Steem Bangladesh Contest : Mytownin10pics
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি
আজ @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Townin10pic প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে যাচ্ছি।
P9XF+5M3 Dhaka
ছোট কিছু গাছের সাড়ির পরেই উঁচু দালানকোঠা যেনো আকাশ কে ছুঁতে চাইছে।
নীলক্ষেত থেকে আসার সময় ধানমন্ডী রুটে এই ছবিটি তুলেছিলাম আমি।
Q958+R8 Dhaka
এটি মোহাম্মদপুর ঈদগাহ মাঠের গেইট।এর দু'পাশে সবুজ গাছের ডালপালা এসে ছায়া দিয়ে রেখেছে।গেইটের সামনে একজন রিক্সাচালক রিক্সা নিয়ে যাচ্ছেন।
Q967+C9J Dhaka
মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের শেষপ্রান্ত।এটি একটি চার রাস্তার মোড়ের দৃশ্য।মাথার উপরে সাদা-নীল আকাশ।দু'একটা রিক্সা চলাচল করছে।
Q967+C9J Dhaka
এটি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে অবস্থিত একটি কবরস্থান। যেখানে শায়িত আছেন আপনার আমার মতো অসংখ্য মানুষ।তাঁরা এখন আর আমাদের মতো ব্যাস্ত রাস্তায় ছুটে চলেনা।আমরাও একদিন নিশ্চুপ হয়ে যাবো!
Q967+C9J Dhaka
একটি বিল্ডিং ঠায় দাড়িয়ে আছে।পথে কিছু লোকের সমাগম।লাল টকটকে একটি প্রাইভেট কার পথ পাড়ি দিচ্ছে।
Q958+R8 Dhaka
আমার চোখে দেখা একটি প্রশান্তির দৃশ্য।ব্যাস্ত নগরীতে কে বা কার খোঁজ রাখে?কিন্তু তবুও নিয়নের আলোর নিচে বসে দু'জনের সুখ-দুখের আলাপচারীতা আমার চোখে পরে।
Q958+R8 Dhaka
চাঁদনী রাতে চাঁদের সাথে লুকোচুরি খেলা।আমি চাঁদকে হাতছানি দিয়ে ডাকি।মেঘ তাকে ঢেকে রাখে।
Q958+R8 Dhaka
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে।আমি একা হেঁটে চলি গন্তব্যে। এর শেষ কোথায় তা আমরা কেউ জানিনা।
Q958+R8 Dhaka
পথের ধারে বাটার শো-রুম।
রংবেরঙের আলোয় ঝিকিমিকি করছে।রাতের আকাশ আলোয় ভরে গিয়েছে।
Q958+R8 Dhaka
ছোট্র একটি ব্রীজ।চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।দূরে খানিক আলোর ছিটেফোঁটা। এটি আমি বাস থেকে তুলেছিলাম।
I would like to invite @rabbiasyeda,@alpha77,@artiztic
,@e-lomilo,@misbah95 to participate in this contest.
অসাধারন ফটোগ্রাফি করেছেন ভাই।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Nice photography api
Thanku so much vaia.
ছবি গুলো সুন্দর হয়ছে আপু অসাধারন উপস্থাপন
সব গুলো ছবি প্রাই একই। ভিন্ন ছবি শেয়ার করলে পোস্টটি আরও ভালো লাগতো।
Thank you so much vaia.Inshallah next time i will try to share different type of photography.