Steem Bangladesh contest-creative writing

in Steem Bangladesh2 years ago (edited)

Greeting

Assalamu-alaykum

shadow-1219164_640.jpg

Source


বন্ধুত্বের পাঁচফোড়ন


তাঁর সাথে পরিচয় টা আজ থেকে ঠিক সাত বছর আগে,আট বছর চলমান আরকি!হিসেব অনুযায়ী ইংরেজি ক্যালেন্ডারে তা 2015 সাল হবে।ভার্সিটি লাইফের ফার্স্ট ক্লাশের ডেইট যতদূর মনে পরে 2015 এর ফেব্রুয়ারির 24 তারিখ।যদিও তারিখের বেপারে খানিকটা খটকা রয়েছে আমার।স্মৃতিশক্তিতে ধুলোপড়ার কারণে তা কিঞ্চিত এদিক সেদিক হতে পারে।সেদিন ক্লাশ ভর্তি অনেক অপরিচিত মুখ দেখলেও তাঁকে দেখেছিলাম কি না আমার ঠিক মনে পরছে না।প্রথমদিন তেমন কোনো ক্লাশের প্যারা ছিলোনা,কেবল পরিচিতি পর্ব।
এভাবেই শুরু ভার্সিটি লাইফ।
দিনের সাথে পাল্লা দিয়ে পরিচিত মুখের সংখ্যা ক্রমান্ময়ে বাড়তে থাকে।নিয়মিত ক্লাশে যাওয়া।বন্ধুদের সাথে আড্ডা ,মুড়িমাখা এবং ফুচকা খাওয়া সবই চলছিলো।ক্লাশের সবার সাথে কথা হলেও বন্ধুত্বতা হয়ে উঠেছিলো কেবল গুটিকয়েক মুখের সাথেই।দেখতে দেখতে প্রথম বর্ষের ট্যুরের ডেইট পরে গেলো।স্যারদের সকলের মতে প্লেইস ঠিক করা হলো রংপুর ভিন্নজগৎ কে।সেই মুহুর্তটিতেও আমি তাঁকে কখনো ক্লাশে দেখেছি বলে মনে পরছেনা।ট্যুরে অসম্ভব প্রকারের ইঞ্জয় করেছিলাম আমরা।সেই ট্যুরে আমাদের বন্ধুদের পরিচিতি পর্ব আরো বৃদ্ধি পেলো।সবার সাথে বন্ডিং টা আরো বেশ দৃঢ় হলো।ট্যুর শেষ হতে না হতেই প্রথম বর্ষের ফাইনাল এক্সাম ডেইট হলো।দ্বিতীয় বর্ষে পদার্পন হলো আমাদের।আবার ক্লাশ শুরু।হঠাৎ একদিন আমি আবিষ্কার করলাম কয়েক সিট পেছনে বসা এক নতুন মুখ কে।সে বসেছিলো আমার এক বন্ধুর সাথেই।তো,একদিন ক্লাশ শেষ ডিপার্টমেন্টের নিচে গিয়ে দেখি ওঁরা দু-তিনজন সহ আড্ডা দিচ্ছে।আমার আবার একটা স্বভাব হলো নিজে থেকে সবার সাথে হাসিমুখে পরিচিত হওয়া।এতে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার।

ছোট্ট একটা জীবনে সবার সাথে হেসে খেলে কাটিয়ে কিছু সুখ স্মৃতি যদি না জমাতে পারি তবে কিসের জন্য ধরণীর বুকে আসা?

সো,সেদিন ও ব্যাতিক্রম নয়। এক বান্ধবী সহো চলে গেলাম তাঁদের কাছে। গিয়ে নিজেই জিজ্ঞেস করলাম কি নাম তোমার?বাসা কোথায়?ক্লাশে দেখিনা কেনো ব্লা ব্লা...।
তো,তাঁর সাথে কথা বলে যাস্ট এটাই মনে হয়েছে যে, সে মে বি লজ্জা পাচ্ছে কথা বলতে /আনইজি ফিল করছে অর সামথিং।
কেমন যেনো সবার থেকে আলাদা টাইপ মনে হয়েছে আমার।আমরা সাধারণত সবাই স্কুল আর ভার্সিটি জীবনটাকে বেশ উপভোগ করি।দীর্ঘ সময় বন্ধুদের সাথে পথচলার ফলে পেয়ে যাই বিশ্বস্ত কাউকে।

কিন্তু তাঁর মাঝে নেই কোনো উচ্ছ্বাস!
নেই কোনো পিছুটান!

