়াঘাট সংলগ্নে ২ একর জমির উপর এই পার্ক গড়ে ওঠে। বর্তমানে বিআইডাব্লিউআইটি নতুন করে এই পার্কটির নামকরণ করেছে ইকো পার্ক নামে।

        পার্কের প্রবেশ মূল্যঃ

চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ৫০/টাকা ৩ বছর বয়স থেকে তার অধিক বয়সের জন্য প্রযোজ্য। এই পার্কে গাড়ী রাখার সুব্যবস্থা রয়েছে। মোটরসাইকেলের জন্য ২০/টাকা এবং প্রাইভেট গাড়ীর জন্য ৫০/ টাকা পার্কিং ভাড়া দিতে হয়। পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।

IMG_20211030_164321_18.jpg

IMG_20211030_163000_997.jpg

    রাইড সমূহ এবং মূল্যঃ

এই পার্কে ৮ টি রাইড আছে এবং প্রতিটা রাইডের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে আছে।
√রোলারকোস্টার ; এর টিকিট মূল্য ৮০/ টাকা
√ওয়ান্ডার হুইল; এর টিকিট মূল্য ৮০/ টাকা
√ফ্রিজবী ; এর টিকিট মূল্য ৮০/ টাকা
√ম্যাজিক বোট ; এর টিকিট মূল্য ৬০/ টাকা
√হানি সুইং ; এর টিকিট মূল্য ৬০/টাকা
√ম্যারীগোল্ড ; এর টিকিট মূল্য ৬০/টাকা
√ফ্লাইং রকেট ; এর টিকিট মূল্য ৬০/টাকা
√বাম্পার কার ; এর টিকিট মূল্য ১০০/টাকা এবং
√ 9D সিনেমার টিকিট মূল্য ১০০/টাকা।

IMG_20211030_174029_708.jpg

IMG_20211030_164821_058.jpg

IMG_20211030_163715_587.jpg

 পার্কের সৌন্দর্যঃ

পার্কটিতে প্রবেশ করে ডানদিকে তিনটি বকের ভাস্কর্য এবং সাথে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। তার একটু দূরে দাঁড়িয়ে আছে অদ্ভূত সুন্দরী এক পরীর ভাস্কর্য। রয়েছে বাঘ মামা আর স্টাচু অব লিবার্টির ভাস্কর্য ; যা দেখে মন জুড়িয়ে যায়। সামনে থেকে না দেখলে এগুলো উপভোগ করা সম্ভব হয় না।

IMG_20211030_172454_912.jpg

    ভাসমান রেস্তোরাঁঃ

শীতলক্ষ্যা নদীর বুকে মেরী অ্যান্ডারসনের ন্যায় রয়েছে ভাসমান জাহাজ। এই জাহাজের ভেতরে আছে রেস্তোরাঁ ; যেখানে লাঞ্চ এবং ডিনার সহ রয়েছে বিভিন্ন রকমারী খাবারের ব্যবস্থা। তারসাথেও আছে বিভিন্ন পার্টি প্রোগ্রামের সুব্যবস্থা।

IMG_20211030_170617_949.jpg

IMG_20211030_172118_739.jpg

     পরিশেষেঃ

সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে নিজেকে সতেজ করে তোলার সবকিছু রয়েছে এই পার্কে। বিনোদনের সব উপকরণ দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি। মধুর দক্ষিণা বাতাস আর নির্মল পরিবেশে ছোট বড় সবাই ঘুরতে আসতে পারে।

প্রতিটা সময় আমরা সবাই খুব আনন্দ উপভোগ করেছি। সারাদিন ঘুরে সন্ধ্যা ৭ টার দিকে আমরা বাসার উদ্দেশ্যে রওয়ানা দেই। আর এভাবেই আমাদের ভ্রমণ কাহিনী সমাপ্ত হয়ে যায়।

Screenshot_20220427-042040.png

ধন্যবাদ Steem Bangladesh কে এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমি @Jasonmunapasee এবং @Maxdevalue কে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Thank you

 2 years ago 

আপনার ভ্রমণ স্থানটি অনেক সুন্দর ছিল। আপনাদের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল দৃশ্য গুলো অসাধারণ।

ধন্যবাদ ভাই...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61153.73
ETH 3403.85
USDT 1.00
SBD 2.51