এনিওয়ে ,মোটামটি কথা শেষ করে বিদায় হলাম।
ক্লাসের উপস্থিতি তাঁর নাই বল্লেই চলে।
আর থাকলেও তাঁকে আবিষ্কার করতাম বেঞ্চের দু-এক সারি পেছনে।চুপচাপ,শান্ত এবং বেশ ইন্টোভার্ট স্বভাবের।উচ্চতায় পাঁচ ফুট আট-নয় ইঞ্চি মে বি।উচ্চতা কেবল আমার অনুমান মাত্র!
মাথা ভর্তি কুচকুচে কালো চুল।মোটা লেন্সের কারণে তাঁর চোখের সৌন্দর্য ঢাকা পরে থাকে।
তবে আমি নিজে বাচাল আর হাস্যজ্বল প্রকৃতির মেয়ে হওয়ার সুবাদে তাঁর এহেন এটিটিউডে আমার যেনো কেমন বোধ হতো,মাঝে মাঝে মায়াও লাগতো।ভাবতাম আহারে বেচারা!
আড্ডা দেয়ার সময় কোনো মজার কিছু ঘটলে বন্ধুরা সবাই যখন চৌত্রিশ পাটি দাঁত কেলায় তখনো তাঁর মুখে তেমন কোনো হাসি নেই।

ধূর!!
মানুষ আবার এতো নিষ্প্রাণ হয় নাকি?
ওই ছেলে বেঁচে আছে ক্যামনে?
ওঁর কি হা হা করে হাসতে ইচ্ছে করেনা?গলা ছেড়ে গাইতে ইচ্ছে করেনা?
না না নাআআ....গান শুনার ইচ্ছে লেশ মাত্র নেই আমার।যেই ছেলে সামান্য পরিচিত হতেই কয়েকবার ঢোক গিলে, তাঁর গানের গলা কেমন হবে সেটি ভেবেই আমার আতঙ্কে গা শিউরে উঠছে।
হা হা হা!
মজা করে বল্লাম।কথা বলায় পটু না হলেও সুরে তাঁর দখল থাকতে পারে।আই ডোন্ট নো।

ক্লাশে তাঁর উপস্থিতি পেলে নিজে থেকেই কাছে গিয়ে ভালোমন্দ আস্ক করতাম।একদিন লক্ষ্য করলাম পূর্বের থেকে তাঁর খানিকটা জড়তা কেটেছে।দু'বছরে হাতে গুনে সে কেবল দু-চারজন মেয়ের সাথেই কথা বলেছে।ইভেন এ ধারা অব্যাহতি ছিলো পুরো ভার্সিটি জীবনে।পুরাই আজীব কিসিমের বান্দা!পুরো ক্লাসের সব বন্ধুকে তুই সম্বোধন করলেও তাঁকে 'তুমি' করেই বলি।কারণ সে তুমি বলতেই কম্ফোর্ট ফিল করে।
যাইহোক, ক্লাশ,প্রাকটিক্যাল ল্যাব সবকিছুর মধ্যদিয়ে ঘনিয়ে এলো দ্বিতীয় বর্ষের স্টাডি ট্যুর।এবারের প্লেইস ঠিক করা হলো দিনাজপুর স্বপ্নপুরী।
ট্যুর প্লেইসে ঘুড়ার সময় স্যারেরা বলে দিয়েছিলেন গ্রুপ করে ঘুড়তে।আমরা তিন বান্ধবী এন্ড অয়ন আসে আমাদের দলে।সামহাউ সে ও আমাদের দলভুক্ত হয়।এর কারণ হলো বেচারার দুই বছরে কেবল অয়নের সাথেই খানিকটা জমে উঠেছে তাঁর।তো, সারাদিন আমরা ঘুড়াঘুড়ি করি এবং ফ্রেমবন্দীও করি কিছু মুহূর্তকে।যেসব স্মৃতিতে আমরা রোজ নিজেদের হাতরে বেড়াই।

অতীতের সুখ স্মৃতিতে বর্তমানের কষ্টকে আবৃত করাই আমাদের কাজ।এভাবেই আমরা বাঁচার বীজ বুনি নতুন উদ্যমে।

এই প্রথম তাঁর সাথে আমাদের খানিকটা ভাব হয়েছে।এবং ট্যুর শেষ করে আবার সে লাপাত্তা।
বন্ধু মহলে তাঁর উপস্থিতি আদিম প্রাণী ডাইনোসরের মতো প্রায়।
একদম বিলুপ্ত !..........(Be continue)


I would like to mention @lili21 & @nurida to participate in this contest.

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

অনেক কিছু লিখেছেন ববন্ধুত্ব্ব নিয়ে। সেই সাথে আপনার লেখা গল্পটিও অনেক সুন্দর ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপু।

 2 years ago 

Thanks a bunch vaia.

 2 years ago 

অসধারণ লিখেছো ব্রো।

অতীতের সুখ স্মৃতিতে বর্তমানের কষ্টকে আবৃত করাই আমাদের কাজ।এভাবেই আমরা বাঁচার বীজ বুনি নতুন উদ্যমে।

লাইনগুলো খুব সুন্দর ছিল।

 2 years ago 

দুইখান লাইন এ পড়িছেন নাকি পুরাটাই পড়িছেন ব্রো?

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66